নীতি   (নীতি)
924 Followers · 545 Following

আমার তো গল্প বলা কাজ...
Joined 29 July 2017


আমার তো গল্প বলা কাজ...
Joined 29 July 2017
12 AUG 2020 AT 9:02

'বিশ্বাস'

সবচেয়ে বড় অবিশ্বাসযোগ্য একটি শব্দ।

-


27 JUL 2020 AT 10:25

আমি ও আমার এক বান্ধবী পাড়ার একটা বিয়ে বাড়িতে গেছি একসাথে... ঢুকেই চোখে পড়লো সদ্য দুই উজ্জল দম্পতিকে। বান্ধবীটি বললো,

– 'ভালোই হয়েছে না বরটা?'
আমি বললাম, কীকরে বুঝলি? আলাপ আছে?
সে বললো, আরে না মানে মুখ দেখে বললাম...
– ও তাহলে বল, দেখতে ভালো।
– হ্যাঁ, মানে। কেমন সরল দ্যাখ মুখটা!
এমনিও ভালোই হবে।
– না অনামিকা। ভুল করছিস। আবার সেই এক ভুল করছিস তুই। যেটা আজ থেকে ছ'বছর আগে করেছিলি। যার জন্য আজও দৌড়তে হয় তোকে কোর্টের দরবারে। উঁহু! বারবার এক ভুল করিস না।

-


9 NOV 2019 AT 16:10

বুকের ভিতর উথাল পাতাল, ভেঙে যাচ্ছে মন ঝড়ে..
এর কী ভীষণ ক্ষয়ক্ষতি! জানে আবহাওয়া দপ্তরে?

-


6 FEB 2019 AT 22:18

পালকের চোখে পাখি লেগে থাকে.. কবিতার গায়ে সুর।
আকাশ মিশেছে গভীর অরণ্যে। দূর থেকে বহুদূর . . .

-


8 FEB 2018 AT 9:02

যেখানে তুমি স্থায়ী,
স্বাধীন তোমার সাম্রাজ্যে..
সেখানে আমি বেহিসেবি,
তোমার গান গাই সবার মাঝে।

যেখানে তুমি শান্ত, শাণিত..
নিয়ে তোমার অনন্ত জ্ঞানের সম্ভার..
সেখানে আমি তুচ্ছ,
অবেলায় বসে কেবল
মিথ্যে আশা তোমায় পাওয়ার।

যেখানে তুমি মুক্ত, বিশাল..
তোমার চোখে নেমেছে অক্লান্ত গ্লানি..
সেখানে আমি পরাধীন,
তোমার কথার ধাক্কায় অভিমানী।

যেখানে তুমি পরিপাটি, তীক্ষ্ণ দৃষ্টি তোমার..
সেখানে আমি অগোছালো, বিশৃঙ্খল..
ব্যর্থ ইচ্ছা চোখে চোখ রাখতে চাওয়ার।

যেখানে তুমি আলো ঝলমলে রোদময় দিন..
সেখানে আমি হঠাৎ জমাট বাঁধা মেঘের দল,
নিষ্ঠুর নিষ্প্রাণ হৃদয়হীন।

যেখানে তোমার কথার তীর,
আমার দিকে আসে ধেয়ে..
সেখানে আমি নিরূত্তর, নিস্তদ্ধ
শুধু তোমার পানে চেয়ে।

-


10 NOV 2017 AT 0:23

তার সাথে প্রথম আলাপ ফেসবুকে, কথাও চলতো দিব্যি সুখে..
বেশ লাগতো তাকে, বুঝতাম তারও আমাকে.. চেনাজানা ছিল না কোনোকালেই,
ছিল শুধু ফ্রেন্ডলিস্টেই।
একদিন হঠাৎ করেই শুরু হয় কথা..
তারপর নিয়ম করেই কথোপকথন..
নিজেদের অভিজ্ঞতা, ব্যাথা।
আরও কত কথা হতো..
ঠিক যেন বহুদিনের চেনা মানুষের মতো।
ধীরে ধীরে "অচেনা" শব্দটার থেকে 'অ' টা একেবারেই মুছে গেল।
তারপর দেখা করা, পাশাপাশি চলা, আর হাতের আঙুলের খাঁজে তার আঙুলের আঁকড়ে ধরা..
সেই প্রথম স্পর্শ, অনুভূতিকে সাত রঙে রাঙিয়ে দিয়ে যায়..
তারপর অনেকটা কাছে চলে আসা..
আর অজান্তেই হয়ে যায় প্রেম.. ভালোলাগা.. ভালোবাসা।

-


3 SEP 2017 AT 2:44

বিদেশী বন্দি পাখির চেয়ে, খামখেয়ালী বন্ধনহীন অরণ্যের পাখিই শ্রেয়।

-


18 AUG 2017 AT 23:43

এই আকাশে আমার মুক্তি....

-


16 AUG 2017 AT 16:11

সব কিছু শেষ!
ক্ষয়িত মন থেকে ঠিকরে বেরিয়ে আসছে ক্লেশ..
সব কিছু জ্বলে-পুড়ে-খাক হয়েছে তাই,
এখন অবশিষ্ট রূপে রয়েছে কেবল ছাই।

-


9 AUG 2017 AT 16:57

বেহিসেবী প্রেম এখন হিসেবের খাতা খুলে বসে.. সব কিছুই বড়ো ফিকে এখন, তরতাজা সবুজ এখন শুকিয়ে বিলুপ্তপ্রায়।
অনেকটা ফারাক 'তখন' আর 'এখন' এর মধ্যে....
অনেকটা দুরত্বতা আর কিছুটা বিরুদ্ধতা।
তবে আজও অদৃশ্য-অপ্রতীয়মান হয়ে বেঁচে আছে অনুভূতি গুলো....
আর তাই আজও চোখের কোণ ভেজে.. ভালোথাকা আর ভালোবাসার মুহূর্তগুলো দৃশ্যমান হয় চোখের সামনে....
এই বিষয়ে স্মৃতি সচরাচর বিশ্বাসঘাতকতা করে না।

-


Fetching নীতি Quotes