Arunima Dutta   (উদাসী উজান🚣(Aru))
421 Followers · 131 Following

read more
Joined 1 September 2019


read more
Joined 1 September 2019
21 DEC 2022 AT 9:04

একটু খানি ভরসা পেলে,
যারা দাঁড়াত আবার ঘুরে।
ধন্য এই দেশ আমাদের,
ফেলছে তাদের স্বপ্ন ছুঁড়ে।

-


20 DEC 2022 AT 14:09

দুঃখ ঝরে,আদর দিনেও,
মেঘবালিকা থাকছে চুপ।
ঘেন্না জ্বলে রোজ দুচোখে,
এখনো গরম সে ছাইয়ের স্তুপ।

-


25 OCT 2022 AT 21:39

কেউ পারবে,
কেউ হারবে
...

-


24 JUN 2022 AT 12:38

আকাশ জোড়া বিষাদ মেঘে,আবছা হলো মনের ঘর,
একলা মেয়ের গা পোড়ালো, হঠাৎ আসা দারুন জ্বর।

-


24 JUN 2022 AT 12:25

শেষের বেলায় খাতা ঘেঁটে,খুঁজতে চাইছি টুকরো সুখ,
অবুঝ ভাষায়,কান্না ঝরায়,হাসির ভেতর লুকানো মুখ।

বাড়ছে লড়াই টিকে থাকার,তীব্রতর হচ্ছে রোজ,
তবুও করছি পরের সকালে নতুন একটা দিনের খোঁজ।

-


18 MAY 2022 AT 22:46

আলোকলতা,কুসুম পলাশ,সাঁঝবাতিতে জ্বরের ধুম,
আলগা আদর,আলতো ছোঁয়ায়, সেই মেয়েটার নরম ঘুম।

-অরু♥️

-


8 MAY 2022 AT 22:49

বৃষ্টি যতই আসুক ঝেঁপে,ঝাপটা ভেজাক মনের ঘর,
বলব তখন চুপিচুপি "ABHI NA JAO CHOR KOR..."

স্যাঁতসেতে ভাব ঘরে দোরে,ভীষণ জ্বরে পুড়ুক গা,
"JO WADA KIYAA WOH NIBHANA PAREGA"

-


12 OCT 2021 AT 16:11

স্বপ্ন বুনতে ব্যস্ত তুমি,
চোখের পাতার পরে।
তাইতো তোমায় ডাকছি,
আজও আলতো সেই স্বরে।

মুহূর্তরা মাপে অভিমান,
কাজল ক্রমশ হচ্ছে গাঢ়।
তোমার নামের মনখারাপ,
মুছতে তুমিই পারো।

-


3 SEP 2021 AT 13:41

দুঃখ এখন সহজলভ্য,সস্তা যেমন ফটোকপি,
তার মাঝে রোজ নতুনত্ব,মুখের কথার এনট্রপি।

-


25 AUG 2021 AT 1:31

তারপর অভিমানের পাহাড় জমে রোজ।চাদরে মোড়া জমাট কান্না গুলো ক্ষীণ হয়ে আসে একসময়।

নিস্তব্ধ কিছু মুহূর্ত কেটে যায়...

সব হারিয়ে ফেলার আগের মুহূর্তে সেই তুই," তুই" হয়ে ফিরে আসিস।আর ছেড়ে যাওয়া-যাওয়ি টা হয় না...

পারলে আদরে রাখিস এভাবেই।কথা দিলাম,
"থেকে যাবো তোমায় আমায় মিলে..."
...

-উজান

-


Fetching Arunima Dutta Quotes