Ankhi Samui   (ভ্রমর🍁🙂)
392 Followers · 21 Following

read more
Joined 13 May 2020


read more
Joined 13 May 2020
5 SEP AT 14:58

যাকে ভালোবাসবে তার ভালো, মন্দ সব নিয়ে ভালোবেসো...
জীবনের পথ চলা নয় দুদন্ডের স্বপ্ন মাত্র,
সুখ দুঃখের চড়াই উৎরাই পেরিয়ে দুজনে আরও কাছাকাছি এসো...

-


3 SEP AT 0:13

অভিমানী শহরে পায়ের পাতা ডোবেনা বৃষ্টির জলে,
শুধু চোখের কাজল ধুয়ে যায় অবিরাম নোনা স্রোতে।
রাস্তায় রাস্তায় নেই কোনো গর্ত,
শুধু হৃদয় জুড়ে কত গভীর ক্ষত!
অন্ধকারে মিশে যায় সব সাদাকালো;
দূর থেকে শুধু দেখা অন্য শহরের
চোখ ধাঁধানো আতসবাজির আলো।
ভেসে আসে কোন সুদূরের কোলাহল;
এখানে চারপাশে নিস্তব্ধতা,
জীবন ছুঁয়েছে মৃত্যু, ঠান্ডা হিমশীতল।
তবু ভালোবাসার আশা বুকে নিয়ে বেঁচে থাকা বারোমাস,
হাসিমুখে পথ চলা, মনে লুকিয়ে হাজারো দীর্ঘশ্বাস.......

-


30 AUG AT 19:56

জীবনের মূল মন্ত্র হলো ভালোবাসা...

-


30 AUG AT 19:16

জীবনের সাথে সন্ধি
জন্ম থেকে মৃত্যু,
ত্যাগের রশ্মিতে বাঁধা;
তবু নিদারুণ আঘাতে
কাঁপে আশা প্রত্যাশার সেতু।
নানা রঙের সুতোয় বোনা
সম্পর্কের নকশিকাঁথা,
ভিন্ন ভিন্ন নকশা হয়ে ফুটে ওঠে
প্রিয়জন যেমন চায় যেথা।
মনে মনে ইচ্ছারা আঁকে
কত না রঙিন স্বপ্ন;
সবার সাধ পূরণের আনন্দে
ধূলায় মিশিয়ে যায়, পায় না যত্ন।
ভাবি সব ভুলে বাস করি আপন বৃত্তে;
জীবনের সাথে হবে সন্ধিবিচ্ছেদ,
কী যায় আসে তাতে!
ঠিক তখনই কে যেন নাড়া দেয় চিত্তে;
সবার মাঝেই জীবনের সুখ খোঁজা
বলে উধাও হয়ে যায় চকিতে...


-


29 AUG AT 20:14

যত ভাবি দূরে থাকি;
কি যেন টানে আমায়!
কত না বলা কথা লুকিয়ে
আছে, নীল চোখের মায়ায়।

দূরে গিয়েও বারবার ফিরে আসি;
নতুন করে বাঁচার আশায়।
চাওয়া পাওয়ার হিসাব ভুলে যাই;
হারিয়ে যাই দুনয়নের নেশায়।

অভিমানের হৃদয় মাঝে
লুকিয়ে থাকে ভালোবাসা,
নিত্যদিনের খুনসুটিতে
জড়িয়ে থাকে মনের ভাষা।

যতই থাকুক পথের দূরত্ব
পাশে থাকাটাই ভরসা,
দূরে গিয়েও কাছে থাকা
সেই তো ভালোবাসা.....


-


26 AUG AT 15:35

আমি গভীর বিস্ময়ে তাকিয়ে রই
রক্তিম গোধূলির আকাশের দিকে,
মেঘমালা ভীষণ ছন্নছাড়া আজ;
আমারই মতো ব্যাথা হয়তো বুকে।
ফুলের বনে একলা কাকে যেন খুঁজি;
হয়তো হারিয়েছি যাকে পথের বাঁকে।
সম্পর্ক পথ ভোলে মন ভোলে না,
অবুঝ ভীষণ সে, মানে না মানা।
স্মৃতির আঘাত হয়ে ওঠে প্রাণবন্ত;
শুধু ভাবে এই কি সেই একই, না অন্য বসন্ত?

-


26 AUG AT 14:56

মনের খাতায় রোজ লিখি
কল্পনার কলমে রূপকথা,
ক্ষণিকের তরে বিস্মৃত হয়
বহুদিনের গোপন ব্যাথা....

স্মৃতির কালি ছুঁয়ে যায়
ভেজা দুচোখের পাতা;
প্রতিদিনিই অসমাপ্ত গল্প
সম্পূর্ণ করার চেষ্টাই বৃথা।

বালুচরে বাঁধা স্বপ্নের খেলাঘর;
নিমেষে ভেঙে দেয় ব্যস্ততার ঢেউ।
জীবনের সেরা উপন্যাসটা অপ্রকাশিত থেকে যায়;
কাছে থাকলেও একে অন্যেরটা পড়তে পারে না কেউ...


-


26 AUG AT 0:40

পথের খবর পথই জানে;
আমরা তো অনন্তের পথিক মাত্র।
চলার পথে সবাই সবার পাশে আছি তবু;
সবাই অবিশ্বাসে খোঁজে বিশ্বাসের পাত্র।
সুখের দিনে সবাই রইবে সাথে, দেবে ভরসা
দুঃসময়ে তারাই নেবে মুখ ফিরিয়ে, ভেঙে দেবে আশা...

চড়াই উৎরাই বেয়ে আঁকাবাঁকা জীবনের পথ;
সুখের পাহাড় চূড়া কাছে মনে হয় কিন্তু ক্রমশ দূরে সরে যায়,
যতই দ্রুত এগিয়ে যায় সময়ের রথ।
পথ চলতে চলতে দেখা আলো আঁধারির নিত্যদিনের কত গল্পকথা,
মুখে কৃত্রিম হাসি নিয়ে সবাই চলেছে, লুকিয়ে গোপন ব্যাথা।
আজ যা বাস্তব তাই কালের চাকায় ভবিষ্যতে রূপকথা...

-


24 AUG AT 16:52

মানুষ পরবাসী হয় উজ্জ্বল ভবিষ্যতের আশায় আর
হৃদয় পরবাসী হয় কোনো মরিচীকার নেশায়...

-


24 AUG AT 16:28

মস্তিষ্কের যত পরিকল্পনা সব ব্যর্থ হয়ে যায় বারে বারে;
মন শোনে না বারণ, আবেগে হারিয়ে যায় বিপদসীমার পরে
ভালোবাসার আগুন ধীরে ধীরে উষ্ণতা ছড়ায় গভীর অন্তরে...

-


Fetching Ankhi Samui Quotes