আঁধারের মাঝে খুঁজে পাওয়া,
কিংবা না ধরেই হারিয়ে ফেলা।
সাথে রাখার চেষ্টায় দূরে যাওয়া,
অথবা পাশে না পেয়েই এগিয়ে চলা।
বহুদূর হতে নয়ন তৃষ্ণায় বাঁধা,
এভাবেই হয়তো তাকে সাজিয়ে তোলা।-
{{"বাংলা অক্ষরোগ্রাফি"--খুব প্রিয় একটি বিষয় আমার জীবনে।
Typography ... read more
সফলতা আজ নেই কাছে,
তাই বুঝি সকলে হাসে,
অতিক্রান্ত তারা অন্য পথে,
ফেলে রেখে এই হাত মাঝপথে ।-
ইচ্ছেগুলো ইচ্ছে হয়েই রয়ে গেলো,
অন্যের ইচ্ছে পূরণের আশায়,
পথ শূন্য হয়েই থেকে গেলো,
তোমার ভালোবাসায়।-
জীবনের প্রথম ভালোবাসা হয়ে
জীবনের প্রথম কাছে আসা হয়ে,
জীবনের প্রথম চাওয়াপাওয়া হয়ে,
জীবনের সব ইচ্ছে পূরণের মাধ্যম হয়ে,
জীবনের শেষ ভালোবাসাটা হয়ে।-
সেপ্টেম্বর
কত ভাঙা গড়ার ভিড়ে
কত না নতুন সম্পর্ক জুড়ে,
যা জুড়ে তা ভাসে নদীর তীরে,
পুরোনো ঘাটে বার বার ফিরে,
শুধুই তার ছোঁয়া খুঁজে নতুন ভিড়ে।
-
হাজারো দুঃখ মাঝে মুচকি হেসে।
দাবানলের আঁচে বিন্দু সুখ কাঁদে,
বারে বারে নিরাশা বুনে খেয়াল স্রোতে।-
স্মৃতি গুলো থমকে গেছে শিশির সিক্ত আঙ্গিনায়,
ভোরের আলোয় ব্যাকুল মন বিকশিত সন্ধানী ভালোবাসায়।-
সময়ের অমসৃণ স্রোতে,
ইচ্ছে দূরে দূরে করে বসবাস,
বাধ্য নগরীর অবাধ্য ভুলে।-
ধীরে ধীরে গুঁড়িয়ে যাচ্ছে মন,
বাঁধ ভাঙছে নয়ন নদীর সারাক্ষণ,
অন্যের ঝুলি পূরণ হচ্ছে রোজ,
আমার ত্যাগের স্বপ্ন ভাণ্ডারে,
বসে বসে দেখছি তা আজ,
নম্র হাসির উজ্জ্বল আড়ম্বরে।-