Debarati Chanda Ray   (DCR)
172 Followers · 151 Following

read more
Joined 12 December 2018


read more
Joined 12 December 2018
15 FEB AT 23:50

অপাত্রে প্রেম দান
ভালোবাসার অপমান

-


1 JAN AT 20:19

Happy new year
Tongthak bisi koital

-


7 DEC 2024 AT 16:00

বেলা শেষের ছায়া

বিষন্নতার ঢালে অবসর গড়িয়ে যেতে
সন্ধ্যা নেমে আসে পাখির পাখায়।
মনখারাপের চাদর বালিশের নীচে ভাঁজ করে রেখে
আমি উঠে যাই সন্ধ্যা দিতে
বেলা যে গড়িয়ে এলো
পুকুর ঘাটে পৌঁছে ডুব দেই আনমনে
ভেজা শরীর পাহারা দেয় ছায়ার মায়া
তুলশি তলায় পিদিম জ্বালিয়ে দুজনে বসি মুখোমুখি
দ্বাদশীর অন্ধকারে একটুকরো চাঁদই এখন সঙ্গী।

-


30 NOV 2024 AT 12:45

জীবন তার সংগ্রাম করে যায় যাপন
সুখ দুঃখ অভিযান করে নিয়ে আপন

-


22 NOV 2024 AT 9:38

ও মন তুই
আজ বেঁচেনে নিজের মত করে,
তোর জন্যে
তুই ছাড়া আর কেউ নেই সংসারে।

-


25 SEP 2024 AT 18:44

এঁকেছে পৃথিবী যা উজাড় করে
চারপাশ নানা রং ফুলে ফলে ভরে
আমাদের লক্ষ্য হোক রক্ষা করি তারে
ভালোবেসে লোভ লালসা অহংকার ত্যাগ করে

-


3 JUL 2024 AT 23:51

বটগাছটা মরে যেতেই বদলে গেল সব
থমকে গেল যখন তখন পাখির কলরব
হারিয়ে গেল তপ্ত দুপুর শীতল ছায়া ঘেরা
উঠান কেমন বড় হতে হলো পাগল পারা
গজাল ঘাস এপাশ ওপাশ যেখানে যেমন খুশি
ভাদ্র এসে পুড়িয়ে সেসব করে দিল ভুষি
তপ্ত রবি আলো ছড়ায় মুখোমুখি এসে
শুকনো মাটি সহ্য করে বৃষ্টি ভেজার আশে
সামলে ছিল ঝড় ঝঞ্ঝা প্রাচীন গাছটি কত
সাক্ষী তার মাটির বুকে মূলের গভীর ক্ষত
বটগাছটা মরে যেতেই বদলে গেল সব
ছায়াপথের মায়া ভরা উঠোনের বৈভব।

-


30 JUN 2024 AT 0:17

মনে করায় তারে
সৃষ্টি ছাড়া ভালোবাসায়
ঘিরে ছিলাম যারে।
দৃষ্টি যতই শুষ্ক থাকুক
তারে দেখার পরে
বর্ষা নামে চোখের কোণে
হৃদয় কাঁপে ঝড়ে।

-


28 JUN 2024 AT 10:08

মেঘ মদিনার দেশে, চলো যাই ভেসে
নিয়ে আসি বারিধারা ।
গাছ গাছালির ফাঁকে পাখিদের ডাকে
দিন হোক মাতোয়ারা।

-


22 JUN 2024 AT 15:49

শুরু হতে সেদিন
ছোটো বড় এলোমেলো সাজানো কিম্বা খেলো
ইচ্ছেরা সব যোগ দিল তায় এসে
শুরু হতে হায়! বল কি উপায়
করে সবে চিৎকার একসাথে
আমি আমি বলে চাপড়ায় মাথা
কে দেবে ভাষন, কে রাখবে কথা
কে নিয়েছে আসন, সুবিধা কতটা।
হিসেব নিকেষের কত ঘনঘটা
বসে ছিল যারা চুপচাপ তারা
একে একে পালানো হেসে।
বাকি দিল যারা বাহানায় তারা
ঘোরা ফেরা খাওয়া দাওয়া শেষে
মেহেফিলে ভাই বাধাল লড়াই
বেড়ে জনরব হলো কলরব
মেহেফিল নাম নিল তান্ডবে।

-


Fetching Debarati Chanda Ray Quotes