আকাশের বুকে রঙিন সুখ ভাসে — % &
-
তোমার ঝাঁ চকচকে রুপোলি শহর নিয়ন আলোর নির্যাসে মুখরিত,
আমার গাঁয়ের মাটি জোনাকির হলদে আলোয় সমান সমাদৃত|-
আঁধারের সমাপ্তিতে সকাল নামে নুতন সাজে
আলোর চাদরে মুড়ে যায় সুন্দর এই পৃথিবী,
সফেদ পাতায় কলমের নিবে দিন রচনা হয়
নবীন আশায় কলমে স্বপ্ন ভরে আজকের কবি|-
এ উদাসী মন শুধুই কাঁদে
কেউ কি কিছু বোঝে?
হারিয়ে গেছে সুখের ক্ষণ
মেঘলা আকাশ তোমায় খোঁজে|
জানলার শার্শিতে ঝুলন্ত ব্যাথারা
গুমরে কাঁদায় অতীত স্মৃতি
ধূসর ক্যানভাসে ছেড়ে যাওয়া স্বপ্ন
জীবনের চিঠিতে এখানেই ইতি|-
দৃষ্টিহীন প্রেমে পুড়ছে অন্তরাত্মা
চারিদিক শুধুই নিকষ কালো,
আঁধারের বুক চিরে ভেসে ওঠে স্বর
আমার আকাশ জানে এটুকু শুধু আলো|-
আবেগ যখন কথা বলে ফুলের সুবাস ঝরে
স্বপ্নগুলো আদর সাজায় ভালোবাসার ঘরে,
মনের শোক মুছে যায় ফুলের নরম সাজে
গোলাপী রঙ চুম্বন আঁকে ফুলদানির মাঝে|-
অভিমানের পারদ চড়ছে ভারী
ভালোবাসারা আজ ডাকবাক্সে বন্দী,
সুখের ঘরে লেগেছে আঁচড়
যন্ত্রণারা দিনান্তে করেছে সন্ধি |
-
বৃষ্টিভেজা সকালের অনুভূতিতে
চায়ের কাপে উষ্ণ ঠোঁটের চুম্বন,
দুজনের কাটানো প্ৰিয় মুহূর্তরা
বাতায়নে আঁকে স্নিগ্ধ আলাপন|
রেলিং এর ধারে বৃষ্টি জলের দাগ
আলপনা মাখায় দুহাতের রেখায়,
রবিঠাকুরের গানে জড়ানো প্রেম
কাব্য লেখে নীলচোখের পাতায় |-