কথা মানবী   (সোহাগ পরাগ💌)
538 Followers · 123 Following

read more
Joined 20 April 2020


read more
Joined 20 April 2020

আমি ও শুকতারা ✨

-



সে চলে যাচ্ছে......
বহুদূর চলে গেছে,

তার আস্ত্বিত মিলিয়ে যাচ্ছে প্রায়,
কোনো এক পিচ গলা ঢালাই রাস্তার মাঝে
কিংবা পাহরি এবড়ো খেবড়ো পথের বাঁকে,
নহয় অপেক্ষারত স্টেশনের ধূলো জমা প্ল্যাটফর্মের ভাঁজে।

তার অস্ত্বিত মিলিয়ে যাচ্ছে প্রায়,
একলা দাঁড়িয়ে থাকা স্ট্রিট লাইটের টিমটিমে ছায়ায়-
পাড় ভাঙা নদীর সুর তোলা নৌকা বিহারের মায়ায়।
আর নাহয় তাকে ভুলতে চাওয়ার অবাধ্যতায় ,
নাকি তাকে এইভাবেই কাছে পাওয়ার বাহানায় !

সে চলে যাচ্ছে...
চলে যাচ্ছে আকাশগঙ্গা ধরে,
আমাকে তার চলে যাওয়ার সাক্ষী করে ,
সে চলে যাচ্ছে।

-



হঠাৎ হঠাৎ মনখারাপি ভাবনা আসে,মন পুড়ে ছারখার।
এই আগুনের দেখা মেলে না খুব সহজে,
খুঁজতে বসে দেখি বেরিয়ে আসে ক্ষত বিক্ষত ভাবনার
পাহাড় ।

অবাধ্য পাইরেটেড সব ইচ্ছেরা উড়তে চেয়ে আকাশ খোঁজে,
কথায় পাবো সেই আকাশ আমি!
নিজেকে হারিয়েছি কোনো সেই গোধূলী বেলায়, সূর্যি যেখানে মাঠের প্রান্তে মেশে।

সকাল গড়িয়ে দুপুর নামে, নামে সন্ধ্যা, রাতি।
মনখারাপি আজ চেপেই বসে।
সঙ্গী তার শুনশান মেঠো পথ, চাঁদ আর চৌকিদারি কুকুর আর ঐ যে দেখা যায় পাঁচ মাথার মোড়ের কোন দাঁড়িয়ে থাকা নিয়ন বাতি।

-


16 DEC 2024 AT 21:11

আমার একলা ঘর পূর্ণতা পাক আমার বিনিদ্র রাত্রি আর একলা থাকার,
পারদ স্কেলে এর মাত্রা বেজায় চড়ে,সীমাহীন একাকার।

জলের কলগুলো বুকফুলিয়ে গুনগুনিয়ে করে প্রহসন,
আর আমি একলা মানুষ চালাচ্ছি আমার রোজের অনশন।

জানালার পর্দা, সিলিং ফ্যান, টিউব লাইট, আলমারি, বইয়ের তাক, আর রান্নাঘর -
আমায় দেখে বেজায় হাসে মুচুকি মুচকি তারাও বুঝিয়ে দেয় আমি তাদের দূর সম্পর্কের আত্মীয় তাদের পর।

আমার গল্পগুলো রোজ তীব্রভাবে বেঁচে ওঠে সন্ধ্যের চিলেকোঠায়,
তুমিও জানো আমিও জানি গল্পগুলো সত্যি হলেও ভেবে দেখা খানিক বৃথায়।

-


19 JUL 2024 AT 23:20

জ্বরের ঘোরে প্রেম বিরহে ধুঁকছি,
নাহয় হোতে পারতে তুমি আমার প্যারাসিটামল।
যখন মনে মনে ভীষন প্রেম বিরোধী আন্দোলনে করছি,
নাহয় তখন বিদ্রোহের ব্যারিকেড ভেঙে একটা লাল গোলাপ আর একটা দুটো চুমু খাওয়ায় যেতো।
খুব অভিমানে যখন মন জড়োসড়ো, চোখ পড়েছে কালো পট্টি,
ক্ষতি কি হতো একটু নাহয় আগুন নিভিয়ে করতে আমায় শান্ত শীতল।
ক্ষতি তো কিছুই হতো না!
অহংকারের বিজয় মিছিল আর উদযাপন হতো না যে প্রিয়।

-


16 JUL 2024 AT 2:05

অভিমান হলেও নাকী থেকে যেতে হয়!
তুমিও থেকে গেছো বুঝি?
আমার স্মৃতিদের সংসারে ,
যেখানে মরে গিয়েও ফিরে আসা যায়
ঘরে ফেরা পাখিদের বাহারে।

-


16 JUL 2024 AT 1:40

বিষ চারিদিক বিষে গেছে ছেয়ে,
কালো মেঘ ঘনিয়েছে -
সেকি ভয়ংকর দুরন্ত।
ক্ষয় হচ্ছে শিলালিপির স্মৃতিতে,
সেকি প্রেম নাকি মেকি হিন্দোল
উঁহু!শুধুই বিশ্বাস ভাঙার ষড়যন্ত্র।
অবশেষে থমকে উঠুক নিঃশ্বাস,
শেষ চিঠি এখনো লেখা আছে বাকি-
বেঁচে শুধু লাল চোখ আর দীর্ঘ শ্বাস।

-


25 JUN 2024 AT 16:46

তোমাকে ভালো না বেসে থাকার
অভ্যেসটা বড় কঠিন এবং বিশ্রী।

-


16 JUN 2024 AT 21:31

আমি চুপিচুপি পায়ে বাগানবিলাসের সুখ চুরি করি, আর চুরি করি তার জাঁকজমক পূর্ণ বিলাসিতায় মোড়া খোশমেজাজ। তা দিয়ে বুনি আমি মেঘের গায়ে আল্লাদে জুড়ে থাকা রামধনু।

-


16 JUN 2024 AT 12:53

নিজস্ব কথপোকথন....

-


Fetching কথা মানবী Quotes