অভিলাষ গাঙ্গুলী(শুভ)   (অভিলাষ গাঙ্গুলী)
127 Followers · 2 Following

read more
Joined 1 May 2020


read more
Joined 1 May 2020

বাস্তবের প্রেক্ষাপট থেকে যেটা বুঝেছি, "মেয়েরা ভালোবাসার কথা বলে কিন্তু টাকাকে চয়ন করে, আর ছেলেরা টাকার কথা বলে কিন্তু ভালোবাসাকে চয়ন করে।"

-



তোমায় নিয়ে জীবনের উপন্যাস লিখবো ভেবেছিলাম কিন্তু তুমি একটা ছোট্টো গল্প হয়ে রয়ে গেলে।

-



জীবনের বাগানে হঠাৎ করে ভালোবাসার গাছ লাগাই।
রোজ তাতে সময়ের জল দিয়ে গাছটাকে বড় হতে দেখি।
মাঝে মাঝে আলাপের সার দিয়ে যত্ন করা হয়।
গাছটি যতো বড়ো হতে থাকে তাতে সন্দেহ, অবিশ্বাস, insecurity-এর পোকা লাগতে থাকে।
ধীরে ধীরে গাছটি দূর্বল হতে থাকে, মূর্ছিত হতে থাকে।
তারপর হঠাৎ করে গাছের মালিক তার জন্য অন্য বাগানের খোঁজ নেয়।
গাছটিও ব্লক নামক অদৃশ্য পর্দা দিয়ে অন্যের বাগানে চলে যায়।
অপরদিকে এতোদিন যে, গাছটিকে আঁকড়ে ধরে বেঁচে ছিল, সে এখন ক্ষনেক্ষনে জীবন ছেড়ে দেওয়ার কথা ভাবে।।

-



কলঙ্কিনী
----------
✍️ অভিলাষ গাঙ্গুলী

-



ভয় শুধু একটাই
-----------------
✍️ অভিলাষ গাঙ্গুলী

অন্যের স্বপ্নকে নিজের করার ইচ্ছে আমার
হয়তো ধরাও দিয়েছে আমার আলিঙ্গনে
কিন্তু ভয় শুধু একটাই, সেই অন্যের ফিরে আসার।

কল্পনায় বেঁধেছি ঘর, সেঁধেছি স্বপ্ন কতশত
ঘুরেছি, বিদেশ বিভূঁই, দেখেছি সমুদ্র, পাহাড়ের চূড়া
কিন্তু ভয় শুধু একটাই, তা যদি বাস্তবায়িত না হয়।।

দিচ্ছি সময়, রাখছি কথা, শুনছি তার সব ইচ্ছে
চিনছি আবার নতুন করে দুনিয়াটাকে তার চোখ দিয়ে
কিন্তু ভয় শুধু একটাই, এসব, বৃথা যাবে না তো।

আমার সুখ যতো তারে দিলাম, তার কষ্ট যতো আমি রাখলাম
তাকে কাছে পেলে, তাকে খুশি রাখার দায়িত্বও নিলাম
কিন্তু ভয় শুধু একটাই, সে, এসব পাগলামি ভেবে ছেড়ে দেবে না তো।।

-



সে
--------------------
✍️ অভিলাষ গাঙ্গুলী

আমার বেরঙিন জীবনে রঙিন আলো সে,
আমার ধোঁয়াশায় ভরা রাস্তার টিমে টিমে জোনাকি সে,
কড়া গ্রীষ্মের দাবদাহে, নির্মল গাছের ছায়া সে,
মেঘ বৃষ্টিতে আচ্ছন্ন পরিবেশে, খড়ের চালা সে,
দুঃখ ভরা জীবনে, খুশিতে ভরা আশা সে,
এই অস্বস্তিকর সমাজে স্বস্তির নিঃশ্বাস সে,
বিষাক্ত পৃথিবীর মাঝে, অমৃতের ভান্ডার সে,
সে আর কেউ না, সে আমার "মা" যে।

-



ব্যর্থ প্রেমের ক্ষত কেউ ভুলে যায় না,
সেই ক্ষতের সাথে বাঁচতে শিখে যায়।।

(ক্যাপশনে)

-



স্বপ্নকে ছোয়ার ইচ্ছে ছিল ,
বাস্তবের জয়ে স্বপ্ন আজি স্বপ্ন ।।
কল্পনায় স্বপ্নকে নিয়ে বাঁচি,
বাস্তবের আলিঙ্গনে স্বপ্ন আজ আমার প্রতি ক্ষুন্ন।।

-



সারাদিনে যতবার তাকে মনে পড়ে,
ততবার বাবা-মায়ের কথা মনে পড়ে না।

-



মতভেদের কারণে যেন

ম'নভেদ না আসে।

-


Fetching অভিলাষ গাঙ্গুলী(শুভ) Quotes