QUOTES ON #ট্রেন

#ট্রেন quotes

Trending | Latest
5 OCT 2020 AT 13:28

এই শুন্য একাকী দুপরে অথবা
অমাবস্যার বৃষ্টি ভেজা কালো রাস্তা দেখে
রাতের আকাশে
মেঘ দল অনুধাবন করা যায় না
কোনো এক ঘর থেকে বাচ্চার কান্না শুনতে পাই,

এমন সময় মানুষ মা কে খোঁজে

মনে পড়লো সীমা দি' র কথা
সেও তো কারো মা।
ট্রেনে ট্রেনে খাবার ফেরি করতো ,

নিস্তব্ধ প্লাটফর্মে ধুলো জমে...




-


30 APR 2022 AT 10:57

জংশনে যদি হয় বাড়ি, তবে
ট্রেন দাঁড়ালে আনন্দে আত্মহারা!
আর যদি এমন না হয় ,তবে
ট্রেন কখন ছাড়বে তার তাড়া!

-


29 AUG 2017 AT 14:22

ট্রেন মানেই ব্যাগ ভর্তি আনন্দেরই বাহার ,
ট্রেন বলতেই মনে পড়ে ঝালমুড়ির আহার ।
ট্রেনের ক্ষুদ্র মূহুর্ত রা বড্ড ল‍াগে প্রিয় ,
পাহারের গায়ে ট্রেন ছুটেছে মেঘের আত্মীয় ।
অকারনেই ট্রেনে চেপে পড়া সাথে হই-হুল্লোড় ,
ট্রেন ছুটছে নিজের মতো দেশ থেকে দেশান্তর ।
ট্রেন লেট ? সাথে ফ্রেন্ড যদি হয় বেস্ট,
কখন প‍াবো ট্রেনের দেখা ?
হোক না যতই খুনসুটি ময় ...
মন্দ নয় সে ট্রেনের অপেক্ষা ॥

-



ট্রেন= মানব জীবন।

ট্রেনের মতোই আমাদের এই মানব জীবন।
ছোট্ট করে ট্রেনের সাথে মানবজীবনের
একটু তুলনা করলাম সময় নিয়ে দেখার অনুরোধ রইলো ।
কথাগুলো ক্যাপশনে।
একটু সময় নিয়ে পড়বেন আর
কেমন লাগলো জানাতে ভুলবেন না।
ধন্যবাদ 🙏

-


19 SEP 2021 AT 20:40

ঘরে ফেরা হলো না
তোমার আর আমার এই ট্রেনলাইন ধরে পথ চলা শুরু হয়েছিল।
সেদিন স্টেশান ছিলাম তুমি আর আমি সাথে ঝালমুড়ি।
প্রথম দেখা হয়েছিল পূর্নিমা চাঁদ আর তোমার সাথেই।
আজকে সেই তারিখ চলে এলো সেদিন প্রথম ভালবাসা পথ চলা শুরু হয়েছিল।
তোমার হাতে ছিল কাঁটা দিয়া একথোকা গোলাপ ফুল।
আরো অনেক কিছু ছিল চকলেট ।
তোমার হাত ধরে ট্রেনলাইন পারাপার হয়েছিলাম।
সেদিন জানতে পারলাম তুমি একজন দেশের সৈন্য।
এখন তোমার ট্যানিং  শেষ হয়ে গেলেন চলে যাবে ।
তোমার অপেক্ষায় পথ পথ চেয়ে ছিলাম।

কাঁটা তারের বেড়া জালে দিবারাত্রি পাহারা দাও ।
ট্রেনলাইন হাজার ট্রেন চলে যায় তবু তুমি সেই জায়গায় আর এলে না।।
মাস যায় বছর যায় একটা তোমার চিঠি অপেক্ষা থাকি আমি তোমার প্রিয়তমা।।
একদিন তোমার চিঠি পেলাম কিন্তু তাতে তুমি
দেশের  জন্য লাড়াই করে শহীদ হয়ে গেছো।
তোমার একটা ফুটফুটে মেয়ে হয়ছে আর একটা ছেলে।
তোমার কথা রোজ বলি এদের কে জানো তুমি।
তোমার আর ঘরে ফেরা হলো না প্রিয়তম।

-


22 NOV 2019 AT 18:26

শুনতে বেশ ভালোই লাগে,
সুখের-দুঃখের মিলে-মিশে
সাময়িক এক আত্মীক সম্পর্ক গড়ে ওঠে।
ক্লান্তি কিছু দূর হয়
অন্যের পরিশ্রান্ত মূখ দেখে।
গন্তব্যে সবাই নেবে যায়
আবার কাল দেখা হবার আশ্বাস দিয়ে।।

-


3 JUL 2019 AT 19:11

কিছুমান সম্পৰ্ক ৰেলৰ চিৰি দুডালৰ দৰেই, এজন আনজনৰ কাৰণে সদায় কাষত থাকে হয় ; কিন্তু কেতিয়াও একেলগ হ'ব নোৱাৰে !!!

-


5 JUN 2020 AT 10:14

ব্রেক ছাড়া এক ট্র্রেনে উঠেছি,
যাচ্ছে না আর থামা।
আমি অনেক বড় ভুল করেছি,
আমায় কি করা যাবে ক্ষমা?
কেন জানিনা এ ভুল করলাম...
বারেবারে ঠকেছি, আবারও ঠকলাম।
যে শাস্তিই দেবে মাথা পেতে নেবে,
শুধু করে দিও ক্ষমা।

-



কোন একদিন ইচ্ছেরা ছিলো
ফাঁকা রেল কামরায় রাজার মতো

আর আমি ছিলাম
প্রজাহীন কামরায়
রাজার মতো

-


8 JUL 2023 AT 1:57

ফাঁকা স্টেশনে হেঁটে চলেছি, তুমি আমি
লাস্ট ট্রেন স্টেশন ছাড়লো, হুইসেল বাজলো
গভীর নিরবতা, ঝি ঝি পোকার ডাক।

আমি আজও বললাম, "ভালোবাসি।"
তুমি হাতের মুঠোয় শক্ত করে হাত চেপে,
জানিয়ে দিলে, " বিপদে পাশে আছো।"

-