স্মৃতির ক্যানভাসে গনগন করছে লেলিহান শিখা,
আর মনের মধ্যে বিস্তৃত হচ্ছে প্রতিশোধস্পৃহা।
হৃদয় জ্বলে পুড়ে হয়েছে ভস্মীভূত,
কিন্তু এখনও দগদগ করছে সেই ক্ষত।
আমার হৃদয় খুনিকে ধ্বংস করতে, তৈরি করছি মনোবল,
কিন্তু তার সামনেই যে আমার মন হয়ে যায় সবচেয়ে বেশি দুর্বল।
-
8 NOV 2020 AT 9:50
4 MAY 2020 AT 20:38
-মথনে ব্যর্থ তবুও অহেতুক খুঁজে গেছ খুঁত,
-মিরময় তোমার পরাজয় সূচক বিদ্রোহে ;
-ধরানোটা যখন তোমার বড়োই প্রয়োজন,
-রা দিলে তখন চেতনাহীন অন্য এক বিরহে।
-
29 JUL 2021 AT 8:56
ক্ষতের পাশে গোলাপ আঁকা, তার পাশে যন্ত্রণা।
অনেক সময় প্রতিশোধে, মেলে মনের সান্ত্বনা...
(বাকিটা ক্যাপশনে)-
11 MAY 2020 AT 16:05
তুমি কেড়ে নাও!
প্রকৃতি ফিরিয়ে দেয়!
তুমি নিঃস্ব হও!
প্রতিশোধ নেয় সময়!-
2 OCT 2021 AT 22:41
যত উচুঁ লাফাইবে তত জোরে লাগিবে,
প্রতিশোধ কে কি নেবে! সময়ই কথা কহিবে।।
-
14 OCT 2021 AT 17:53
ধুলোমাখা গুমোট অন্ধকারে
কামনার আগুন
বিশ্বাসের ছাই দিয়ে আঁকে
প্রতিশোধ-