প্রজাপতি মন🦋❤   (মৌপ্রিয়া 🦋)
1.2k Followers · 202 Following

read more
Joined 16 April 2019


read more
Joined 16 April 2019

শুকনো গোলাপের গায়ে দগদগে ক্ষত
জীর্ণ ডায়েরীর বুকে আঘাত অবিরত,
পুরোনো প্রেম ঝলসে ওঠে স্মৃতিচারণে
নতুন ভালোবাসা আঁকড়ে ধরে সন্তর্পণে;
প্রতিশ্রুতি স্থান পায় হিজিবিজি অক্ষরে
প্রিয় হারিয়ে যায় ক্রমে নিস্তদ্ধ আধাঁরে।

-



অকালবর্ষণে বানভাসি সুখ
মিছে শুধু শ্রাবণের অজুহাত!
অবেলার কালবৈশাখী শোনে না বারণ
খামখেয়ালী ছন্দের
অবাধ্যতায়।






-



এলোকেশী পূর্ণিমা, উপবাসী চাঁদ
নিঝুম নিশিতে একাকী খোলা ছাদ;
ঝিকিমিকি তারা,জ্যোৎস্নার জোয়ার
আলোর ছায়াপথে জোনাকীর সংসার।
তুমি-আমি পাশাপাশি,সুখানুভূতির বন্যা
সন্তর্পণে মুছে যায় বিষাদী-অভাবী কান্না;
নিকানো আঙিনা,রুপোলী রোদের সম্ভার
সুখের আঁচল জুড়ে অনন্ত খুশির বাহার।




-



শূণ্য জুড়ে শূণ্য সাজাই শুধু চরম ব্যর্থতার পাতায় পাতায়
বেহিসেবী মন খুঁজে চলে লাভ কেবল লোকসানের খাতায়।

-



ভালোবাসা বিকিয়ে যায় অর্থের দাবানলে
পড়ে থাকে কেবল স্মৃতিদের শবদেহ,
হৃদয় পুড়ে যায় নিত্য ব্যর্থতার অনলে
হারিয়ে গেলেও খোঁজ রাখে না কেহ।

-



হয়তো বৃষ্টি এসেছিল অগোচরে
গুরুগম্ভীর মেঘের অনাড়ম্বরে,
ভিজেছিল মনখারাপের শেষে
একাকী ঘাতক অভিমানের দেশে;
সুখানুভূতির অভাবী চৌকাঠে
কিংবা মৃত্যুশোক লাগা কড়িকাঠে,
অতিশয় জীর্ণ-মুমূর্ষ অভিসার
গড়ে তোলে ধ্বংসপ্রাপ্ত সংসার।

-



পাহাড়ের কোল জুড়ে লেগে থাকুক এক উড়নচন্ডীর অজ্ঞাতবাস,
সান্ধ্যকালীন বুনো ফুলের অচেনা ঘ্রাণে ভরে যাক তার শান্তির নিবাস
মুক্তির আস্বাদে অচেনা শিখরে পাড়ি দেয় ক্লান্ত ঘরকুনো নিশ্বাস।

-



মোহনা এগিয়ে চলুক বাধা ঠেলে নিজের মতো,
সমৃদ্ধতায় ভরে ওঠা মোহনার পথ হোক প্রশস্ত।

-



the most valuable part.
Because without trust
a pure relationship
can not be formed.

-



দীর্ঘ দশ বছর ধরে সন্তানহীনতার কারণে অত্যাচারিতা ডিভোর্সী দীপার আজ বিয়ে বিপত্নীক দুই সন্তানের পিতা অজয়ের সাথে।
বয়সের কাছে হার মানেনা ভালোবাসা কিংবা মাতৃত্বের স্বাদ।

-


Fetching প্রজাপতি মন🦋❤ Quotes