শুকনো গোলাপের গায়ে দগদগে ক্ষত
জীর্ণ ডায়েরীর বুকে আঘাত অবিরত,
পুরোনো প্রেম ঝলসে ওঠে স্মৃতিচারণে
নতুন ভালোবাসা আঁকড়ে ধরে সন্তর্পণে;
প্রতিশ্রুতি স্থান পায় হিজিবিজি অক্ষরে
প্রিয় হারিয়ে যায় ক্রমে নিস্তদ্ধ আধাঁরে।
-
YQ তে ভালোবেসে লিখি, শখে লিখি,অবসরে লিখি।
হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই
টু... read more
বৃষ্টিস্নাত বারান্দায় ভেজা গল্পেরা ইতিউতি
মনের ঘরে বর্ষণ নামে,শ্রাবণ মাখুক সোঁদা অনুভূতি।-
অকালবর্ষণে বানভাসি সুখ
মিছে শুধু শ্রাবণের অজুহাত!
অবেলার কালবৈশাখী শোনে না বারণ
খামখেয়ালী ছন্দের
অবাধ্যতায়।
-
এলোকেশী পূর্ণিমা, উপবাসী চাঁদ
নিঝুম নিশিতে একাকী খোলা ছাদ;
ঝিকিমিকি তারা,জ্যোৎস্নার জোয়ার
আলোর ছায়াপথে জোনাকীর সংসার।
তুমি-আমি পাশাপাশি,সুখানুভূতির বন্যা
সন্তর্পণে মুছে যায় বিষাদী-অভাবী কান্না;
নিকানো আঙিনা,রুপোলী রোদের সম্ভার
সুখের আঁচল জুড়ে অনন্ত খুশির বাহার।
-
শূণ্য জুড়ে শূণ্য সাজাই শুধু চরম ব্যর্থতার পাতায় পাতায়
বেহিসেবী মন খুঁজে চলে লাভ কেবল লোকসানের খাতায়।-
ভালোবাসা বিকিয়ে যায় অর্থের দাবানলে
পড়ে থাকে কেবল স্মৃতিদের শবদেহ,
হৃদয় পুড়ে যায় নিত্য ব্যর্থতার অনলে
হারিয়ে গেলেও খোঁজ রাখে না কেহ।
-
হয়তো বৃষ্টি এসেছিল অগোচরে
গুরুগম্ভীর মেঘের অনাড়ম্বরে,
ভিজেছিল মনখারাপের শেষে
একাকী ঘাতক অভিমানের দেশে;
সুখানুভূতির অভাবী চৌকাঠে
কিংবা মৃত্যুশোক লাগা কড়িকাঠে,
অতিশয় জীর্ণ-মুমূর্ষ অভিসার
গড়ে তোলে ধ্বংসপ্রাপ্ত সংসার।-
পাহাড়ের কোল জুড়ে লেগে থাকুক এক উড়নচন্ডীর অজ্ঞাতবাস,
সান্ধ্যকালীন বুনো ফুলের অচেনা ঘ্রাণে ভরে যাক তার শান্তির নিবাস
মুক্তির আস্বাদে অচেনা শিখরে পাড়ি দেয় ক্লান্ত ঘরকুনো নিশ্বাস।-
মোহনা এগিয়ে চলুক বাধা ঠেলে নিজের মতো,
সমৃদ্ধতায় ভরে ওঠা মোহনার পথ হোক প্রশস্ত।
-
the most valuable part.
Because without trust
a pure relationship
can not be formed.-