পরিবারের সমারোহের কতো স্মৃতি বুকে করে,
আবার বছর পরে আসার প্রতিশ্রুতি প্রদান করে।
উমা আসবে আসছে বছর সপরিবারে,
তবে, আমরা কি সবাই আসবো
তাকে বরণ করে ঘরে তুলে নিতে!
থাকবো কি সেদিন সকলের ভীরে আনন্দ উৎসবে?
কতজন হারিয়ে যাবে ,
কতজন নতুন করে পৃথিবীর আলো দেখবে।
কতো ঘটনার সাক্ষী হবে এ ধরণী।
কিন্তু, শরতে উমা আসবে
ভক্তের আস্থা
ঐশ্বৰ্য্যের অহঙ্কার
গরীবের অন্নদাত্রী হয়ে।
আসচে বছর আবার এসো মা🙏
-
সূর্যোদয় কখনো তাড়াহুড়ো করে ঘটেনা।
নির্দিষ্ট সময়ে ধীরে ধীরে উদিত হয়,
শান্ত নিশ্চিততার সাথে আলোকিত করে পৃথিবীকে।
সুৰ্য্যদয় মনে করিয়ে দেয় , যে প্রতিটি দিন আশা দিয়ে শুরু হয়,
প্রতিটি মুহূর্ত নবায়নের প্রতিশ্রুতি বহন করে।
মানুষের শারীরিক চেহারা বা মর্যাদা
তাকে রাজকীয় করে তোলে না।
উপস্থিতি দিয়ে মানুষের হৃদয় জয় করতে হয়,
একনিষ্ঠ প্রচেষ্টায় বদলে দেওয়া যায় পরিস্থিতি,
কর্ম দিয়ে, নিজেকে অবিস্মরণীয় করে তোলা সম্ভব হয়।-
The sunrise does not hurry, it rises slowly, shining with quiet certainty. It reminds us every day begins with hope and every moment holds the promise of renewal.
Physical appearance or status does not make anyone Majestic.
what makes unforgettable is how a person change people's hearts with his/her presence.-
bringing new hope and unconditional opportunity,.
The message of making life more beautiful by taking advantage of the opportunities that come with....,,
To create a new mindset to achieve goals,
forget all the mistakes or pains of the past
and
build a new future.-
I made a promise that I won't promise myself any new resolutions in this month-
রাত পোহালেই বিসর্জিত হবে ঢাকের বাদ্দির সাথে
আপনজনের মাঝে তবুও উমার উজ্জ্বল মুখ নবমীর রাতে
-
কর্ম যদি ধর্ম হয়
ভবিষ্যত কর্মফল।
আনন্দ হোক বা অশ্রু,
ভাগ্যপ্রাপ্তি।
অপমান করা, অপবাদ দেওয়া সহজ ; কিন্তু, ব্যথিত হৃদয়ের দীর্ঘশ্বাস
বৃথা যায়না।-
ক্ষমা মানে ভোলা নয় ,
নিজের ওপর আস্থা রেখে
বাস্তবকে মেনে নেওয়া।
নতুন উদ্দিপনায় ভবিষ্যতের
পথ খোজা।
যন্ত্রণা নিরাময় করে শান্তির সাথে সন্ধি করা।-
বান্ধবী, শব্দটার রোমাঞ্চকর সে যে বয়সেই হোক। বন্ধুত্ব জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ মাত্র নয়, বেচে থাকার ঊর্জা।
শৈশবের বন্ধু, তাদের সাথে নিঃশর্ত, নির্দ্বিধায় ভাগ করা যায় মনের কথা।
ভাগ করা স্মৃতি এবং অটল সমর্থন একটি স্থায়ী সংযোগ তৈরি করে। এই সংযোগ নিরাপত্তার অনুভূতি প্রদান করে। বান্ধবী, বিচার বা ভান ছাড়াই উজাড় করে দেওয়া যায় নিজেকে যার কাছে।
বন্ধুত্ব বিকশিত হয়, একে অপরের অভিজ্ঞতা এবং ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতি বোঝাপড়া এবং উপলব্ধির গভীরতার মাধ্যমে। তাদের উপস্থিতি সান্ত্বনা প্রদান করে, মনোবল বাড়ায়। বন্ধনটি প্রায়শই কেবল বন্ধুত্বের চেয়েও গভীর আত্মিক হয়।-
আমার অন্তরাত্মা আত্মহত্যা করেছে নীরবে।
শোকহত, না কেউ নেই।
কারণ, আজ সেতো নেই
যে আমার প্রতিটি অনুভুতিকে
সন্তৰ্পণে আলতো করে আগলে রাখতো।
আজ শুধু, আমার ব্যক্তিগত জীবন খাতার
একটি পৃষ্ঠা
নিঃশব্দে খসে পরলো।-