আসলেই থেকে যাওয়া
দুজনেই অন্তর্মুখ,
কেবলই চোখে লাগে সম্মোহন।
কী ছিল আর আজ কী নেই
বৃথাই তার হিসাব নিকেশ,
স্বপ্ন জুড়ে মেনে নেওয়ার সাতকাহন।
-
Tweeter.com// Sayan_sarkar
amisayan2016@gmail.com
Basirhat, ... read more
এখানে চাপা উত্তেজনা ,
মুখের উপর তীক্ষ্ণ হয় চোখ।
আসলে সবই সন্ধি,
গল্পের নাম ; থেকে যাওয়া -
হাসির নাম শ্লোক।-
নেমেছে যারা তারার দেশ হতে
রাত্রির শীতল বাতাস আর কিছু গভীর স্রোতে ,
কে যেন ধরেছে বা'হাতের আঙ্গুল
ভাঙে ঘুম , দেখি স্বপ্ন নয় অথচ সবই ভীষণ ভুল।
মরু পথ হাঁটি তার সঙ্গে,হেঁটে যেতে হবে
দরজায় কে যেন কড়া নাড়ে
বলেছে সে ; মন মরে গেছে সেই কবে ....!-
মাঝে মাঝে এখন শঙ্খের ধ্বনি শুনি
চেয়ে দেখি তারা,
তুমি তখন একটা নও দু দুটো ছায়া।
মাথার মধ্যে শুরু হয়েছিল তীব্র যন্ত্রণা,
চোখের জল তোমার দেখার কথা নয়...
মুগ্ধ আমি , দেখে এতো ভালো অভিনয়।
-
যেখানে সন্দেহ, আকাশ ভীষণ কালো,
মিথ্যে কিছু স্বপ্ন লেগে আছে বৃষ্টির গায়।
দেখবি আয় অবহেলা,দূরত্বের বাষ্প বাতাসে মিলিয়ে যায়,
আলো নেই,ভালো নেই, বড্ডো একা হয়ে যাই।
ভাবছি কি করে তোমাকে ভুলে থাকা যায়।-
বেলাভূমে সমুদ্র হতে উঠে আসে
অবতার যত....
তবু ক্রন্দনরত
জমায়েত মাঝে জমায়েত করে ফোঁটা ফোঁটা চিন্তা
দুয়ারের দিকে তাকিয়ে আছি
কে বা আসবে এই আবেলার ঘরে ?
তারপরে ?
থাক , এখন হৃদয় পুড়ছে জ্বরে...
-
কোথায় তোমার নয়ন
দেখ কার আঁখি কাঁদছে
বিষণ্ন হৃদয় ছেড়ে আসতে পারেনি যারা
মন হারা পথ বৃষ্টি ভীষণ, কারে যেন সুরে সুরে ডাকছে
নিরুত্তর তাড়াহুড়ো ব্যস্ত চোখের কথা
কঠিন মন, কত ভয়,জিজ্ঞাসা হাওয়ায় ভাসছে
এখানে এখন
মিলনের নেশা - ব্যস্ত যত ভালোবাসা
-
তোমাকে দেখেছি গোধূলির শহরে
কিন্তু তুমি সমুদ্র নও
একটা আকাশ তুমি
তোমার কোলে উড়তে দেয়নি
বিধাতার লেখা ভাগ্য
কেউ কানে কানে বলে যায়
ফিরতে গেলে উড়ে যাবো
এখানে নয়, এখানে নয়,
আরো দূরে যাবো....-
মনের এ শহরে উড়ে যাওয়ার মত
পাখি থাকলে তোমাকে ডাকতাম না।
ছেড়ে যেতে চাইলে দূরে গিয়ে আকাশ ছুঁয়ে দেখো,
তোমাকে আটকাবেনা কোনো পাখির পালক।
কোনো প্রকৃত সন্যাসীর মনে যে আলো টুকু জ্বলছে
সেখানে পৌঁছাতে পারেনি তোমার মিথ্যে কথা দেওয়া।
ভালোবাসার কাছে আঘাত পেলে
কোনো প্রাগৈতিহাসিক অন্ধকার জাপটে ধরে,
আমাদের সচ্ছলতা না থাকলে,
অনেক ভালোবাসা মিথ্যেই....
দেখো চোখে জল ঝরছে,
আমি কাঁদছি না....
চন্দ্র দেবী তোমাকে ছুঁতে গেলে হারিয়ে যাই আমি
আমার ওষ্ঠে আঙুল ছুঁয়ে কে যেন বলে গেল ;
এ মিথ্যের শহরে আফ্রোদিতি নেই....-
যত গভীর হচ্ছে রাত
তুমি অন্ধকারে খুঁজছো
কার ছেড়ে যাওয়া হাত ?
জানি তুমি আসবেনা ফিরে !
আমি একলা বসে তবুও স্বপ্ন বুনি এই একলা নীড়ে,
চেয়ে দেখি কুয়াশা ভোরে কে রাখলো পা' শীতল শিশিরে।
জানি কোনোদিন পাবোনা তোমাকে ,
কেউ নেই যে যত্নে আমাকে আগলে রাখে,
আমার চিন্তারা সারাক্ষণ তোমার গল্প মাখে।
তবু আছি অপেক্ষায় ...
-