ব্যর্থ চোখে জলের গ্লানি, বর্ষার স্রোত দুই গাল বেয়ে,
নাম রেখেছে "পদ্মলোচন", দিনযাপন আঁধারে চেয়ে।-
গানগুলো আমার মন ছুয়ে যায়,
কবিতা রয়েছে তাই পাতায় প... read more
সুপ্রভাতে আজ সূচনা ঘটেছে নতুন একটা বছরের,
তুই নিয়ে সময় ভরছে ভালোবাসা মিলেছে সকলের।
মিষ্টি তোর হাসি মুখে এলোমেলো চুলের খেলাঘর,
পায়েস মিষ্টিতে সূচনা থাকুক আনন্দে হোক কলরব।
নানান ব্যঞ্জনে সাজবে থালা পদ থাকবে রকমারি,
আদরবাসা মনে নিয়ে ভালোবাসাদের চলুক গাড়ী।-
বৈশাখের বৈশাখী সুরে নতুন করে জীবন যাপন,
বিশ্বকবির আগমনীতে এই সল্পখানি শ্রদ্ধা জ্ঞাপন।
আজ সারা দিনটি জুড়ে কাব্য, গীতি নানান রকম,
রজনীগন্ধা আর ধূপের গন্ধে শৈশবের স্মৃতিচারণ।
"জুতা আবিষ্কার"-এ রাজা হলাম, পূর্ন হল ইচ্ছেখানি,
করতালিতে ভারলো মন, আকর্ষনে ছিল দৃষ্টিখানি।
বর্তমানের সময়েতে সাবধানতাটা থাকুক সবার,
যোদ্ধাদের লড়াইতে রোগ মুক্ত হবে পৃথিবী আবার।
প্রেম ভাসছে এই মনে আমার, বইছে শীতল হাওয়া,
কবি নই, লেখকও নই, এই জগটাতে আসা যাওয়া।-
আবার কবে হবে দেখা? প্রেম বিলোবো বৃষ্টির সুরে,
ভালোবাসায় গাঁথবো মালা, একসাথে আপন করে।
ঠান্ডা হাওয়া লাগবে গায়ে, সরোবরের পাশে বসে,
আনন্দ ভরা মুখে এলোমেলো চুল পড়বে এসে।
ঘোরাফেরায় মাতবো আবার নতুনভাবে নতুনকরে,
শহরটা আবার সুস্থ হবে দুঃখগুলো সব যাবে সরে।
আবার সেই পথের ধারে, হাত ধরে হাঁটবো দুজন,
গল্প হবে, গান হবে, হবে বৃষ্টির সাথে পদ্য মিলন।-
Blocking the way of your own feelings to be expressed
Means might be you will deceive your mind..
So it's better to express what you are thinking ❤️-
নতুন বছরের নতুন এই দিন সেজে উঠুক আনন্দ নিয়ে,
ভরিয়ে দিক সারাটা দিন সবাই মিলে ভালোবাসা দিয়ে।
ওগো! তুমি যে আমার এই মন নামের ব্যস্ত রথের রথি,
লাগামটা টেনে ধরো গো ও সখি, আমার জীবন সাথি।
আজ এই বিশেষ দিনে এই উপহারখানি তোমার তরে,
আদরজোড়া কাজল ছোঁয়া পাঠাচ্ছি ভালোবাসায় ভরে।
জন্মদিনে অনেক শুভেচ্ছা ভরুক তোমার মনের মাঝে,
মুহুর্তগুলোকে সুন্দর করে গড়তে টেনে এনেছি কাছে।-
তোমায় অমন আগলে ধরে রেখেছি এই মনের ঘরে,
দিন গড়েছি আলোর সাথে ভালোবাসাকে আপন করে।
তুমি যে আমার ইচ্ছে নদী অপেক্ষার পূর্নিমা রাত,
জ্যোৎস্নার আলো মাখছি দুজন দেখছি ওই পূর্ণ চাঁদ।🙈-
নতুন বছরের নতুন এই দিন ভরে উঠুক খুব আনন্দে,
ইচ্ছেরা সব সাথে থাক রোজ পূর্ণ হোক তারা প্রতি পদে।
পুরোনো দিনের শিক্ষাগুলো নতুন দিনকে গড়ে তুলুক,
মনখারাপী সব কেটে যাক, স্বপ্নগুলো মনে সেজে উঠুক।
আজ এই দিনটা থেকে একটা নতুন দিনের সূচনা পাক,
পুরোনো সব মনখারাপেরা এই মুহূর্তেই নিপাত যাক।
জন্মদিনের এই শুভক্ষণে নতুন নতুন খাওয়াদাওয়া,
সুস্বাদু নানান পদের সাথে মনের ভেতর লাগবে হাওয়া।
নতুন বছরে আনন্দে কাটুক তোর আগামী সমস্ত দিন,
আজ তোর এই দাদা তোকে জানাচ্ছে শুভ জন্মদিন।-
সন্ধ্যেগুলো কাটছে এখন একা একা তোকে ছেড়ে,
দেখা করার ইচ্ছেগুলো দিনের পর দিন যাচ্ছে বেড়ে।
এই দূরত্বকেও মানতে হবে নিজেদেরই ভালোর তরে,
যাতে সকল প্রকার মহামারি প্রানভয়ে মানুষে ডরে।
কিছুদিনের দূরত্ব শুধু তার পরেতেই হবে মিলন,
আমাদের মনের দোলায় দুজনাতে ঘটবে ঝুলন।
রাত কাটবেনা একা একা এইরকম দূরে থেকে,
হামি দিয়ে কপাল মাঝে বাহুডোরে বাঁধবো তোকে।
গঙ্গার পাড়ে বসব দুজন হাতের ওপর রাখব হাত,
আমার ওপর তোকে নিয়ে আনন্দেতে কাটাবো রাত।-