মা সবার উর্ধে কি নিন্মে আমি জানি না, কারণ আমি তা কখনো তুলনা করে দেখিনি। মা আমার সব থেকে কাছের এবং প্রিয় শুধু এটুকুই জানি। '' মা '' এই মায়া বন্ধনটাই যে যথেষ্ট বেঁচে থাকার জন্য কারন এটা শুধু একটা আক্ষরিক অর্থই নয়, মা মানে জীবন।
-
নিকোটিন বদ্ধ আজ অভিমানের ধোঁয়ায়
প্রিয় মিশেছো তুমি পরিযায়ীর মায়ায়,
ইচ্ছে হলে এসো ফিরে, তোমার অনুকূলে
নির্বোধ যে মানিয়ে নেবে সবকিছু ভুলে।।-
বদ্ধ ঘরে ব্যস্ত এক অপরূপ মায়া,
গভীর নিদ্রায় আচ্ছন্ন আজ তার ছায়া।
বেরিয়েছে ভ্রমনে, নেই আর কোনো বাধা
পাবে কী তার, জীবনের অনির্ণীত ধাদা।
বিস্মৃত অতীতে নেই আর কেহ টান,
করেছে আয়ু তার মনিব কে দান।
-
কেমন আছো আজও, লিপ্ত হয়ে অন্যের প্রেমে
আমি না হয়, আটকে থাকি শুধু স্মৃতির ফ্রেমে!! ❤️-
ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনমাত্মনঃ
কামঃ ক্রোধস্ততা লোভস্তস্মাদেতৎত্রয়ং ত্যজেৎ।।
(গীতা ১৬/২১)-
ছিলো বেঁচে কথাগুলো, সেদিনও তোমায় ঘিরে
মাখবে রং কবিতারা, আসবে যেদিন তুমি ফিরে।-
নতুন বর্ষ আরম্ভ ব্যর্থতার হাত ধরে,
আঘাত হানতে ব্যস্ত আমার নিয়তি, বারেবারে।
উড়িয়ে দিয়ে স্বপ্ন , চায় এক ' নাম '
সুখের যাত্রা পালায় জীবন হয়েছে ম্লান।-
উন্মাদ করা ওই কাজল আঁখি,
দিও না মোরে কোনো ফাঁকি।
নিঃশব্দে ভাসি সেই লোহিত ওষ্ঠে,
চাই সম্মতি তার জীবনপৃষ্ঠে।।-
কতো লক্ষ জনম ঘুরে ঘুরে
আমরা পেয়েছি ভাই মানব জনম
এ জনম চলে গেলে
আর পাব না না না না
আর মিলবে নাহ।।
তাই হৃদ মাঝারে রাখিবো
ছেড়ে দেবো নাহ।।-