তাকে হারানোর ব্যথা,
স্মৃতি হাতরিয়ে বালিশ ভেজে ;
কিন্ত, যখন কারো প্রতীক্ষায় বিনিদ্র রাত কাটে;
ভেজা বালিশের নোনা জল, বিশাক্ত ঠেকে।-
তোমাকে হারানোর ব্যথা
বিষাদের অন্ধকারে ডুবে থাকা
অসহনীয় একাকীত্বের যন্ত্ৰণা
ভীষণ কঠিন এ জীবন বয়ে চলা
আমি, অস্তিত্বহীন তুমি ছাড়া
নিরর্থক দিশাহীন হয়ে বেচে থাকা।-
mental homeostasis.
When the mind is full of memories
can trigger strong emotions.
Writing down memories & thoughts can help to process them & gain a better understanding of their impact-
The feeling of longing for someone with whom have a emotional connection
-
Everyone life is precious
We welcome today's ceasefire decision.
Humanity must prevail.-
Destination of life is either mere death
or
memories in the minds of people.-
ভেতরে ভেতরে সবাই সমান দুর্বল, শুধু কেউ কেউ তাদের ধ্বংসাবশেষকে নতুন দুর্গ হিসেবে উপস্থাপন করে রাজা হয়ে যায় । আর কেউ, নিশ্চিহ্ন।
আগুন আর জল একসাথে সুন্দর লাগে। কিন্ত , প্রাকৃতিক কারণেই তারা একে অপরকে ধ্বংস করে।
এটা খুবই দুঃখের বিষয়, যখন আবেগের নদী তার তীর ভেঙে দেয় এবং প্রত্যাশা বাস্তবতার সীমা পেরিয়ে যায়,
তখন মস্তিষ্ক ভ্রম তৈরি করে।
ভেতরে ভেতরে সবাই সমান দুর্বল, শুধু কেউ কেউ তাদের ধ্বংসাবশেষকে নতুন দুর্গ হিসেবে উপস্থাপন করে রাজা হয়ে যায় ।
আর কেউ, জীবন যুদ্ধে হেরে যায়।
ঈর্ষার এবং ধ্বংস করার শক্তিকে কখনই অবমূল্যায়ন করো না।-
When sleep doesn't come to eyes , the night becomes the canvas of our thoughts.
The night whispers its secrets to those who cannot sleep.
Everyone has a dark night in their life, which remains silent and hidden forever.
The most beloved companion of a lonely night is that sliver of moon
and a sky , full of stars.-