একটু খানি ভরসা পেলে,
যারা দাঁড়াত আবার ঘুরে।
ধন্য এই দেশ আমাদের,
ফেলছে তাদের স্বপ্ন ছুঁড়ে।-
আমি ডাকনামে অরু,
না বলা কথা, অব্যক্ত অনুভূতি দের বাঁচিয়ে রা... read more
দুঃখ ঝরে,আদর দিনেও,
মেঘবালিকা থাকছে চুপ।
ঘেন্না জ্বলে রোজ দুচোখে,
এখনো গরম সে ছাইয়ের স্তুপ।-
আকাশ জোড়া বিষাদ মেঘে,আবছা হলো মনের ঘর,
একলা মেয়ের গা পোড়ালো, হঠাৎ আসা দারুন জ্বর।-
শেষের বেলায় খাতা ঘেঁটে,খুঁজতে চাইছি টুকরো সুখ,
অবুঝ ভাষায়,কান্না ঝরায়,হাসির ভেতর লুকানো মুখ।
বাড়ছে লড়াই টিকে থাকার,তীব্রতর হচ্ছে রোজ,
তবুও করছি পরের সকালে নতুন একটা দিনের খোঁজ।
-
আলোকলতা,কুসুম পলাশ,সাঁঝবাতিতে জ্বরের ধুম,
আলগা আদর,আলতো ছোঁয়ায়, সেই মেয়েটার নরম ঘুম।
-অরু♥️-
বৃষ্টি যতই আসুক ঝেঁপে,ঝাপটা ভেজাক মনের ঘর,
বলব তখন চুপিচুপি "ABHI NA JAO CHOR KOR..."
স্যাঁতসেতে ভাব ঘরে দোরে,ভীষণ জ্বরে পুড়ুক গা,
"JO WADA KIYAA WOH NIBHANA PAREGA"-
তারপর অভিমানের পাহাড় জমে রোজ।চাদরে মোড়া জমাট কান্না গুলো ক্ষীণ হয়ে আসে একসময়।
নিস্তব্ধ কিছু মুহূর্ত কেটে যায়...
সব হারিয়ে ফেলার আগের মুহূর্তে সেই তুই," তুই" হয়ে ফিরে আসিস।আর ছেড়ে যাওয়া-যাওয়ি টা হয় না...
পারলে আদরে রাখিস এভাবেই।কথা দিলাম,
"থেকে যাবো তোমায় আমায় মিলে..."
...
-উজান-
স্বপ্ন বুনতে ব্যস্ত তুমি,
চোখের পাতার পরে।
তাইতো তোমায় ডাকছি,
আজও আলতো সেই স্বরে।
মুহূর্তরা মাপে অভিমান,
কাজল ক্রমশ হচ্ছে গাঢ়।
তোমার নামের মনখারাপ,
মুছতে তুমিই পারো।-