Md Akhlakuzzaman   (Akhlakuzzaman)
22 Followers · 7 Following

সবসময় লিখতে ভালবাসি
Joined 15 May 2019


সবসময় লিখতে ভালবাসি
Joined 15 May 2019
10 AUG 2022 AT 9:47

অভিমানি ঘুরি উড়তে চেয়েও হারিয়েছে সাহস।

-


22 MAR 2022 AT 23:44

সে আমার অভিমান ভাঙ্গায়নি বোঝেনি আমার মন,
বুঝে গেলাম আমার অভিমান তার ছেড়ে যাওয়ার কারন।

~ আখলাকুজ্জামান

-


22 MAR 2022 AT 19:27

তোমার উপস্থিতি যাকে খুশি করতে পারেনি সে তোমার অনুপস্থিতিতে কিভাবে কষ্ট পাবে!

~ আখলাকুজ্জামান

-


22 MAR 2022 AT 17:23

কেউ তোমার জীবনে যদি সামান্য একটু সুন্দর মুহুর্ত উপহার দেয় তোমার উচিৎ তার প্রতি কৃতজ্ঞ থাকা।

~ আখলাকুজ্জামান🖤

-


22 MAR 2022 AT 9:12

অনুভবে তোমার স্পর্শ আঁকি।

-


21 MAY 2019 AT 14:02

মনের কথাগুলো বড়ই নিগৃঢ়
নীরবে নিভৃতেই বারিষ হয়ে ক্ষয়ে যায়।

©আখলাক

-


6 JAN 2022 AT 16:58

অভিমানের ভয়ে যে গলা শুকিয়ে রয়
ভালোবাসার পরশ পেলে সেথায় সুখের স্রোত বয়ে যায়।

-


4 OCT 2021 AT 8:21

কল্পনাতেই ওরা সুখ আঁকুক।

-


2 OCT 2021 AT 10:21

তোমার খোপায় বকুল হাসে।

-


25 SEP 2021 AT 18:34

আহা ভ্রমে ভ্রান্তি যে ভুল মানুষের, তুমি তো নও ভুল।
আমি তো ভুল, ভুলের মাসুল কিভাবে হবে উসুল।

-


Fetching Md Akhlakuzzaman Quotes