আমরা সিগারেট, তোমাদের জন্য ক্ষতিকর।
তবু আমাদের মারো, কমেনা তোমাদের অহংকার..
আমাদের দেখলেই মেরে দাও টেনে
আমাদের সাথে তোমরাও মরছো জেনে!
তোমাদের কী একটুও মায়া হয়না..
সহ্যের সাথে তাল-মিলিয়ে তবু ভয় পাওনা..
আমরা সিগারেট খুব কাতুকুতু লাগে-
যখন আমাদের ধরো টানো ছাড়ো..
তখন আমাদেরও মনে, খুব সাধ জাগে।
তোমাদের দেহে আটকে যায়, খোঁজ রাখো ?
আমাদের এত ভালোবাসো নিজেকেও বাসোনা।
আমারাও কষ্ট পাই, কৈ খোঁজ তো নিতে আসোনা ?
আমরা সিগারেট আমাদের মারলে তোমাদেরও মারবো...
আগুনে পুড়িয়ে মারলে, তোমাদেরও বস্ত্রে বসে পুড়িয়ে ছাড়বো...
ক্যান্সার আমাদেরও হয়, বাকিঅংশে ফেলে দিলে!
ক্যান্সার তোমাদেরও হবে, আমার বংশ শেষ করলে..
জানো তোমাদের কষ্ট হলে আমরাও পায় কষ্ট...
আমাদের থেকে দূরে থাকো জীবন করোনা নষ্ট।
আমরা সিগারেট, একসঙ্গে থাকতে ভালোবাসি..
আলাদা করোযে, আমাদের ঋণের পাশাপাশি..
আমায় খেলে তোমায় খাবো মাথাও চিবিয়ে নিবো
ছেলেপুলে খেয়ে নিবো, সাথে অভাব বাড়িয়ে দিবো..
আমাদের যেমন দিবে, তোমাদেরও তেমন দিবো..
আমাদের যদি সাথ না ছাড়ো, আমারও ছাড়বোনাগো...
আমাদের দাম কমহলেও তোমাদের দাম বেশি..
রাস্তাঘাটে তাকায় আমরা তোমাদের হেসি হেসি।
আমাদের অল্প খেয়ে মনের কথা গুলো বোলো,
আমাদের দূরে ঠেলে, একটু সাবধানে চলো...
রাগ নয়, নয় কোনো অহংকার,
আমাদের ছেড়ে আগাও তোমাদের সংস্কার...-
সিগারেট
-----------
✍ অভিলাষ গাঙ্গুলী
জলন্ত একটা সিগারেট, আছে ঠোঁটের কোণে,
সুখের একটা টান, শান্তি আনে মনে।
ধোঁয়ার হয়ে উড়ে যায়, চিন্তারা সব আকাশে,
চোখ হয় লাল, কিন্তু সস্তির নিঃশ্বাস ফেলি বাতাসে।
সিগারেটে, মন যেন, একটু চনমনে হয়ে উঠে,
মনে হয় রক্তরা, চিৎকার করে হৃৎপিণ্ডের দিকে যায় ছুটে।
সুখ আসে প্রতিটা টানে, ভুলে যাই বেঁচে থাকার সমস্যাগুলোকে,
আর আমায় দূরে রাখে, পুরোনো সব স্মৃতির ময়লাধুলো থেকে।
ধূমপান শেষে, সিগারেট শেষ অংশটা পায়ে মাড়িয়ে,
এক সুখময় সস্তির সময় নি কাটিয়ে।
জানি ক্ষতি হয়, তুবও পান করি চাপ ভুলাতে,
ভাবি ছেড়ে দেবো, কিন্তু এটাই সাহায্য করে শান্তি ফেরাতে।।-
ধূমপানের সঙ্গে চায়ের সম্পর্ক শিখিও না
আমি অভ্যাসের দাস !
রাগ - বিরাগের খেলার অভিনয় ছেড়ে
"ফিরে যেও" আপন ঘরে।
সিগারেটের সুখ টানেই চলছে যে জীবন
চায়ের কাপের সাথে ব্যথিত কথোপকথন।-
কারো কারো জীবনে সিগারেটের মত প্রেম আসে...
সুখটান দিয়ে হয় শুরু আর ছাই দিয়ে হয় শেষ!!-
ধূর্ত আগুন!
বশে হৃদয়,
অজান্তেই প্রেমের ফাঁদে,
অকারণের অবহেলা
সিগারেটটা গুমরে কাঁদে।।
-
সিগারেটের প্যাকেট আর লাইটারটা টেবিলে রেখে মৃত্যুঞ্জয় বললো,
"সময় না.....সময়ে-অসময়ে আসা পুরনো স্মৃতিগুলো
মনের ক্ষতকে গভীর করে তোলে।"
-
হৃদয় পুড়ে ছাড়খার
দায়ী সিগারেটের ধোঁয়া,
তোমায় নিয়ে হাজার আশা
স্বপ্ন আকাশছোঁয়া।-