পারবোনা হয়তো করতে বরন গোলাপের সাথে,
ভরাবো তোমার মাথা তখন কদম পাপড়িতে।
বলবে আমার হাতটি ধরে, "খুব ভালোবাসি..!!"
তোমার ওই কথা শুনে আমার মুখ হবে হাসি হাসি।-
কি করবি কদম নিয়ে,
পাঁপড়ি তো ঝরে যাবে।
তোর ঠোঁটের কোনে হাসিটা দিস
রেখে দেবো যত্ন আদরে...-
এনেছিলুম কদম
দিঘীর পাড়ে
লুকানো ছিল
টি-সার্টের নীচে।
অপেক্ষা করছিলাম
তুমি কখন আসবে।
হাজারটা নয় একটা
তোমার খোঁপার জন্য
যথেষ্ট ছিল কম নয়।
যে ফুলের জন্য
অপেক্ষায় ছিলে
পাঁচ ঋতু সাত দিন
তবে কেন করলেনা
আরো এক প্রহর।
হারায়নি তোমার
কদম ফুল,
আগলে রেখেছে
তবে শুকিয়ে গেছে।
মালিকের কষ্ট
শুকনো কদমে।-
এক গুচ্ছ কদমফুল নিয়ে তোমার কাছে এলে,
তুমি কি ফিরিয়ে দেবে আমায় ?
এই বর্ষাও যেতে চলেছে,শরতের আকাশ,কাশের দোল..
আমি আজও সেই কদম ফুলের অপেক্ষায়…..!!-
বিকশিতে ফুল, আহা ব্যাকুল, কদম পুষ্পের গন্ধে মাতোয়ারা ফুলবন...
রঙিন প্রজাপতিসম মেলি দিয়া ডানা
গাহিব গান উড়িবে প্রাণ বৃষ্টি নুপুরে মোরমন...
-
প্রথম_প্রেম
আমার কিশোর প্রেমের ভুল,
সাক্ষী প্রথম কদম ফুল।
এক বৃষ্টি ভেজা সন্ধ্যে,
তার আবেশ ভরা গন্ধে;
মন খুশি বেজায় রকম,
তার আসার আশার ভ্রম!
তবু আশঙ্কার-ই ছলে,
ভাবি, হয়তো গেছে চলে।
ফের বৃষ্টি আসে বেগে,
আমার ভীষণ একা লাগে।
আমি ভিজছি গাছের নিচে,
ভাবি, অপেক্ষাই মিছে।
কদম ফুলের রেণু মেখে,
বৃষ্টি আমার চোখে মুখে।
আমি প্রাণ ভরে নিই ঘ্রাণ,
স্বপ্নে সাজানো শাম্পান;
তখন ডুবছে ধীরে ধীরে,
আমার বুকেরই গভীরে।
আমি পেরিয়ে গেছি সময়,
সে প্রেমই আমার নয়।
-Satya
-
মন থেকে সে ডাকছিলো যে
কদম নিবে বলে।
ফান করেছি তোমার সাথে
কি হবে তুমি এলে।
ভাবছি আমি পাচ্ছি দেখা
কাছে যাওয়ার ছলে,
আশা করা ভুল ছিলো যে
মিথ্যে কথা বলে।-