এসেছে শত বসন্ত
এসেছে শত হেমন্ত
প্রেমের পাখী টা আজও ঘুমন্ত-
শুধু বলিবার তরে লিখি..
যে কথা মুখে যায়না বলা
তারে লিখে প্রকাশ করি...❤
... read more
ইতিউতি তোর মনের ভিতর
গোপন কথার পাহাড় চাই!
অভিমানে ভরা অট্টালিকায়
প্রেমপাহাড়ের জানলা চাই!
-
কার চশমার ধুলো-কাঁচে
আঁকা আছে গল্প?
ভীষণ আদরের উষ্ণতার।
কার বেহিসেবি কবিতারা
ভালোবাসে রোদ্দুর?
শীতের আলগোছে সন্ধ্যায়।
তবু জড়ানো সে মলাটে
ধূ-ধূ মরুপ্রান্তর, রঙ চেনে ইশারায়
স্বপ্নের চোরাবালি স্রোতে;
তবু ভালোবাসা বেরঙিন
চেনে মরু উদ্যান,অপেক্ষায় সারারাত
গোলাপের আঙিনার প্রাতে।
ভাবি স্বপ্নে সে ধরা দেবে
মন সামিয়ানা মিছিলে; শুধু থেকে যায়
একরাশ ধূসর আপশোষ।
ভাঙাগড়ার এই নিয়মে
আবদার ফুরোয়; ভেসে যায় যায় নদীর
কালস্রোতে সামিল খোরপোশ।।
-
মনের আঘাত মনের মাঝেই
সবটুকু তো জুড়ায়না...
ভালো থাকার নাট্যমঞ্চে
অভিনয় কভু ফুরায়না।।-
বইয়ের সাথে বাস্তবের মেলবন্দি...
Periodic table এর যোগাযোগসূত্র জেলের বন্দী..
অদ্ভুত অদ্ভুত সব tricks...
আর কেমিস্ট্রি নামক জুজু থেকে মুক্তি....
শুধুমাত্র আপনারই জন্য😊
এই শিক্ষক দিবসে আশীর্বাদ চাইছি...
যেন আপনার মতো "মুখ দেখেই সব বুঝে যাওয়ার" ক্ষমতাসম্পন্ন শিক্ষক হতে পারি ভবিষ্যতে 😌-
পাশে আছো তুমি...পাশে আছি আমি...
মাঝে নেই কোনো দেওয়াল...
তবু মনের ইচ্ছেপ্রকাশ...
কীবোর্ড আর ইমোজির খেয়াল...!!-
একটা মেয়ে
একলা...চুপ
মনের কথা
বোঝেনা কেউ...!
জীবনভর...
স্বপ্ন অশেষ...
হাজার আঘাত
শোনেনা কেউ...!
সেই মেয়েটার...
কঠিন খোলস..
হালকা আঘাতেই...
ওঠে ঢেউ....
সেই মেয়েটার..
স্বপ্নে ভয়...
যদি কেড়ে নেয়..
খরস্রোতার ঢেউ...!-
আমাগোও একখান স্বপন ছেল...
তাঁতিপাড়ার মেলায় গিয়ে একখান তাঁত কিনবো..
কত্তদিনের স্বপন ছেল মোর....!
জ্যোসনা রাতে...দুই বুইনেতে....দাওয়ায় বসে
মায়ের লগে...বাপের লগে...
গল্প কইরবোক...!
মাইয়াটার বড়ো পড়াশুনার শখ....
শুলেছি লাকি.....কিসব বইপত্তর পাওয়াটো যেছে..!
বড়বাবুর মাইয়াটো দুইলে দুইলে পড়ে...
কিসব ফেলুদা লা কি যেন...!
স্বপন ছেলো মোরও বড়ো....
মেয়ে আমার মাধ্যমিকে.....৬০০ পাইয়েছে...
গেরামের সবাই অনেক বইল্যেক...
বিহা টো দিয়ে দাও....
শহরের এক বাবুটো লিয়ে গেলেক বিহা করে..
পড়াশুনা...শিখাবেক...!
মাইয়া আমার বাড়ি ফিরলো এক বচ্ছর পরে....
সাদা থানে ঢাকা হয়ে ছিলেক...!!
মুদের স্বপন ছেল বটেক...
কাজ করতে বড়ো শহরটোয় গেইছিল....
খবর দিলেক...গেরামের কজন লোকে...
বড়ো বাড়ি বানাতে গিয়েছিলেক উ....
চাপা পড়ে মরে গেছেক...!
আর সব্বার মতো...আমাগোও একখান স্বপন ছেল.....!!
-
তুমি কখনো ভোর ভালোবাসোনি...
ভালোবেসেছ মাঝরাতকে...
নির্ঝুম...নির্জন....আর মনকেমন করা ঝিঁঝি পোকার ডাককে..।
একদিন ভোরকে ভালোবেসে দেখো...
নির্জনতার এক মায়াময় রূপ পাবে....
পাখিরা গান শুনিয়ে দুঃখ ভুলিয়ে দেবে..!
তুমি কখনো স্রোতের বিপরীতে হাঁটোনি...
স্রোতের অভিমুখে গা ভাসিয়ে...
বয়ে যেতে দিয়েছো জীবনতরীকে...!
একবার স্রোতের বিপরীতে অভিযানে নেমো...!
নিজেকে আবিষ্কার করবে..!!-