কতোকিছুই তো হারিয়ে গেলো, হারায়নি শুধু কষ্ট,
দু:খের দিনে,একলা রাতি,দু:খ আকড়িয়েই বাঁচি,
হার মানবো না পরিশ্রমের কাছে,এ ভাবেও ভালো আছি,
ঘুরবেই ভাগ্যের চাকা,দূর হলেও,সুখের আলো স্পষ্ট॥-
আকাশ তুমি খুব করে করো মেঘের সাথে আড়ি,
তবে খেয়াল রেখো মেঘের মনের,করে না যেন কান্না বাড়াবাড়ি॥
ঘরছাড়া মানুষ গুলো রোজ জল মাপে আর আকাশ পানে চায়,
শ্রাবণ দিনের গোমড়া মুখে মেঘের চাউনি তাদের দীর্ঘশ্বাস জাগায়॥
-
আমার উঠোন বৃষ্টি ভেজা, লিখেছে প্রেমের কাব্য..
মেঘলা আকাশ,আউলা বাতাস,নি:সঙ্গতা অসহ্য।
সব থাক পড়ে, এসো রোজনামচার খাতা ভুলিয়ে..
কালকের কথা কাল নতুন করে ভাববো।
এক একটা দিন,এক একটা নতুন কবিতার মতো,
বৃষ্টিতে ভিজে ধুয়ে মুছে যাক,সব অভিমান দূরত্ব যতো।
-
অপেক্ষার পর অপেক্ষায় হৃদয়,
শূন্য শুকনো কাঠফাটা বন্জর,
প্রতিশ্রুতির বন্যায় আজ সর্বশান্ত,
কি ভয়ঙ্কর প্রতারণার খন্জর!
শুনেছি শহর জুড়ে নাকি নেমেছে আষাঢ়,
মনময়ুরীরা আনন্দে মাতোয়ারা,
মেঘপিয়নের কানে কানে বলেছিলাম,
একটুকরো মেঘবালিকা আমার শহরেও হোক না পথহারা…!-
জীবনটা পদ্ম পাতায় টলোমলো একবিন্দু জল,
তবুও তাতেই কতো মান-অভিমান, হিসেব নিকেশের হৈ হট্টগোল।
একসাথে বৃদ্ধ হবো,চলবে খুনসুটি আর ভাগাভাগি করে নেব দু:খ_সুখ,
দিনের শেষে সব অভিমান জল হবে যখন রাখবো তোর বুকে মুখ।
একসাথে বেঁধে বেঁধে ছুঁয়ে থাকবো,নাক গলাবোনা সব দরকার অদরকারে,
জেনেও কখন সীমানা লঙ্ঘন, ছুঁয়ে থাকা আর হলো না রে..
জীবনটা সত্যিই টলোমলো জল..
কখন আছি, কখন থাকবো না…..তাই না বল?
-
হাজার নালিশে বালিশ ভেজে, প্রতিরাতে চাঁদের সাথে আড়ি।
সকাল হলেই মুখোশের আড়ালে বিরহের শোক,চলে সামাজিকতার বাড়াবাড়ি।-
আমের মুকুলে কুশি আম,বুকভরা আঘ্রাণ,
রবির প্রথম কিরণমালা,চৌকাঠে দেয় আলপনা,
একতারাটার টুংটাং,নতুন দিনের আহ্বান।
বুকের ভিতর জ্বলুক আলো, বিদায় নিক সকল কালো,
হিংসা,দ্বন্দ্ব,মারামারি, অপরের ভাঁড়ারে কাড়াকাড়ি,
নিপাত যাক,শুণ্য হোক, তবেই জীবন কাটবে ভালো।
দিয়ে এক মুখ মিষ্টি হাসি,সকলকে বুকে জড়িয়ে ভালোবাসি,
মাছ পান কুলো পাখা, বাঙালির নতুন বছর হোক সুখ মাখা॥
-
সময় কাল দিন ক্ষণ কিচ্ছু জানাও নি,অভিমান নিয়ে অজ্ঞাতবাস!
কেন? কিসের জন্য পেলে আঘাত, বল নি, পাই নি এতটুকু আভাস।
প্রতীক্ষা চোখে অনন্তকাল অপেক্ষা,
একাকীত্ব্রের বেদনায় সেই তোমায় নিয়েই বাস।
তাই সই.. কখনও তো জানতে পারবো তোমার উপেক্ষা,
ততদিন বুকের বামে তোমার সাথেই যন্ত্রণার বাগানবিলাস॥-
কি জানি বসন্ত কি আছে শহরে?
এখনো তো দেখি ফাটা ঠোঁট আর রুক্ষ ত্বকের ছবি দিয়ে,
নিয়নের আলোয় ঝকঝক করে বিলবোর্ড গুলো।
কৃষ্ণচূড়ায় লাল নেই, বাতাসে ফাল্গুনের ছোঁয়া নেই,
তপ্ত গ্রীষ্মের আভাসে দোল খেলার উৎসাহ নেই,
কি জানি আবিরে বুঝি ভালোবাসার ছোঁয়া নেই!
-
মেঘলা পাহাড় জানে মনখারাপের মানে,
মেঘের পালক পাঠায় ছুঁয়ে দিতে গালে।
বাদলা হাওয়া গান গেয়ে যায় কানে কানে,
আউল মন বাউল হয়, ছুট দেয় তার পানে।
সব অভিমান জমা হয়ে আছে নীল খামে,
অসহ্য যন্ত্রণা প্রতিনিয়ত বাড়ছে বুকের বামে॥-