Contact List এ থাকা নম্বরটায় কিছুদিন আগে পর্যন্ত ঘন্টার পর ঘণ্টা কথা হতো।
আজও আছে নম্বরটা তবে কল আর আসে না, খুব ইচ্ছা হয় কল দিতে ! পারছি না !-
একসময় রোজ রাতে গল্প শোনার জন্য খুব বায়না করতে। সেদিন না ছিল কোনো গল্পের বই, না জানা ছিল কোনো গল্প। ওই আজ অনেক গল্প জমে আছে, শোনার জন্য তুমি নেই !
-
আমার 'মাম্মা' আজীবন বেঁচে থাকবে আমারই অন্তরে,
অনুভূতি গুলো সত্য অভিনয়ে পারিনি লুকোতে।
ভালোবেসেছি ভালোবাসায় বিন্দুমাত্র রাখিনি খুঁত।
মান-অভিমান অতো বুঝিনা, তুমি থাকবে আমার শেষ নিঃশ্বাসে।
তোমার না হয়েও তোমারই থাকবো, যদি মন থেকে ডাকো,
তবে অবশ্যই দেখা দেবো, চেয়ে দেখো তোমার তারা হাজার তারার মাঝে।-
ঘ্রাণে নেশাতুর আমি তোমার বাসররাতে।
বাতি নিভিতেই নিশ্চুপ রাত ঝিঁঝিঁ পোকার ডাক,
বাসর হলাম কই ! সত্যান্বেষী টর্চ হাতে।-
মিথ্যা অভিনয়ে বারবার আমাকে, ভালোবাসার স্বপ্ন দেখাতে।
সেই মিথ্যা স্বপ্নে মত্ত আমি বারবার পাগলের মতো বলেছি,
সখী আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি!-
ভালোবাসা হয়েছিল দুই হৃদয়ে, ছাড়াছাড়ি হলো কি ?
একই আলো, একই বাতাস মিলছে দুজনের এ ধরনীর বুকে।-
ভালোবাসা হয়েছিল দুই হৃদয়ে, ছাড়াছাড়ি হলো কি ?
একই আলো, একই বাতাস মিলছে দুজনের এ ধরনীর বুকে।-
কালের স্রোতে প্রত্যেককেই ফিরতে হয় একা চলার নীতিতে।
তবে একাকীত্ব কোন দূর্ভাগ্য নয় বরং চিরোসত্য।
মানতে হয় এই চিরন্তন সত্যকে মোহ থেকে বেরিয়ে।
শেষে মুক্তির অপেক্ষায় সাময়িক অবসর নয়,
'বিচ্ছিন্নতা' উপহারে ফিরে পাই।-
তবে অনিমার প্রশ্ন ছিল হাজার, তার প্রাইভেট টিচারের কাছে।
বড়োদের চোখে ফাঁকি দিয়ে পড়ার টেবিলে একমনে চেয়ে থাকা।
প্রাইভেট টিচারের প্রতি অনুভূতিগুলো ফুটে উঠতো তার মুখে।
ওর প্রাইভেট টিচার বুঝেও না বোঝার ভান করতো,
না দেওয়া উওরের কারণ হয়তো 'একটা সরকারি চাকুরি'।-