মহাসাগরের অখ্যাত সব কূলে,
নোঙর নামাবার হলো না ঠাঁই ...
নির্দিষ্ট বন্দরটির খোঁজে
অনন্ত নটিক্যালে চলেছি তাই।।-
অসহায় গহীন মন কুঠুরিতে অব্যক্ত যন্ত্রণা,
নিস্তব্ধতার বেড়াজালে দীর্ঘশ্বাসের পরোয়ানা।-
আকাশ ছোঁয়ার ইচ্ছে ভীষণ, যায়না ছোঁয়া জানি,
কল্পরাজ্যের স্বপ্ন পুরী তাইতো তোমায় মানি।
ইচ্ছে করে যেথায় মিশেছো তুমি অথৈ সমুদ্দুরে,
সেথায় হবো বিলীন, কোন এক পশ্চিমী বিকেলে।-
সূর্যাস্তের আঁকিবুঁকিতে আজ যেন মেঘ,
পাহাড়ের বুক জুড়ে তাই বৃষ্টির আবেগ।-
থাকতাম হয়ে তোমারই চিরসাথী।
সুখে দুঃখে, আপদে বিপদে..
হাতে হাত রেখে, সামনে চলার অঙ্গীকারের আবদ্ধে
যুগ হতে যুগান্তরে, শতাব্দী থেকে শতাব্দী।-
অশান্ত, উথাল - পাতাল,
বয়ে চলে নিরবধি।
কত স্বপ্ন, স্বপ্নেই সমাধি।
কত আশা, ভরসা ...
নিত্য করে খেলা,
হয়ে অবুঝ মনের সাথী।-
ডাকনাম চাপা পরে
বিবর্ণ ফাগুনে...
শব্দটাই বন্দী আজ
একরাশ অভিমানে।-
বস- আপনার সমস্ত ডকুমেন্টস দেখান..
সঞ্জয়- অনেক আশা নিয়ে ধীর হাতে বের করল..
বস- আপনি তো বেশ নামকরা স্কুল থেকে পাশ করেছেন। এরপর ইঞ্জিনিয়ারিং কলেজ ও তো...
সঞ্জয় - হ্যাঁ স্যার, আমার সব স্বপ্ন সফল হয়েছে, এবার যদি এরকম একটা ভালো কোম্পানিতে চাকরির সুযোগ পাই...
বস- আপনার বাবা কিসে চাকরি করতেন...
সঞ্জয়- মানে স্যার, আমার বাবা ছোটবেলায় নিখোঁজ...
বস- তাহলে কে আপনাকে...
সঞ্জয়- মা, আমতা আমতা করে, মানে লোকের বাড়ি বাসন মেজে, আয়ার কাজ করে...
বস- আপনার মার হাতের তালুতে কটা রেখা আছে...
সঞ্জয় - জানিনা স্যার..
বস- কালকে দেখে এসে জানাবেন..
সঞ্জয় - মনখারাপ করে ঘরে এসে, ভাবলো চাকরিটা বোধহয় হলোনা...
বস- পরেরদিন জিগ্যেস করলেন, কি দেখলেন...
সঞ্জয় - আপনার কথা রাখতে শুধু এলাম স্যার, কান্নায় ভেঙে পড়ে, মার হাতের চামড়া....
আমি আজ মন দিয়ে মাকে উপলব্ধি করলাম। আজ থেকে সব কাজ আমি একা করবো। আমার জন্য, শুধু আমার জন্য...
বস- আপনাকে আমি ম্যানেজার পোস্টে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলাম। কাল জয়েন করবেন। আপনি উচ্চ শিক্ষিত, শুধু যাচাই করলাম, আপনি সবার কষ্ট, দুঃখ অনুভব করেন কিনা, একাজে এটাও সমান প্রয়োজন...-
কোন এক বর্ষা মুখর রাতে...
চায়ের কাপে আলতো চুমুকে,
কাঁচের গায়ে বৃষ্টির ফোটায়..
সব বিষণ্ণতার কাজল ধুয়ে,
অশান্ত মন বাড়িতে ফিরে এসো।-