Haimanti Chatterjee   (হৈমন্তী)
916 Followers · 75 Following

"এবার নাহয় তপ্ত হৃদয় জুড়ে
বৃষ্টি নামুক চোখের সঙ্গোপনে ।"
Joined 21 August 2017


"এবার নাহয় তপ্ত হৃদয় জুড়ে
বৃষ্টি নামুক চোখের সঙ্গোপনে ।"
Joined 21 August 2017
28 OCT 2018 AT 16:28

সূর্য তখন অস্তাচলে আঁধার পারে বাড়ি
বন্দী পাহাড় মূর্তি'টাকে দিচ্ছে এবার আড়ি ।
বদলে যাওয়া অন্ধকারেই মিশুক , যেমন খুশি
ঘুমিয়ে কিংবা জেগেই হোক না আমার স্বপ্নদেশী ।

নতুন সূর্য আঁকবো কাল ঝরা পাতা তুলি পাশে ,
কাশফুলে আর পলাশ রঙে রাঙাবো উচ্ছাসে ।
স্মৃতির চিহ্ন উড়েই চলুক একঘেয়েমির স্রোতে
একঘরে হোক রুক্ষ'রা সব , শিশির জমাস হাতে ।

মেঘের গায়ে মেঘ জমেছে , বৃষ্টি তো নেই তেমন ,
খরার গায়ে অবিকল তুই বৃষ্টি উদযাপন ।
আবেগ'গুলো ভীষণ এখন মানুক আনুগত্য ,
আদিম হোক বা অধুনা সেতো সবাই সহজাত !

রঙচড়া নয় , শুধু ফাটল ধরা মনের সারে
শিশিরে পাতা আর সবুজ নীলের আস্তাকুঁড়ে ,
আঁধার বনের শাল'পিয়ালে , নির্বাকতার গর্জনে
মনের মানুষ কান পাতে ঠিক মনেরই ঐকতানে ॥

-


30 JUN 2018 AT 19:41

নৌকা বিমায় , দাঁড়ের সীমায় , হৃদয় যখন খেয়া !
বিনিময় প্রথা , জলে ইস্তফা , অন্ধ ছাড়া কী আর ?

-


23 JUN 2018 AT 17:45

যখন তখন বর্ষা ঠোঁটে মেঘেরা সব অশান্ত অধরা ,
কবিতারা , খামে নাম খুঁজে পায় আকাশ ও ধরায় ।

-


21 JUN 2018 AT 21:01

তুমি কালবৈশাখী , বৃষ্টি দেখবে স্বাধীনতায় ।
বর্ষার গান ফুটপাতে ভিজবে স্বাদহীনতায় ॥

-


11 JUN 2018 AT 22:39

শরত কালের পেঁজা তুলোয়
যখন তুমি ভরা বর্ষণ ,
সামনে যদিও হলেই বা হ্রদ
অদুরে তার সমুদ্র মন্থন ।

তোমার চোখের সমুদ্র নীল
পলক পড়েনা জবাবদিহির ,
অশ্রুগ্রন্থী হার মানে বেশ
কাব্যেই তা ক্ষোভবিহীন।

পিছুটানের খিল দিয়ে দেখ
ফাটলে বোধহয় নেই ওজন আর ।
ফুঁপিয়ে ওঠা লাল অভিমান
শ্মশান ফেরত ক'জন আর ।

তুমি জানি ছিলেই বুকে
দোষ কী তাতে , চৌচিরে
মুক্তা নাহয় মুক্তিই পাক
ঝিনুকমালার বুক চিরে ।।

-


1 JUN 2018 AT 22:24

তুই আমার বৃষ্টি হবি ?
ইলশেগুঁড়ি ? কিংবা জলের ছবিই !

তোর কয়েকফোঁটা আমার জানালার শিঁকে ,
আঙুল দিয়ে ছোঁব , তুই কব্জি বেয়ে ফেলবি নোঙর ।
আমার মরীচিকার দেশে ভিজবি কনুই শুঁকে ,
জল আশায় শান্ত হবে 'তুই' মাখা বন্দর ।


তুই আমার বৃষ্টি হবি ?
ঝমঝমিয়ে ? কিংবা শুধুই রব-ই !

গ্রীষ্মদিনে রৌদ্রমাখা কৃষ্ণচূড়ার লালে
গলবে রঙ লাজে , একলাটি চুপ করে ।
আমি তখন গাল ভেজাতে লুকোচুরির ছলে
একান্তে ডাল টেনেই তাকাই ছায়ার আসরে ॥


তুই অামার বৃষ্টি হবি ?
বন্যাধারায় ? কিংবা খানিক জ্যান্ত শব-ই !

ধ্বংসে তখন ধৈর্য রেখে গুনবো দিন 'বেকার' মতে ,
জানি সহস্রাব্দ পেরিয়ে তুই বলবি আমায় -----
"তোর ওই সমান্তরাল বিক্রি'বাটার দিনে
কাদা হয়ে জমবো তোর ছন্নছাড়া রাস্তায়" ॥

-


26 MAY 2018 AT 18:36




বৃষ্টিমাখা পিঞ্জরে গোধূলি সূর্যে রঙ
তেজস্বিনী বন্দীদশায় লজ্জা'মুখো মুখ ।
বিদায়বেলার প্রাক্তনে লাগেও যদি শিশির
চিঠির পাতা হোক লেখা অক্ষর হোক দিশি ।

বিন্দু'রকম কৌতুহলের বশে অক্ষরজ্ঞান ব্যর্থ ।
মেঠো হাওয়ার জলাতঙ্কে যখন তুমি অন্য'দেশে
অবুঝ আমি , মধ্যাহ্নে তোমার চোখের রহস্যে ॥

-


19 MAY 2018 AT 19:53

তুমি আমার শহরতলি হও !
আমি উত্তাল ঢেউ ! সমুদ্র সৈকত ।
তুমি পেরেক গাঁথো , চাবুক মারো
আমি অাবার মুছবো স্মৃতির খত ॥

-


15 MAY 2018 AT 21:14


যদি কোনো নিরুদ্দেশে উড়ে চলে এক কুলো ছাই !
নিঃশ্বাস সন্দেশে নেবে মেজাজ আর মনখারাপই ।
বানাবো জাহাজ বিশাল, বেপরোয়া মাস্তুল তার ,
সন্দেহের সাগর চিরে হবে সে মন সোহাগী।

যদি হয় একফালি চাঁদ , পাহাড়ি নমস্কারে !
কিংবা মুখ থুবড়ে আনাড়ী তীরন্দাজী ।
হাসবে চাঁদমারিও দেখে সেই লক্ষ্যভেদী ,
শয়তানী চোখের ভাষায়, হোক তবে সরফরাজি ।

ধূলো'ধরা স্কুল ম্যাগাজিন , হন্যে হয়ে আকাশবাণী ,
কানামাছির গোয়েন্দা গিরি চশমায় দিল কুরবানি ।
শৈশব হাতছানি দেয় শোকেসের খেলনা হতে ,
ব্যোমকেশে চরস দেখে, ডেনিস আজ অভিমানী ।

ট্যাঁরা-বাঁকা মস্তিষ্কের পচা ঘিলু ফ্রিজের ঘরে ,
জোনাকি ব্যাটারি জুড়ে টর্চ জ্বেলে গর্জে ওঠে ।
হৃদয় আজ নিউক্লিয়ারিক, সংযোগে প্রলয় হানে ,
রবি মামা দেয়না হামা, প্রকৃতির লালচে চোটে ।

যেরকম হাওয়ায় তফাত হবে আরো কুয়োর ব্যাঙে ,
যদি হই ঢাল তলোয়ার , আসল আর নকল দাড়ির !
কালবৈশাখী 'হ্যারিকেন' হয়ে, ভাবে বুঝি দৃষ্টিগোচর ,
বানাবো সমান্তরাল , ভাঙা হোক ভয়ের সিঁড়ি ॥

-


13 MAY 2018 AT 14:46

চারদেওয়ালি চিলেকোঠা চাঁদ চোয়ালে চৌহদ্দি চায় ,
চক্রবাকের চক্রান্তে চড়া'র চৌচিরতা চিরন্তন ।
চোখ চাইলে চশমা চলে চৌরাস্তার চৌকাঠে ,
চঞ্চল চপল চিত্ত চোরাবালির চামড়ার চোটমোচন ॥

-


Fetching Haimanti Chatterjee Quotes