ওমা, আমি ঠিক ধরেছি! এই রে! একদম
তুমি আমাদের ভুলে গেছিলাম
বিবাহবার্ষিকী ভুলবেই যে, টর্চ হারানোর
না, রাতে সারপ্রাইজ, ব্যাপারটা এখন
তা কি গিফ্ট দিচ্ছ? বলা যাবে না
দেখছি!-
Welcome to my confused mind full of words.
As Einstein said IF YOU ARE NOT CONFUSED, YO... read more
দেবতা, তুমি কোথায়?
পৃথিবীকে তুমি দেখতে পাচ্ছ?
তুমি নাকি সর্বশক্তিমান,
তুমি নাকি শান্তি ফেরাও,
ভুলিয়ে দাও মান-অভিমান।
তবে হে দেবতা তুমি আজ কোথায়?
কেউ তোমাকে বিশ্বাস করে, কেউ বা করে না,
ভয় কিন্তু সবাই করে, কেউ মরতে চায় না।
আজ এই এক প্রশ্ন আপনার সামনে রাখি,
পৃথিবীতে যে এত শিশু মৃত্যুবরণ করে,
আপনি কেন বন্ধ রাখেন আখিঁ?
তারা তো কোনো পাপ করেনি...
তারা তো কাউকে কষ্ট দেয়নি।-
রবি ঠাকুর থাকুক প্রাণে।
হঠাৎ যদি মনে হয় আর রাস্তা নেই,
দেখতে পাবে রবি ঠাকুর ঠিক দিকটা দেখাচ্ছেই।
হঠাৎ হল মন খারাপ?
কেউ নেই কো তোমার পাশে?
সত্যিই কি সবই খারাপ...
চেয়ে দেখো না তোমার পাশে,
রবীন্দ্রনাথ ঠিক বলবেন-
"ভালো-মন্দ যাহাই ঘটুক সত্যেরে লও সহজে।"-
When my parents won't let me eat cerelac because I am grown up
Me:-
খাদ্যাভাবের আগুন চিতায়,
পাহারা দেয় বাবুরা।
সবার অভাব থাকুক না থাক,
হাতে হাতে আছে অজুহাতরা।
চিতার ভস্মের অশ্রু স্রোতে
ভিজতে পারে সাহারা,
কিন্তু দুখের অশ্রু জলে যে
ক্ষুধার অনল নেভে না!-
Isn't it creepy to
Break into
Houses
In middle of
The night?-
When a random person in public is arguing over phone but they didn't turn loudspeaker on:
-
I cried myself to sleep,
Didn't had a choice.
For, the silence would kill,
Can't live without a voice.
I cried out,
It was...it was my...
I couldn't answer,
I Hereby Lie.-