বিনিদ্র জীর্ন বোবা পোষ্টার
চেনা মুখ খোঁজে
ব্যস্ত শহরে।-
তোমার গন্ধ মাখা আদুরে বর্ষাতি
খোঁজে, শ্রাবণ মাখা সেই শহর;
দুজনে শ্রাবণের আলতো বর্ষা মেখে,
ভাসাবো প্রেমশহরে প্রণয়ী নৌবহর।-
চঞ্চলা মেঘবালিকা
ভালোবাসার কাব্যিক ছন্দ রচে
আকাশের অলিগলি, বৃষ্টির কল্পে মেতে
রূপকথার দেশে ভ্রমণ।-
ধুলোমাখা খামের ঘন ঘন দীর্ঘশ্বাসে
ভালোবাসার পেসমেকারে, বিরহ তুঙ্গে;
নির্বাক স্মারকগুলি নীরবে অশ্রু ঝরায়
প্রেমের অদৃশ্য চিড় ধরেছে স্মারকের সর্বাঙ্গে।-
অভিসারে প্লাবন কানায় কানায়
মন জমিনে উপচে পড়া বিষাদী ঢেউ ;
অন্তঃপুরে জমা,প্রণয়ী পান্ডুলিপি ছটফটায়,
আজ যে তোমার মনের বসন্তে, রেঙেছে অন্য কেউ।-
ছিঁটেফোঁটা রোদের আভায়
সূর্যমুখী সম্ভাষণ বাড়ায় প্রকৃতির অঙ্গনে;
জোয়ার ভাটার আলিঙ্গনে, সাগর উচ্ছ্বসিত
নীরবে মুক্তো ঝিনুক, মাখামাখি প্রলাপের অযত্নে।-
আকাশের বুকের জমা কষ্ট
রূপ নিয়েছে কালো মেঘে;
দিনরাতের অতন্দ্র প্রহরী
ছুটে চলেছে উদভ্রান্ত বেগে।
মন দরিয়ার আবেগী ভেলা
ভাসে,সিক্ত চোখের নোনাজলে;
বিরহের আলেয়ায় পথ হারিয়ে
ভেলা মন দরিয়ার প্রতিকূলে।-