ফিজিক্সের অতো থিওরি বুঝি না,
আমার কাছে রামধনু মানে শুধুই জলকণা আর সূর্যের আলোর
এক অনবদ্য প্রেমের গল্প।
-
সায়ন মারা যাওয়ার তিন বছর পরেও প্রমীলা দেবী রোজ সায়নের গোছানো বইগুলো আবার গোছাতে গোছাতে তাকে বকার ভঙ্গিতে বলেন, "এতো বড় ছেলে তবুও রোজ তার বই কিনা
তার মাকে গুছিয়ে রাখতে হয়...!"
-
ঘড়ির কাটার তালে রোজ, শুধু এদিক-ওদিক ছুটি
নাম উঠেছে এবার বাতিলের দলে, আজ থেকে তাই ছুটি-
"তুমি আর আমি আসলে ওই দুটো তারার মতো জানো প্রিয়,
ভালোবেসে কাছে আসতে চাইলেও কয়েক আলোকবর্ষ দূরেই থেকে যাই..."-
আবারও যদি দাঁড়াই তোর দরজায়
যদি ভুলে যাই তোর লেখা গান
কাছে ডাকবি নাকি ফিরিয়ে দিবি
নাকি পুষে রাখবি পুরোনো অভিমান
-
স্মৃতিরা দু’প্রকারের; এক তাকে নিয়ে, আর এক তাকে ছাড়া
প্রথমটা কাঁটাযুক্ত গোলাপের মতো, পরেরটা সরলতায় ভরা-
সিগারেটের প্যাকেট আর লাইটারটা টেবিলে রেখে মৃত্যুঞ্জয় বললো,
"সময় না.....সময়ে-অসময়ে আসা পুরনো স্মৃতিগুলো
মনের ক্ষতকে গভীর করে তোলে।"
-
ফাল্গুনী বিকেলে দুটো পলাশ তুলে রেখেছিলাম তোমার নামে
তুমি খামখেয়ালী মনে বলে বসলে তোমার গোলাপ চাই
তাই সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে গোলাপ কিনে আনি
তুমি ততোক্ষণে নতুনের খোঁজে চলে গেছো বহুদূর
তারপরেও কত বছর পেরিয়ে গেল, এ হৃদয়ে আর পলাশ ফোটেনি
সেই যে বসন্ত বিদায় নিল, আর ফেরেনি
-
সমাজের আজ ভীষণ অসুখ, পরাজিত কৃষ্ণকলির দাগ
প্রেমের বাজারে রূপের নিলাম, লুপ্তপ্রায় অনুরাগ-
খেয়ালী কাহনে তোমায় বাঁধতে বসলেই বৃষ্টি নামতে চায়
গাঢ় হতে থাকে আকাশ, ঘনীভূত হয়ে যায় স্মৃতির কণা
খামখেয়ালীতে মন তখন হারাতে চায় আরও গভীরে
যেখানে একবার খেয়া ভাসালে ফিরে আসা মানা
-