সন্দীপ   (তেজপাতারমলাট(সন্দীপ))
64 Followers · 279 Following

নতুনের মাঝে আমি চিরপুরাতন
Joined 19 September 2021


নতুনের মাঝে আমি চিরপুরাতন
Joined 19 September 2021
8 MAY AT 18:24

অনেকগুলো বছর পেরিয়ে পরিচিত সেই আকাশের নিচে শ্রাবণ সন্ধ্যার বৃষ্টিভেজা শীতল বাতাস জানান দিচ্ছে হয়তো আশেপাশেই কোথাও আছে আমার চারুলতা.......!!!

-


8 MAY AT 12:25

তার তৃষ্ণার্ত আঁখির ভাষা না বুঝিয়া
আফসোসের ডায়েরির পাতায় সুখ শব্দ খুঁজে
মরি রোজ.....!!!

-


7 MAY AT 20:10

তাকে হারিয়েছি নির্দ্বিধায় ভালোবাসি বলে,
সাজানো মনের রাস্তায় জমেছে আজ শ্যাওলা,
আমার পরাজয়ে এক শঙ্খচিল সারা আকাশ জুড়ে বাজিয়েছে উৎসবের ঘন্টা,
মাঝে মাঝে মনে হয় চিলেকোঠার অনুভূতিগুলোই আমার জীবনের বড় অভিশাপ.......!!!!

-


30 APR AT 19:43

তোর চৌকাঠে আজ হামি ভীষম স্বার্থপর....
সন্ধ্যার মেঘ তুই যদি হইতিস কদম ফুল তোরে
দিইয়া সাজায়তুম হামার সখীর খোঁপা,
বলি ও মাঝি তোমার নৌকা খান দিবা?
হামার সখীরে লইয়া যাইতুম ঐ মোহনার ধায়রে,
ওরে ও দুষ্টু কোকিল কেন এমন কইরা ডাকছিস
তোর এই বিষন্ন সুরে হামার সখীর আঁখিতে আসবে জল,
বলি ও শ্রাবণী বৃষ্টি কেন এমন কইরা ভিজাইছিস হামার সখিরে, বৃষ্টিতে ভিইজা তার যে অসুখ করবেক,
তোর চৌকাঠে আজ হামি ভীষম স্বার্থপর......!!

-


30 APR AT 15:06

লীলা সুন্দর করে আপন মনের মাধুরী রূপে সাজিয়ে দিচ্ছে নিলয় কে,কষ্টে তার বুক ফেটে যাচ্ছে তবুও ক্ষণিকের জন্য মনের নদীর বুকে দিয়েছে বাঁধ,
কোন এক ফাল্গুনী সন্ধ্যায় কাছের মানুষগুলো দেখতে দেখতে চোখের সামনে অন্য কারো নৌকার যাত্রী হয়ে যায়!
মাঝি একা নিরুপায় নদীর কূলে বসে নীরবতায় মোড়া রাতের জোছনার কাছে তুলে দেয় তার যত্নে রাখা কল্পনাগুলো........!!!!

-


29 APR AT 12:05

ডুবন্ত সূর্যের আলোয় সন্ধ্যার আকাশ কৃষ্ণচূড়ার বৃষ্টি নামিয়েছে গহীন জঙ্গলের মাঝে,
অভাগী 'স্মৃতি'চোখের জল মুছে,অভিশপ্ত শিকল ভেঙে,
ধুলো জমা কেরোসিনের লন্ঠন হাতে বৃষ্টি ভেজা জঙ্গলের
সরু পথ ধরে এগিয়ে চলে লাজুক ভরা সাজে।
বহু বছরের পর আজ এক হবে
"অপেক্ষা আর স্মৃতি"

-


26 APR AT 23:10

অন্তত একবার হলেও জীবনে কালবৈশাখী আসা প্রয়োজন,
আমাদের ঘরের ভিত শক্ত না নড়বড়ে সেটা বোঝার জন্য.....!!!
কারণ আমরা ইচ্ছা হলেই ঘর বাঁধি আবার ঘর ভাঙি,অনেক সময় ঝড়ের পূর্বাভাসে পড়ে থাকে শুধু ভালোবাসা টুকু মানুষ চলে যায় নতুন ঠিকানায়....!!!!

-


24 APR AT 22:36

অবাধ্য আঁখি জোড়া শোনে না কোন বারণ ভিড়ের মাঝে বারবার কি যেন খুঁজে ফেরে,
কিছু না পাওয়া থাক না বন্দী কল্পনার ওই মায়াজালে..........!!!!!

-


24 APR AT 19:33

লন্ডভন্ড মানুষটার ঘরখানি জোনাকির আলো হয়ে সাজাবে!
কেউ বুঝুক বা না বুঝুক তুমিতো বুঝবে যে মায়াবতীর কাজল হেমন্ত!
নিঃস্বার্থ অনুভুতির শিকলে জমা অভিমান গুলো খুব সহজেই বেঁধে ফেলবে!
চেনা পথের ধারে দিনের শেষ আলোয় দূরত্বের ব্যবধান কমিয়ে তোমার কাঁধে মাথা রেখে জীবন অধ্যায়ের পাতায় পাতায় ভালোবাসার কবিতা লিখবে.......!!
এই অল্প চাওয়াটাই আমাদের আর পূরণ হয় না।

-


22 APR AT 19:25

নয়নে নয়নে মিলিয়া হইল শুভদৃষ্টি,
সারা আকাশ আজ লাল আবিরে রাঙা
ভালোবাসার সামিয়ানায় "লাবণ্য ও মেঘ"
কিন্তু দূরে ওই পাহাড়ে এক মাকড়সা প্রতিশোধের ক্রোধে বুনছে নতুন বিষাক্ত জাল,
দিনের শেষে যা কিছু হারায় সে তো চোখের তারায় অনুভূতির ঝড় সেটা আমরা বুঝিনা অনেক কাল...........!!!!

-


Fetching সন্দীপ Quotes