Suvendu Das(সোনা)  
1.6k Followers · 145 Following

read more
Joined 26 February 2020


read more
Joined 26 February 2020
16 JUN 2022 AT 20:41

নববর্ষা

ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এলাম তড়িঘড়ি,
নব বর্ষার শুভেচ্ছা বলতেই হেসে গড়াগড়ি,
বন্ধু আমার শুনেছে নব বর্ষের শুভচ্ছা,
ঠিক ধরাতেই,বললো বুঝেছি আচ্ছা আচ্ছা।
নববর্ষ শুনেছি আগে শুনিনি তো নববর্ষা,
যেই শুনবে এমন কথা লাগতে পারে খটকা।
হাসির ঠেলায় পেয়ালা খানা গেল পড়ে ভেঙে,
ভালো হবে কি করে শুনি গেল যে চা পড়ে।
বর্ষার দিনে চা ছাড়া কি মন বসে কোন কাজে,
এসেই তুমি দিলে ফেলে চায়ের পেয়ালা সাঁঝে।
ঝড় এলো পোল পোড়লো গেল কারেন্ট চলে,
দু-চারটে গান শুনিয়েও তার মন নাহি গলে।
কেন বলেনা শুভ নববর্ষা বাড়ি ফিরে ভাবি,
ভাবতে ভাবতে শুনতে পেলাম বিরহীদের দাবি।

-


31 DEC 2021 AT 8:56

শেষের দিনে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়
ফিরে এসো প্রিয় বলবো বহু অজানা কথায়।

-


26 SEP 2021 AT 7:29

বিদ্যাসাগর তুমি অপর্যাপ্ত
সোনা দাস

গোরা ব্রাহ্মণদের রক্ষণশীলতা অন্ধ কুসংস্কার আর
অশিক্ষা কুশিক্ষার অন্ধকারে ভারতমাতা যখন আচ্ছন্না,
তখনই জন্ম দিলেন তোমায় মেদিনীপুরের বীরসিংহ গ্রামে
রত্নগর্ভা মা ভগবতী দেবী জ্ঞানের মশাল হাতে দিয়ে।
তোমার সমগ্র সত্তা গড়েছিলেন তিনি অকৃত্রিম দয়ামায়া করুনার মিশ্রণে,
তাঁর আশীষে দেহ বলের চেয়ে মনবলের প্রভাবে ভেঙে খানখান করেছিলে তুমি-
তথাকথিত অসামাজিক অন্তরায় রূপ জগদ্দল পাথর গুলো।
আপন মেধাবৃত্তি গুনে বাংলা ব্যাকরণ,অলংকার শাস্ত্র,জ্যোতিষশাস্ত্র,বেদান্ত সহ
কত না বিষয়ে অর্জন করেছিলে তুমি অসাধারণ পাণ্ডিত্য।
বিরোধী শক্তির গোয়ার্তুমি আর চোখ রাঙ্গানি-
স্তব্ধ করতে পারেনি তোমার অকুত ভয়,সৃজনশীল পথ চলা,
প্রাচ্য-পাশ্চাত্যের মেলবন্ধনে তুমি-
গড়েছ নিজ অর্থ ব‍্যায়ে পশ্চাদগামী দেশের গ্রামেগঞ্জে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান,
নিরলস প্রয়াসে পর্দার আড়াল থেকে নারীদের এনেছো তুমি পাঠভবনে,
সতীদাহ,বাল্যবিবাহ,বহুবিবাহের মত অগনিত কুপ্রথার মাথায় পদাঘাত হেনে-
অসহায় মেয়েদের দিয়েছো মুক্ত বিহঙ্গের আস্বাদ।
কঠোর বিধান ভেঙে বালিকা বিধবাদের দিয়েছো নতুন জীবন।
তোমার করুনার স্পর্শে কত হতাশাগ্রস্থ প্রতিভা ফিরেছে জীবনের মূল স্রোতে-
এ দেশ মাতৃকার সুযোগ্য সন্তান তুমি জাতির কল্যাণে তোমার অপরিমেয় অবদান
আমার লেখনীর ভাগে হবে না সমাপ্ত,তুমি যে সত্যিই অপর্যাপ্ত।

-


8 SEP 2021 AT 19:05

আমি তোমারই রূপে মজিয়া সাজাই প্রেমেরই পসরা..

-


8 SEP 2021 AT 10:11

সময় নদীর স্রোতের মত বয়
আর আমার খেয়া উল্টো দিকে যায়।

-


8 SEP 2021 AT 10:08

বৃষ্টির পরে শীতল বাতাস হোক।
শরতের নীল আকাশের রোদ্র হোক।

-


4 SEP 2021 AT 19:37

প্রাপ্তি❤️

-


30 AUG 2021 AT 9:14

ছোট্ট গোপাল এলো রে আজ
দেখ রে তোরা মোহনের সাজ
দেশে ভালোবাসায় করবে রাজ
দুরন্ত গোপালকে আটকে রাখ।

-


27 AUG 2021 AT 11:21

রঙিন রোশনাই হামাগুড়ি দেবে

-


21 AUG 2021 AT 17:24

না পারছি নদীর স্রোতে পা ভেজাতে,
না পারছি নদীর বুকে তপ্ত বলিতে হাটতে,
মনে হচ্ছে চোরা বলিতে একটু একটু করে তলিয়ে যাচ্ছি।

-


Fetching Suvendu Das(সোনা) Quotes