আয়নায় দেখা মুখ
আর
জীবনের সুখ
পরিবর্তনশীল ,
ধরে রাখা যায়না-
আমার হৃদয়ে আজ, অবারিত বর্ষা।
হিমেল শীতের পর এসেছিলো বসন্ত।
অকাল কালবৈশাখীর ঝড়ে, কুসুমাগমে অনুরাগের আবেগিক আলিঙ্গনের আগেই কুহু রব থেমে গেলো। পলাশ তার রঙ হারিয়ে সিক্ত পাতা চুইয়ে ধুলায় লুন্ঠিত হলো। রিক্ত জীবন প্লাবিত হলো, মধুমাসের রূপ-রস সব ভেসে গেলো। অঝর বারিধারায় মুছে গেছে আগামীর পথ রেখা। আকাশে ভরা বাদল, জীবন সমুদ্রে উথাল-পাথাল ঢেউ, দিশা হারিয়ে একাকী চলেছে বয়ে পালহীন নৌকা।-
আমি কে, আমার পরিচয় কি, আমার জীবনের উদ্দেশ্য কি?
ঈশ্বরে আস্থা একটি শক্তিশালী উৎস মানসিক দৃঢ়মতের, আত্মীয়তা এবং বাস্তবিক অর্থের অনুভূতি প্রদান করে বিশেষ করে আজ যখন চ্যালেঞ্জের মুখোমুখি দাড়িয়ে এবং পৃথিবীতে আমার অস্তিত্বের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে।
ঈশ্বর একজন ব্যক্তির সংগ্রাম, দুর্বলতা, এমনকি তাদের পাপ-পূণ্য, দায়িত্ব-কর্তব্য সম্পর্কে অবগত, এই অনুভূতি সান্ত্বনাদায়ক। এটি ইঙ্গিত দেয় যে কেউ একা নয়, ঈশ্বর আছেন। ঈশ্বরের ভালবাসা এবং ক্ষমা কর্মফল অনুযায়ী উপলব্ধ।-
I am managing the pace of my life
&
walking the path of my own choice for the future.
I have learned to spend time with myself.-
মেটেনা আমার
চারিদিকে তোমার স্মৃতির ছোয়া
স্মিত হাসিমুখ, কি করে সম্ভব ভুলে থাকা
যেদিকে তাকাই তোমাকেই দেখি সদা,
মনের গভীরে শুধুই তোমার ছবি আঁকা।-
I want to get lost in the emotional embrace of nature.
I want to do something to
protect our mother earth.
I was born as a human being
I want to fulfill my responsibility towards the world.-
প্রকৃতির সাথেই বারে বারে মিশতে ইচ্ছে করে
তাই মাঝে মাঝে হারাই দূর দিগন্তে।
প্রকৃতির মাঝে আমি খুঁজে বেড়াই, শান্তি সুখের পরশ
প্রকৃতির দিকে শুধু অবাক বিস্ময়ে চেয়ে থাকাতেই আনন্দ!-
I want to mingle with nature again and again,
That's why I sometimes get lost in the distant horizon.
I wander in nature, searching for peace and happiness.
It's a joy to just stare at nature in wonder!-
একাকীত্বের বেড়াজালে আবদ্ধ মন,
থমকে গেছে আমার জীবন ,
তুমি ছাড়া পৃথিবীটা বর্ণহীন,
প্রকৃতির কোলাহল শব্দহীন ,
অবশিষ্ট, শেষ দেখার স্মৃতি রোমন্থন।-
সু-মনোভাবাপন্ন মানুষের চলার পথ, মশ্রিন হয়না;
কাঁটা বেছানো পথে, প্রতিবন্ধকতা মাঝে এগিয়ে চলতেই জীবনের অস্তিত্ব অনুভুত হয় ।
ধৈৰ্য্য মানসিক দৃঢ়মত ।
সহ্য ও নীরবতা দুই সহদর, সুখ না হোক সস্তির প্রতিকার।
-