Shuvankar Hazra   (✍️ শুভঙ্কর হাজরা)
225 Followers · 232 Following

স্বপ্ন দেখতে দেখতে আজ আমি ক্লান্ত,
তবুও স্বপ্ন খুঁজে বেরোয় অচেনার ভিড়ে,
Joined 30 June 2018


স্বপ্ন দেখতে দেখতে আজ আমি ক্লান্ত,
তবুও স্বপ্ন খুঁজে বেরোয় অচেনার ভিড়ে,
Joined 30 June 2018
3 FEB 2022 AT 9:04

হারিয়ে যাবো স্বপ্নের দেশে।
স্বপ্নের ফুলপরির সঙ্গে,
স্বপ্নের সময় কেটে যাবে,
অজানা স্বপ্ন সুরে ..— % &

-


9 MAY 2020 AT 13:56

অনেক গল্প লুকিয়ে আছে,
✍️শুভঙ্কর হাজরা
অনেক গল্প লুকিয়ে আছে,
হাজার তারার শত স্বপ্নের মাঝে।।
যে স্বপ্ন গুলো লুকিয়ে থাকে,
অজানা গল্পের অহেতুক ভিড়ে ।।
আবার কখনো কখনো ডানা মেলে ,
উড়ে যায় নাম না জানা গল্পের দেশে।।
কিছু গল্প গুলো পিছু ফিরে ডাক পাঠায়,
নিঝুম রাতে কিংবা দিবাস্বপ্নের মাঝে।।
নামহীন অজানা গল্পের অহেতুক ভিড়ে,
অনেক গল্প লুকিয়ে আছে আজও।।

-


22 MAR 2021 AT 10:34

কিছুই তো চাইনি তোমার কাছে,
চেয়েছিলাম শুধু তোমার কাছে
এক বুক তারার মতো অগোছালো স্বপ্ন
আর এক আকাশ ভালোবাসা।।

-


18 MAR 2021 AT 8:44

আমার এই কলঙ্কহীন শূন্য জীবনে,
এক টুকরো সুখের আলো জ্বালাতে।

-


8 JAN 2021 AT 20:44

আমি তোমায় খুজতে চেয়েছিলাম 🧐
চোখের আড়ালে নয় 🙈
আমি তোমায় ভালোবাসতে চেয়েছিলাম🥰
মনের আড়ালে নয় 🤗
আমি তোমায় সবসময় কাছে পেতে চাই 🤭
তবে হারাতে নয় 🥳
✍️ শুভঙ্কর হজরা

-


12 DEC 2020 AT 8:34

হারিয়েছি আমি, ভালোবাসার ঘোরে.

-


30 NOV 2020 AT 8:52

আসবেই,
হাজার স্ট্রিট লাইটের আলোয়
যেভাবে ঘনিয়ে আসে অন্ধকার ।
অদ্ভুত ধোঁয়াশায় ঢেকে যায় একাকী মন
তবুও হেঁটে চলি নির্বিকার একাকী পথ ধরে।
শুধু তোমার খোঁজে শত বাধা, বিপত্তি পেরিয়ে।

-


1 AUG 2020 AT 19:56

হাতে হাত রেখে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত
কাটাতে চাই, শুধু তোর সাথেই...
✍️শুভঙ্কর হাজরা

-


27 JUL 2020 AT 11:57

এ-জীবনী কিছু হাসি কুড়িয়ে নিতে চেয়েছিলাম,
তোমার মায়াবী চোখের মাঝে হারিয়ে যাওয়া
অতল সমুদ্রে নোনা বালির মত এক টুকরো হাসি।

-


19 JUL 2020 AT 19:25

জ্বলজ্বলে তারাই লিখব বলে গান,
আমার তন্দ্রাচ্ছন্ন আঁখি দুটো ঘুমাতে পারেনি,
বহু শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষা করেছে!!
মাকড়শার মতন শব্দের জাল বুনে গেছে দিন দিন
শুধুমাত্র জ্বলজ্বলে তারাই লিখব বলে গান!!
লুকানো নেশার মতন লিখতে না পারার কষ্ট, বেদনা,
বুকে চেপে রেখে, নিবিড় অন্ধকারে একলা পথ চলেছি।।
পাইনি খুঁজে, তবুও অপেক্ষায় করেছি মনের ফাঁকফোকর দিয়ে
কখন খুঁজে পাবো জ্বলজ্বলে তারাই গান লেখার মত শব্দ।।
সেই শব্দের অন্বেষণে উদ্দেশ্যহীনভাবে বিষন্ন রাতে
পুরনো খাতার ভাঁজে শব্দগুলোকে খুঁজে ফেরার চেষ্টা করেছি।।।
শুধুমাত্র জ্বলজ্বলে তারাই লিখব বলেই গান!!

-


Fetching Shuvankar Hazra Quotes