Sayan Sarkar   (Sayan sarkar)
6.9k Followers · 868 Following

read more
Joined 29 June 2018


read more
Joined 29 June 2018
28 NOV AT 20:59

#-১
তুমি বড্ডো অভিমানী
শোননা কোনো কথা ।
শুধু রাখো সেজে
অনুরাগের মালা গাঁথা।
#-২
ভিতর ভেঙে বার-বার' হয়েছে চুরমার,
ভালোবাসার মিথ্যে স্বপ্ন দেখিও না তুমি আর !
#-৩
জানি এত ভালোবাসার পরেও তুমি আমার নয়
দীর্ঘ সাধনার পরেও কি' সব বাউলের মনের মানুষের সন্ধান হয় ?
#-৪
দিতে পারি মালা গেঁথে বিষাদ সিন্ধু ময়
যাকে এতো আপন ভাবি, সত্যিই কী সে আপন হয় ?

-


25 NOV AT 10:11


আদর করে ছুঁয়ে দিলে অসুখের নাম সম্মোহন,
ফোন আলাপে গল্পে কাটে শীত বাষ্পের সাত কাহন
আমায় ভীষণ স্বপ্নে ডোবায় তোমার আড় চাহন।

-


24 NOV AT 20:47

কন্যা তোমার মধুর হাসি
ভুলে যাওয়া দায়।
তোমার চোখে প্রেমের ফাগুন
পুড়ে যেতে মন চায় ।

-


24 NOV AT 20:43

এত চঞ্চল এত কিছু
তোমার আমার লোক ভোলানো
সুখের আবেশ বৃত্ত।
কিন্তু দুজনেই গোপন ভীষণ
মুখ লুকানো সাজানো হাসির একাকীত্ব।

-


24 NOV AT 16:18

তোমার কথা ভীষণ অতীত,
তুমি,শ্লোক সাজানো প্রেমের পদাবলি
আজও তোমার কথার সঙ্গে চলি।
হাওয়াও দিক পাল্টায়, হয় বিপরীত,
কখনো মুষল-কখনো গরম-কখনো ভীষণ শীত।

ডাইরির পাতা গুলো ছিঁড়ে ছুড়েছি ডাস্টবিনে...
আমি ভীষণ জর্জরিত তোমার দেওয়া ঋণে।

-


24 NOV AT 13:14

চোখে তোমার অনেক ব্যাথা
না বলা কথা জড়ানো বিরোহী দুটি ঠোঁট।
কাছে আসে নতুন মানুষ ...
তবু মনে হয় অবিশ্বাসী।
মনে পড়ে অতীত চেনা চোট ...

-


24 NOV AT 13:02

চেনা মুখ, চিনতে চাওনা তুমি
হাত বদলের রাতে,
ফুলের ঝর্ণা,মুছে যাওয়া লিপিস্টিকে
আলোর রাজপথ ছেড়ে মিশে যাও তুমি
অন্ধকারের হাতে।

-


24 NOV AT 12:54

দূরে গেলে এ দুপুর
শুনিনা আর তোমার নুপুর
না জানি কেন এমন হয়
তোমায় নিয়ে আয়োজন এত কিছু
তবে এর কোনো কিছু আজ তোমার নয়।

-


23 NOV AT 11:33

honto ki ajadi he ...
honto se milte he hont,
kayte he labs ajad hain.... !
Kuch mitha sa umang
Is dil me to ek hi khuda hain..!
a dil kare tumhe yad,
a hain payar ki jang, Har
mohabbat ki jang hain ek love jihad !

-


16 NOV AT 10:27


অনেকেই ফেরেনা বাড়ি,
তাহাদের কেউ কেউ থেকে যায় হৃদয়ে-
বালির মতন শুধু হৃদয় যায় ক্ষয়ে ,
রয়েছি তোমার মুখ না ভোলার দুঃখ সয়ে।

-


Fetching Sayan Sarkar Quotes