QUOTES ON #তুমিআসবেবলে

#তুমিআসবেবলে quotes

Trending | Latest

মনের দুয়ার আজও রয়েছে খোলা।
তুমি আসবে বলে
প্রাক্তন হয়ে দাওনি তো মনে দোলা।
তুমি আসবে বলে
রাগ-অভিমান গুটিয়েছে পাততাড়ি।
তুমি আসবে বলে
তোমার সাথে হয়নি এখনও আড়ি।
তুমি আসবে বলে
বিকেলের রজনীগন্ধা ছড়িয়েছে সুগন্ধ।
তুমি আসবে বলে
অনাকাঙ্খিত মেঘ-রোদের নেই কোনো দ্বন্দ্ব।
তুমি আসবে বলে
ডায়েরিটা আজ নূতন ভাবে বাঁধানো।
তুমি আসবে বলে
গোলাপ বাগান আবার হয়েছে সাজানো।
তুমি আসবে বলে
অন্তরে জাগে একরাশ ভালোবাসা।
তুমি আসবে বলে
তোমাতে-আমাতে নূতন জীবন গড়ার আশা।

-



স্বপ্নগুলো এখনো চুরমার হয়নি..
তুমি আসবে বলে
আমার কলমের কালি এখনো শুকায়নি..।
তুমি আসবে বলে
নীরবতার মাঝেও সহ্যের বাঁধ ভাঙেনি..
তুমি আসবে বলেই
চঞ্চলা মেয়েটার মন চঞ্চল হয়নি...।
তুমি আসবে বলে
হাজার আঘাতেও কাঁচ এখনো ভাঙেনি
তুমি আসবে বলে
দুঃখ চাপা....কাউকে জড়িয়ে কাঁদিনি..
তুমি আসবে বলেই
খোপার মালাটা এখনও খুলে রাখিনি...
তুমি আসবে বলেই
চোখের জলে কাজল মুছে যায়নি..!!

-


11 JUN 2019 AT 22:58

চায়ের ঠেকে রাজনৈতিক চর্চা,
তুমি আসবে বলেই,
উন্মুক্ত মানবিকতার দরজা।
তুমি আসবে বলেই
স্বপ্ন দেখেছে বেকার যুবকদল,
তুমি আসবে বলেই,
প্রার্থনারা হয়নি তো নিস্ফল।
তুমি আসবে বলেই,
আজও সোজা আছে ওদের মেরুদণ্ড,
তুমি আসবে বলেই,
সুযোগ পায়নি সমাজের সব ভন্ড।
তুমি আসবে বলেই,
বিপদ গুনেছে অপরাধী ধর্ষক,
তুমি আসবে বলেই,
বিচার আজও তো চিত্ত আকর্ষক।
তুমি আসবে বলেই,
শতেক লাশে চলেছে বুলডোজার,
তবু তোমার আশায় বুক বেঁধেছে
কলকাতা বারবার।
তুমি আসবে বলেই...

-


17 APR 2021 AT 0:47

রাত বেয়ে আজ নির্জন পথে কবিতা নামুক,
আসন্ন ভোরে কুঁড়ির গর্ভে আশা রেখে যাক।
রৌদ্রোজ্জ্বল একটুকু চাওয়া, মুহূর্তসুখ;
মুসাফির চোখে দুদণ্ড বসে স্বপ্ন জমাক।

তবু মরীচিকা? পিছুটানে লেখা আস্ত জীবন!
দীর্ঘ ছায়ায় তুমি রয়ে গেছ আঁচলের মত,
পথে পথে তবু উদাসীন পায়ে হেঁটেছি যখন
শিশিরের স্নেহে স্মৃতি চিনে নিল অভিমানী ক্ষত।

এমন করেই নৈঋত মেঘে ঘরে ফেরা গান
ধূসর অসুখে ছিটেফোঁটা কিছু বিশ্বাস টানে,
বিদীর্ণ বুকে তৃষ্ণায় লেখা যত আহ্বান,
জানে একদিন তুমি আসবেই আকুল শ্রাবণে।

-


12 JUN 2019 AT 12:48

তুমি আসবে বলে,
মিষ্টি শরৎ কড়া নাড়ছে আমার দ্বারে
তুমি আসবে বলে,
চারিদিক মুখরিত আগমনী সুরে।
তুমি আসবে বলে,
ভোরের উঠান শিউলির গন্ধে মাতাল
তুমি আসবে বলে,
কাশের বনে হাওয়ার দোলাচাল।
তুমি আসবে বলে,
রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে মিলিত হয়েছি কাজে
তুমি আসবে বলে,
প্যান্ডেল গুলো আলোকমালায় সাজে।
তুমি আসবে বলে,
আমার এ বছরের থিম সবুজায়ন
তুমি আসবে বলে,
দোকানে দোকানে উপচে পরা লোকজন।
তুমি আসবে বলে,
দশমীর নাটকের রিহার্সাল দিই রাতভর
তুমি আসবে বলেই ,
তোমার অপেক্ষায় দিন গুনি সারাবছর।

-


12 JUN 2019 AT 0:44

কঠিন হয়ে পাথুরে মাটি খুঁড়েছি,
সুনামির ইঙ্গিত দিচ্ছে সময়
জীবনের ছুটি নিয়েছি।

ভাবনাগুলো বড়োই অগোছালো,
স্বপ্ন বেনামি হতে দেখেছি,
সৃষ্টির ঝাপসা হালকা আলোয়
ছায়া রূপে পাশে থেকেছি।

-


12 JUN 2019 AT 16:15

ইচ্ছে তারারা আমার স্বপ্ন গুনেই চলছে রাতদিন,
মেঘের ভেলায় গা ভাসিয়ে উড়ছে এ মন বেদুইন।
তুমি আসবে বলে,
ক্লান্ত বিকেলে মন ছুঁয়ে যায় অকল্পনীয় সব কবিতারা,
একলা পথে চলতে গিয়ে তোমার খোঁজেই দিশেহারা।
তুমি আসবে বলে,
গিটারে আজ সুর ফিরেছে ছন্দ পেয়েছে হারানো গান,
তোমার সাথে এক হয়ে মন উড়িয়েছে প্রেমের নিশান।
তুমি আসবে বলে,
একরাশ অপেক্ষার দলেরা মুক্তি পেয়েছে যে চিরতরে,
ইচ্ছে তোমায় ভরিয়ে দেব যে ভালোবাসার আবদারে।
তুমি আসবে বলে,
মিথ্যে সকল মান-অভিমান আমাদের প্রেমের হবে জয়,
তোমাকে পেয়েছে ভুলতে বসেছি আমি ব‍্যর্থ হওয়ার ভয়।

-


4 OCT 2019 AT 2:23

নয়ন ভরে চেয়ে রই, তুমি আসবে বলে ,
ঊষাবেলায় পূর্বাকাশে মারে উকি, সূর্যও ঘুমের ঝুলে।

-


4 OCT 2019 AT 10:53

খামখেয়ালী এ-মন তোমারই প্রেমে খুব ব্যস্ত;
নীল খামে তোর-নামে ভালোবাসা পাঠালাম একপ্রস্ত।

-



কবিতার খাতাটি গুছিয়ে রেখেছি, আজ সারাবেলা শুধু তোমাকেই আবৃত্তি করবো।
তুমি তো এক জীবন্ত কবিতা, আর কবিতার খাতাটি নিষ্প্রাণ খুব!
তুমি আসবে বলে,
অফ শোল্ডার ব্লাউজের সাথে, গায়ে জড়িয়েছি; আমার প্রিয় অফ হোয়াইট জামদানি শাড়িটি।
আমায় দেখে মুগ্ধ তোমায়, দু'চোখ ভরে দেখবো আজ।
তুমি আসবে বলে,
দু'চোখে গাঢ় করে কাজল টেনেছি শুধু; ঠোঁট রাঙাইনি, প্রিয় ম্যাট লিপস্টিকে।
তুমি তো শুধু আমার, কাজল চোখেই হারাও জানি।
লিপস্টিকে আমায় নাকি মেকি লাগে খুব!
তুমি আসবে বলে,
আমার নিত্যকার এলোচুল, আজ পরিপাটি।
হাত খোঁপায় গুঁজেছি, তোমার প্রিয় জবাফুল।
তুমি এলে, ফুল খোঁপার বাঁধন; আলতো করে দিবো খুলে।
তুমি আসবে বলে,
গায়ের সমস্ত অলঙ্কার খুলে রেখেছি আজ।
শাড়ি, কাজল আর জবা ফুলে আমায় দেখে, চমকে যাবে কেমন তুমি বলতো!
অপেক্ষার এই বেয়াড়া বিকেলে, মুচকি হেসে ভাবছি বসে তাই; আনমনে।

-