Rasmoni Rani Paul   (রাসমণি✍️ খোলা চিঠি ✍️✍️)
175 Followers · 426 Following

read more
Joined 21 August 2021


read more
Joined 21 August 2021
19 FEB AT 15:19

ফেব্রুয়ারি মাস ভালোবাসা দিবস
নেই কেনো সদ্য ফোঁটা গোলাপের পাপড়ি গন্ধ
আছে শধুই দলিয়ে দেওয়া মাটিতে ব্যর্থতা
হাহা হাহা করে হাসছে পরিবেশ গোলাপ দূর থেকেই , নতুন ভালোবাসা মরশুম

-


19 FEB AT 15:16

মা বলে চিৎকার করছি ,মা কাছে নেই
সময় চলছে, কন্ঠ টা ভেসে আসছে।
পাইনা কতোদিন তোমার আঁচলে গন্ধ
আদর মাখা কন্ঠে তোমার মতোন
কেউ বলে না,আর দুটো খেয়ে যা
আদর মাখা মাখি মা তুমি ভালো থেকো ‌

-


19 FEB AT 15:10

মৃদু আলো আবছায়া মধ্যে তোমাকে খোঁজ এই মন
তুমি কোথায়, তুমি নামক শব্দকে মৃত বানিয়ে দেয়।

-


21 JAN AT 11:01

শব্দেরা ঘুমিয়ে গেছে, ধুলো জমা কবিতায়
মজলিশেরা এক পাশ ওপাশ হয়ে থাকে।
কলমের কালি গন্ধ হাতে সুগন্ধি

-


21 JAN AT 10:54

নিষ্ঠুর হয়ে গেলাম সব কিছুই থেকে
মিলিয়ে চলতে ক্লান্ত কবিতা রা।
চাঁদের আকাশে পাহাড় সমান দূরত্ব
একা থাকতে আর নয়, ক্লান্ত
ভালোবাসি তোমায় একসময়ে,
ক্লান্ত শরীর নয়, ইচ্ছে গুলো নিজের সাথে
পা মিলিয়ে চলছে।

-


14 JAN AT 22:12

তুমি এই ক্ষুদ্র কীট, তুমি শান্ত তবে চঞ্চল
শান্ত হও ধর্য্য ধরো তুমি উড়বে।
ভুলে যাও কে ছিলো কাছাকাছি,
জোনাকি আলো যেমন মিটমিট জ্বলে।
তুমি উড়ে চলো,পিছনে না তাকিয়ে।

-


14 JAN AT 22:09

নদীর পালে হাওয়া বইছে এই হওয়াতে তোমার স্মৃতিগুলো,

-


12 JAN AT 23:40

গীত সাথে মিশে গেছে শীতের কাব্য
কফি কাপে চুমুক উষ্ণতা ভরপুর।

-


12 JAN AT 23:37

চিরকুট লেখা গোধূলির হারিয়ে যাওয়া
কথাগুলো ঘুমিয়ে গেছে।

-


22 DEC 2023 AT 19:58

চারিদিকে এতো আলো তাঁর মাঝেই একা বেঁচে থাকার লড়াই।
ভালোবাসা দিতে চাইলেও বড্ড ভয় কাজ করে
বিশ্বাস গুলো মৃত্যু মাঝামাঝি বেঁচে থাকা

-


Fetching Rasmoni Rani Paul Quotes