Adrika Ghosh   (অদ্রিকা💙)
1.1k Followers · 91 Following

read more
Joined 30 January 2019


read more
Joined 30 January 2019
15 JUL 2019 AT 1:53



তোমার চোখের মায়া স্মৃতিপটে আঁকা
তোমার স্বপ্নেই হয়েছি আমি বানভাসি,
তোমার বেহিসেবি প্রশ্নের আবেগী অন্তরালে
রামধনু রং খুঁজেছে মন উদাসী।।

তোমার কথার ছন্দেই চিরকাল মত্ত
কবিতার অন্তমিল লিখেছি তোমার নামে,
তোমার আকাশে উড়িয়েছি প্রেমের নিশান
চিঠি পাঠিয়েছি মনখারাপী নীলচে খামে।।

-


24 JUL 2020 AT 15:33

....

-


23 JUN 2020 AT 14:35

ধুলো পরা বইয়ের ভাঁজে
শুকনো গোলাপের আর্তনাদ,
গল্পের দেশের স্বপ্ন ভেঙ্গে
মুখ লুকিয়েছি বৃষ্টির রোজনামচায়।
আমার বিকেল রোদ খুঁজে মরে
ছেড়ে আসা বসন্তের অজুহাতে,
সে সব না হয় ভুলেই থাকি
ঘরের কোণে দিন কেটে যায়।
আজকাল লিখতে বসলে যেন
ছায়াপথে জেগে ওঠে ভালোবাসা,
অভ‍্যেসও নয় ঠিক বাধ্য হয়েই যেন;
ক‍্যালেন্ডারে চোখ পড়ে ফেলে আসা দিনে।
জলছবির নকশা আঁকা গভীর রাতে
আলো জ্বলে উঠে ভোরের আকাশের নীলে,
আকাশ ছোঁয়া স্বপ্নের নেশায় বিভোর;
জীবন সে তো আজও বন্দী সুখ-দুঃখের ঋণে।

-


1 JUN 2020 AT 2:32

নিকোটিনের অবাধ্য ধোঁয়ারা করে আজও বেপরোয়া স্বপ্নের খোঁজ,
দিশেহারা মন ছুটে চলে অন্ধকার রাতের চাদর মোড়ানো শহরে রোজ।

-


29 MAY 2020 AT 18:13

সাহিত্যের আঙিনা সাজাব- তোমার মনের আরশিতে।

-


10 MAY 2020 AT 10:49

"মা"

-


9 MAY 2020 AT 18:59

"গানের পারে, 'গানের টানে',
রচিছ হাজারো রবীন্দ্র গীতি।
একলা ঘরে, কানে ভাসে -
"ভালোবাসি, ভালোবাসি"!!

- সংখ‍্যা (লেখায় রেখায় রবির ছোঁয়া)
পত্রিকা (সাহিত্য সাকী)

সকলকে নিজের ক‍্যাপশনটা পড়ার আর bio-তে লেখা link-টায় একবার নজর দেওয়ার অনুরোধ করা হল

-


8 MAY 2020 AT 1:15

.......

-


7 MAY 2020 AT 13:39

......

-


2 MAY 2020 AT 2:21

.......

-


Fetching Adrika Ghosh Quotes