স্কুল জীবন মনে,খেলাধুলা আর বইয়ের বোঝা করেছি সংগ্রহ
দুষ্টু মিষ্টি গল্প,নতুন নতুন বন্ধু আর পরের ক্লাসে ওঠার আগ্রহ।-
ক্লাসের মাঝে টিফিন চুরি, পিকনিকে হবে মশলা মুড়ি,
পড়া থেকে উঠেছে মন, কিশোর প্রেমে পাল্লা ভারী।-
~~স্কুলজীবন~~
মনে পড়ে আজও সেই জীবনটা,
ভুলব নাকো স্কুলের সেই গন্ডিটা ।
ছুটতাম নিয়ে ব্যগে একটি খাতা একটি বই,
এটাই ছিল আমার রুটিন, সবার মতো নই ।
করতাম না ক্লাস, ঘুরতাম সারাটা ক্যম্পাস,
হাতে নিয়ে গ্লাস, খেতাম সব ছাইপাস ।
বসতাম হাতে নিয়ে একসারী তাস,
এই ভাবে কেটে যেত আমাদের মাস ।
আমি সাগর, লিখছি এই কবিতা
সাথে নিয়ে হারানো সেই সময়ের ব্যথা ।
সেই যে ছেলেটি, নাম ছিল তার সুকু
থাকত চুপচাপ, কথা বলত না একটুকু ।
মনে পড়ে ওর কথাও, নাম ছিল তার চিরু
বেজায় সাহসী হলেও, মনটা ছিল ভীরু ।
ছিল আরও অনেকে, লিখছি না আর
কথা বল্লে তাদের সাথে,বদলে যায় মনের সার ।
বড়ো হবো বলে শৈশব কাটালাম
এখন বুঝি, কেন শৈশবকে হারালাম ॥-
সাক্ষী কেবল তুমি,
এক ঘন্টা পায়ে হেঁটে স্কুল মাওয়া
জামা জুতো ছাতা কমদামী।
বন্ধুরা বসতে দেয় না প্রথম সারিতে
অথচ ভুল হয় না ক্লাসে হাত তুলতে।
একে একে সবাই গেল দাঁড়িয়ে
ভালো ভালো রেজাল্ট পচছে ফাইলে।
-
হারিয়ে যাওয়া সেই দিন আজও মনে পরে,
দশ বছরের খুঁটিনাটি বাস করছে ঠিকই মনের ঘরে...
আড্ডা, মজা, খুনসুটি ভীষণ রকম ছিল।
সব টিফিনেই ভাগ বসাতাম, সে সব কেউ কেন কেড়ে নিল!
একই রকম আবরণ জড়ানোয় কি যে আনন্দ পেতাম,
সেই আনন্দ পাইনা এখন, পোশাক দামি হোক বা বোতাম...
পড়াশোনার সময় ছিল না, কিন্তু নাম্বারের রেষারেষিতে ছিল ধুম।
সব জায়গায় বকা খেয়ে উড়ে যেত সাধের ঘুম...
শিক্ষকরা পরিচিত হত আমাদের দেওয়া আবোলতাবোল নামে,
গেটের বাইরের টিফিন বিক্রেতা কাকুগুলো জানি না এখন থাকে কোন গ্রামে।
শেষদিনটা খুব কাঁদিয়ে বিদায়ের অভ্যর্থনা জানিয়ে বিদায় দিল আমায়...
ফিরবে না আর সেই স্বর্নালীদিন তাই আর কেউ নেই যে আমারে থামায়!-
স্মৃতির ভারে ঝুঁকবো আবার; সবাই মোরা বাস্তবিক,
দিনের শেষে আমরা সবাই ভীষণভাবে আশ্রমিক।
না, শুধু আশ্রমিক নয়! বিবেকানন্দ বিদ্যালয়ের আশ্রমিক!
প্রত্যেক ASHRAMIAN'কে উৎসর্গকৃত..।।
(লেখাটি ক্যাপশনে)
-
সত্যি অবাক লাগে কিভাবে এত বদলে গেলো জীবন!
সত্যি আবেগগুলো এভাবে বদলে যাবে ভাবতেও পারিনি।-
“কত সময় বয়ে গেছে..
মিনিট সেকেন্ড ঘন্টা।
যদি একবার পেতাম ফিরে
স্কুল কলেজের দিনটা!!”-
নতুন নতুন স্বপ্নে আবেগে ইসস্কুল মাখামাখি,
শত শত ডানাকাটা প্রাণপাখির খঞ্জন আঁখি।-
স্কুল লাইফ মানেই
বৃষ্টিতে ভিজে বাড়ি
ফেরার আনন্দ...
✍️শুভঙ্কর হাজরা-