Will walk together forever...
-
মেঘলা দুপুর, বিষণ্ণ নুপুর
মনের ভিতর ঘরে উদাসী বিষাদ সুর,
সময় গতিহীন, প্রতীক্ষা সীমাহীন
পলাশের মৌনতার আবেশে বসন্ত বিলীন....
— % &-
জীবনের প্রতিটি মুহূর্ত ভীষণ মূল্যবান, সবাইকে ভালো রেখে ভালো থাকো।
-
অজানাকে জানার, অচেনাকে চেনার
আকাঙ্ক্ষা মানুষের চিরদিনের।
বন্ধু তোমার উত্তরে জ্ঞান তৃষ্ণা মিটেছে,
সমস্ত ঘটনার যুক্তিসহ ব্যাখ্যা ধরা দিয়েছে।
পৃথিবী, মহাকাশ, ভূগর্ভের প্রতিটি কোণায়
বর্তমান তোমার উজ্জ্বল অস্তিত্ব,
নিজস্ব মহিমায় তুমি প্রমাণ করো চিরন্তন সত্য।
তোমার হৃদয় তৈরী খাঁটি সোনায়,
তথ্য, সূত্র জলে স্থলে সর্বত্র একই রয়ে যায়।
গণিতের অমৃত রসে সমৃদ্ধ তুমি,
পদার্থবিদ্যা নাম হলেও তোমার
প্রাণচঞ্চল, বুদ্ধিদীপ্ত নিত্যনতুন আবিষ্কারে
ভেসে যেতে পেরে ধন্য আমি।
-
ইচ্ছেডানা মেলে পাড়ি দেব দিগন্তে যেখানে সমুদ্র, পাহাড়, বনানী একাকার মিলেমিশে ...
-
গভীর সংকটে যদি ঘনিয়ে আসে হতাশার কুয়াশা
আশার প্রদীপ জ্বেলে একলা পাড়ি দেবো, মিলবে পথের দিশা...-
পূর্ব দিগন্তে সদ্যোজাত অরুণের স্বর্ণালী আভা খেলা করে রক্তিম আকাশের কোলে...
-