Ankhi Samui   (ভ্রমর🍁🙂)
371 Followers · 19 Following

read more
Joined 13 May 2020


read more
Joined 13 May 2020
13 OCT 2022 AT 22:31

Will walk together forever...

-


2 FEB 2022 AT 23:48

মেঘলা দুপুর, বিষণ্ণ নুপুর
মনের ভিতর ঘরে উদাসী বিষাদ সুর,
সময় গতিহীন, প্রতীক্ষা সীমাহীন
পলাশের মৌনতার আবেশে বসন্ত বিলীন....
— % &

-


30 MAR 2021 AT 22:49

মেমোরি ডিলিট করে নতুন পেজ এডিটে মন দিয়েছি...

-


26 JUL 2020 AT 23:45

জীবনের প্রতিটি মুহূর্ত ভীষণ মূল্যবান, সবাইকে ভালো রেখে ভালো থাকো।

-


10 JUL 2020 AT 10:41

অজানাকে জানার, অচেনাকে চেনার
আকাঙ্ক্ষা মানুষের চিরদিনের।
বন্ধু তোমার উত্তরে জ্ঞান তৃষ্ণা মিটেছে,
সমস্ত ঘটনার যুক্তিসহ ব্যাখ্যা ধরা দিয়েছে।
পৃথিবী, মহাকাশ, ভূগর্ভের প্রতিটি কোণায়
বর্তমান তোমার উজ্জ্বল অস্তিত্ব,
নিজস্ব মহিমায় তুমি প্রমাণ করো চিরন্তন সত্য।
তোমার হৃদয় তৈরী খাঁটি সোনায়,
তথ্য, সূত্র জলে স্থলে সর্বত্র একই রয়ে যায়।
গণিতের অমৃত রসে সমৃদ্ধ তুমি,
পদার্থবিদ্যা নাম হলেও তোমার
প্রাণচঞ্চল, বুদ্ধিদীপ্ত নিত্যনতুন আবিষ্কারে
ভেসে যেতে পেরে ধন্য আমি।

-


1 OCT 2021 AT 14:59

ইচ্ছেডানা মেলে পাড়ি দেব দিগন্তে যেখানে সমুদ্র, পাহাড়, বনানী একাকার মিলেমিশে ...

-


1 OCT 2021 AT 14:49

মনের আঁধার মুছে আশার প্রদীপ জ্বালো ...

-


30 SEP 2021 AT 23:59

বর্ষার সুর, তাল, ছন্দে হৃদয় দোলে...

-


30 SEP 2021 AT 23:46

গভীর সংকটে যদি ঘনিয়ে আসে হতাশার কুয়াশা
আশার প্রদীপ জ্বেলে একলা পাড়ি দেবো, মিলবে পথের দিশা...

-


30 SEP 2021 AT 23:32

পূর্ব দিগন্তে সদ্যোজাত অরুণের স্বর্ণালী আভা খেলা করে রক্তিম আকাশের কোলে...

-


Fetching Ankhi Samui Quotes