অনি  
41 Followers · 60 Following

Joined 4 June 2017


Joined 4 June 2017
6 AUG 2021 AT 9:22

তোর হাত ধরেই ফিরছিলাম বাড়ি
জানিনা কে ছেড়ে ফেলেছে হাত
তুই এখন অন্যের জলপরী 💔

-


5 JUL 2021 AT 8:26

এই আঙ্গুল কখন ছেরে ফেলেছিস
বুঝতেও পারিনি আমি
তুই ও বেশ আছিস
আমিও একা চলতে শিখে গেছি...

-


2 JUL 2021 AT 10:50

সবসময় ভেঙে যাওয়ার মানে সব কিছু শেষ নয়
কখনো কখনো ভেঙে যাওয়া মানে নতুন জীবনের শুরু...

-


26 JUN 2021 AT 10:39

যে হতে চাই পর,তাকে দাও চলে যেতে
সময়ের আবদারে নিজেকে গুছিয়ে নিও নিজের মতো করে...

-


16 JUN 2021 AT 9:45

সপ্তম শ্রেণীর প্রেম
এখন যখন
সরকারি চাকরি
আর কাস্ট এর কাছে হার মানে
তখন প্রেম ভালোবাসা সব ছোটো পড়ে যায়
তারা নিজের কাছেই মুখ লুকোতে বাধ্য হয়...

-


15 JUN 2021 AT 17:07

লাল মাটির পথ বেয়ে
যখন আসন্ন বিকেল নামে,
তুই থেকে যাস স্মৃতিতে
সেই হলুদ নীলচে খামে...

-


13 JUN 2021 AT 17:21

প্রেম গণনা???
কতো যোগ কতো বিয়োগ
কতো গুন বাকি
ভালোবাসার জন্য তো
একজন ই কাফি
➕➖✖️➗

-


12 JUN 2021 AT 9:27

অভিজ্ঞতার জানালাতে
যখন তুমি নিজেকে বুঝতে শিখে যাবে
তখন মনের জ্বর মাপার জন্য
সব কাঁচের শিশিতে ভরা পারদ,
সব প্যোরাসেটামল সেখানে হার মানবে...

-


11 JUN 2021 AT 18:57

জমেছে বৃষ্টি
দেবনা মুছে যেতে তোর লক্ষ্মীর ছাপ
তাইতো আড়ালেই চাই তোর বৃষ্টি মাপা হাত

-


11 JUN 2021 AT 18:45

কি করবি কদম নিয়ে,
পাঁপড়ি তো ঝরে যাবে।
তোর ঠোঁটের কোনে হাসিটা দিস
রেখে দেবো যত্ন আদরে...

-


Fetching অনি Quotes