Sayan Sarkar   (Sayan sarkar)
7.3k Followers · 571 Following

read more
Joined 29 June 2018


read more
Joined 29 June 2018
29 DEC 2021 AT 18:45

আসলেই থেকে যাওয়া
দুজনেই অন্তর্মুখ,
কেবলই চোখে লাগে সম্মোহন।
কী ছিল আর আজ কী নেই
বৃথাই তার হিসাব নিকেশ,
স্বপ্ন জুড়ে মেনে নেওয়ার সাতকাহন।

-


26 DEC 2021 AT 8:43

এখানে চাপা উত্তেজনা ,
মুখের উপর তীক্ষ্ণ হয় চোখ।
আসলে সবই সন্ধি,
গল্পের নাম ; থেকে যাওয়া -
হাসির নাম শ্লোক।

-


24 AUG 2021 AT 9:12

নেমেছে যারা তারার দেশ হতে
রাত্রির শীতল বাতাস আর কিছু গভীর স্রোতে ,
কে যেন ধরেছে বা'হাতের আঙ্গুল
ভাঙে ঘুম , দেখি স্বপ্ন নয় অথচ সবই ভীষণ ভুল।
মরু পথ হাঁটি তার সঙ্গে,হেঁটে যেতে হবে
দরজায় কে যেন কড়া নাড়ে
বলেছে সে ; মন মরে গেছে সেই কবে ....!

-


1 AUG 2021 AT 22:02

মাঝে মাঝে এখন শঙ্খের ধ্বনি শুনি
চেয়ে দেখি তারা,
তুমি তখন একটা নও দু দুটো ছায়া।
মাথার মধ্যে শুরু হয়েছিল তীব্র যন্ত্রণা,
চোখের জল তোমার দেখার কথা নয়...
মুগ্ধ আমি , দেখে এতো ভালো অভিনয়।

-


1 AUG 2021 AT 1:15

যেখানে সন্দেহ, আকাশ ভীষণ কালো,
মিথ্যে কিছু স্বপ্ন লেগে আছে বৃষ্টির গায়।
দেখবি আয় অবহেলা,দূরত্বের বাষ্প বাতাসে মিলিয়ে যায়,
আলো নেই,ভালো নেই, বড্ডো একা হয়ে যাই।
ভাবছি কি করে তোমাকে ভুলে থাকা যায়।

-


4 APR 2021 AT 9:44

সারাজীবন থাকবো তোমার বন্ধু হয়ে,
প্রেমিক আমি,তবুও তোমার আপন নই ...
বলেছিলাম,তোমার সঙ্গেই সমস্ত দুঃখ যাক শোয়ে
গোলাপের পাপড়ি ঝরে গেলে
বললে তুমি, আমি তোমার কে হই ?

-


25 APR 2020 AT 9:00

কাব্য তো দু চোখের মেঘে ভাসে,
মনের কষ্টে আর স্মৃতির লাশে।
শব্দ কত শব্দ মিশে যায়,
কষ্টের স্রোতে কবিতা আসে ।

-


24 OCT 2019 AT 17:54

তোমায় মনে পড়লে,শরাবখানায় যাই।
তোমায় মনে পড়লে,ফুসফুস বোঝাই ছাই।

তার চোখের মণিতেও শুধু তোমার ছবি পাই....
তবু খুঁজে দেখি মনপাখি তুমি কোথাও নাই....

-


22 JUL 2018 AT 1:06

মেয়েটার শরীরটা থেঁতলে গেছে,
মুখের এক পাশ এখনো আস্ত আছে।
মৃত,মৃত্যু ওঁর কাছে একটা শিল্প ছিল।
ওই সবচেয়ে উঁচু ফ্লাট
বাড়িটার ছাদ থেকে সটান ঝাঁপ।
তরতাজা যুবতীর চুলে ঘুম ছিল,মুখে হাসি ছিল,
ছিল চোখে বসন্তের বেনামী চিঠি।
পরনে শাড়ী,ঘাড় আর কোমরে নগ্নতা আছে
আর সব আছে ঢাকা।
তবে,নুপুরের কারুকার্যটি চমৎকার ।
রক্ত সামাজিক ভাবে লাল,জমাট বাঁধা।
তরতাজা যুবতীর প্রেম ছিল,প্রেমিক ছিল,ছিল স্বপ্ন,
ওরা মানুষ ছিল ,একসাথে বাঁচতে চেয়েছিল।
শুধু ধর্মটা ছিল আলাদা....!

-


1 AUG 2021 AT 1:13

বেলাভূমে সমুদ্র হতে উঠে আসে
অবতার যত....
তবু ক্রন্দনরত
জমায়েত মাঝে জমায়েত করে ফোঁটা ফোঁটা চিন্তা
দুয়ারের দিকে তাকিয়ে আছি
কে বা আসবে এই আবেলার ঘরে ?
তারপরে ?
থাক , এখন হৃদয় পুড়ছে জ্বরে...

-


Fetching Sayan Sarkar Quotes