মেঘের কাছে ঋণী আমি, তবুও চাইছি বৃষ্টি...
তারার ওমে মন পুড়েছে,শরীরের ধ্বংস দেখেছে দিব্যদৃষ্টি।-
সবটাই খাম বিহীন খোলা চিঠির মতো।
জানতে যদি চাও তবে বলি শো... read more
জ্ঞানের আলো, প্রেম শেখালো, মাতোয়ারা রাধা থেকে রুকমিণী।
কৃষ্ণ আগমনের শুভেচ্ছা রইলো, ভালো কাটুক সবার জন্মাষ্টমী।।-
শত কাজের মধ্যে ব্যস্ত রাখি জীবন,
অনেকটা মৃত্যুর পথ চেয়ে বেঁচে থাকার মতন।
ভুলবো ভুলবো করেও তাকে ভোলা হয়নি,
তাই কবিতা গুলোরও দিয়েছিলাম কাফন।
ফিরতে আর চাইনি তবুও পারলাম কই?
এতো ভালোবাসা সেতো উপেক্ষিত নই?
দেরাজে আজ একটা পান তবুও সুপুরি অজস্র,
শুধু তুমি ভালোবাসোনি আঘাত হেনেছো সহস্র।
বন্দী ছিলাম সন্ধি করে একলা থাকার তাসের ঘরে,
তোমাকে ভুলবো এবার, ঠিক তোমারই মতন করে।
-
মাঝে মাঝে কবিতা গুলোই কবিদের দিয়ে যায় ক্ষত...
ঠিক যেমন চেনা মানুষের ব্যবহার যখন লাগে অচেনার মতো।-
যখন জানতে পারি কলেজের সবচেয়ে সুন্দরী মেয়েটা আমাদেরই এক বন্ধুর দূর সম্পর্কের বোন হয়.....
তখন আমরা বন্ধুরা ভাই আলাপ করিয়ে দে😇😇-
হাটছে সময় তোমার পাশে, তবু্ও ভালোবাসা ছুঁয়ে দেখা বারণ।
নিকোটিনে হৃদয় পোড়ে, অ্যালকোহল সেতো তোমারই কারণ।।-
বুকের ভেতর গভীর ক্ষত
চোখের কোণে জলছবি,
আমাবস্যা রাতে নিয়ন আলোয়
তুই কি আর আমার হবি?
বেদনা গুলো সুপ্ত মেঘে
তোর নামেতে বাষ্প জমায়,
আবার যদি স্বপ্ন ভাঙ্গে
ফিরবি কি আর মোর ঠিকানায়?
ইচ্ছে গুলো মুক্তি দিয়েছি
এখন আলোকবর্ষ পার,
এক শতাব্দী কোমায় আছি
ভালোবাসা,এখন ভালোবাসিস কার?-
চুপকথাদের গল্প দিলাম না হয়, তারাও বাঁচুক অল্প রুপকথায়...
নতুন নতুন প্রেমের ছোঁয়ায়, শুকনো গোলাপও পারিজাত মনে হয়।-
মন পুড়েছে, ব্যাথা জমেছে, মেঘ করেছে অনেকক্ষণ।
রবির আলো, ক্ষীণ হলো, শ্রাবণে ছিল জ্যৈষ্ঠ দহন।-
সেদিন মেঘ জমেছিল, হৃদয়ে এসেছিল প্লাবন...
বাঙালি ভাসলো নোনা জলে, কূল হারিয়ে শ্রাবণ।-