শুভ মহালয়া
সজীব রায়
সাদা মেঘের ভেলা উড়ছে গগনে,
নদীর ঘাটে দোল খাচ্ছে কাশফুল
নির্মল সুগন্ধে ও সৌন্দর্যে ভূবণে সাজছে শিউলি ফুল।
প্রকৃতিই জানিয়ে দিচ্ছে মায়ের আগমনীর ডাক
তাই মনে শঙ্খ-উঁলু ধ্বনির অনূভুতি বহিঃপ্রকাশ।
যুগে-যুগে অসুর বোধ হবে, তাইতো মায়ের প্রকাশ।
শান্তি বিরাজ করুক ধরায়, প্রার্থনা সবার।
শারদীয় শুভেচ্ছা💓🙏
-
দেখতে দেখতে চলে এলো,,
একটি বছর আবার ঘুরে..
সেই আনন্দে মেতেছে মন..
ভাসছে সবাই খুশির সুরে..
শিউলি, কাশের ঘনঘটা..
পুজো পুজো গন্ধ !!
ভালোবাসার রোদ উঠেছে..
আকাশে মিলছে ছন্দ..
সুখের বৃষ্টি পড়ছে রোজই..
কী দারুণ পরিবেশ !!
হাসছে সবাই, থাকছে ভালো..
ঘুচে যাক সব ক্লেশ।
আসুক সবাই এক হয়ে আজ..
চারদিনের এই সুখে..
ঝগড়া-বিবাদ মিটিয়ে,,,,
সবার হাসি ফুটুক মুখে..
মাতুক সবাই এই আমেজে..
স্বাদ নিক প্রান ভরে..
মায়ের ছোঁয়ায় সামিল হয়ে,,
শান্তি উঠুক গড়ে।
মা গো তুমি ভাল রেখো,,
ভালো থেকো তুমিও..
অশুভ বলের বিনাশ ও,,
অসুর নিধনের শক্তি দিও।-
অপেক্ষার প্রহরের সমাপ্তি হলো
আশ্বিনের শারদপ্রাতে জাগরিত
হলো অভয়াশক্তির আগমনী।
বাঙালির পরিচিত কণ্ঠে বেজে
উঠলো 'তোমার আলোর বেণু'।
তিমির রজনী শেষে দেবিপক্ষ
রণিত ধ্বনিত হলো দিকে দিকে।
তর্পণকালে মহামায়া যোগসূত্র
রচনা করলেন পূর্বসূরিদের সাথে
অসুরদমনে নিখিলবীণায়;
তোমার ঐশ্বর্য, তোমার শক্তি,
তোমার আধার মর্ত্যলোকে পূজিত হলো।
কাশফুলের স্পর্শে, শিউলি গন্ধে
আবেগের পেঁজা তুলো মেঘাকাশে,
শুরু হলো তোমার আগমনী।
- ইতিকা-
"এই, সাড়ে তিনটে বাজে! ফোন
রাখি। ঘুমাবি না নাকি পাগলি?"
"আর আধঘন্টা কথা বল। চারটে
বাজতে চললো। এখন ঘুমালে যে
তোকে আবার ফোন করে জাগাতে
হবে আমায়!"
#শুভ_মহালয়া
-
মহামায়ার আগমনী
-বাজছে শোন দিকে-দিকে;
বরণ করে নাও গো মাকে,
মনের শুভ দীপ-আলোকে।
উলু আর শাঁখের ধ্বনি,
থাক না হাজার স্তোত্র-বাণী;
মন-মন্দিরকে কর পবিত্র,
পাতো মায়ের আসন খানি।
বিশ্বাস আর পবিত্রতায়,
কাটুক সকল কালো রাত;
মহালয়ার পূর্ণ আলোতে,
সবাইকে জানাই সুপ্রভাত।।
-
একটা বছর ঘুরে আবার
সময় হলো মায়ের আসার,
মা আসছে বাপের বাড়ি
দেবী পক্ষের ওজন ভারী।
শুভ মহালয়া🙂-
আজ একদিকে যেমন গোটা বিশ্ব ব্যথিত মহামারির ছোবলে,
অন্যদিকে ঠিক তেমনই মায়ের আগমনে বাঙালি ভেসেছে আবেগে॥
আশা রাখি মা এসেছেন সমস্ত অশুভ শক্তি বিনাশ করতে,
এই জরা ব্যাধি থেকে মুক্ত করবে গোটা বিশ্বকে দ্রুতবেগে॥
🍀শুভ মহালয়া🍀-
শিউলি মাখা শরৎ ভোর...
পুজোর প্রস্তুতি দারুন জোর...
আবাহন করি মা'গো চোখ মেলো...
দেবীপক্ষ তো এসেই গেলো...
শুভ মহালয়া 🌺-