স্বপ্নরাত, দেখেছি মেঘের প্রাসাদ
স্তম্ভ জুড়ে সহস্র তারার বাতি
চাঁদ-জ্যোৎস্না জলসা সাজিয়ে বলে-
বৃষ্টি নূপুর ছন্দ চেনাবে না কি!
ভোর-আকাশ, দেখি আলতা লাল রঙ
ফোঁটায় ফোঁটায় যেন শান্তি নিরবধি।
আঁজলা রোদ মেঘ কুড়োবে বলে
দিগন্ত হেঁটেছে রামধনুর বাঁক অবধি...-
Teacher...
Love to write..🙂
North Bengal 🌿🌳🌱
আমার কাব্যগ্রন... read more
স্মৃতির ব্রিজ ধরে অতীতে হেঁটে চলে সময় অবসরে,
শহরের জলবায়ু মাপে মন, শ্রাবণের চিলেকোঠা জুড়ে,
জোড়াতালি দেওয়া জীবন বৃষ্টি ফোঁটায় ব্যর্থতা ঝরায় অবিরত.....-
অপেক্ষা সেই কবেকার! গ্রীষ্মতপ্ত মরু আষাঢ়
শ্রাবণের চৌকাঠ বৃষ্টির আল্পনা আঁকে কল্পনায়।
মেঘ এসে দাঁড়িয়েছে দ্বারে, দুর্নিবার বজ্র উচ্চারণে,
কী ভীষণ অভিমানে, বারেবারে তবু ফিরে ফিরে যায়।
তৃষ্ণার্ত রুক্ষতা, রুদ্ধশ্বাস মেঘলা মেঘের খোঁজ,
আকাশ আজ সবুজ ভেজা দিনের অপেক্ষায়....-
বেঁচে থাকা, থেকে যাওয়া, যাওয়া-আসা,
জীবনের ভরসা -শূন্যর খেলা সব।
বিষণ্ণ কালো মেঘে বৃষ্টি বুদ্বুদ যেমন
নিমেষে রূপান্তরিত শূন্যতায়।
প্রকৃতির যাবতীয় চক্রাকারে
বাস্তুতন্ত্র সাজায় নির্ভরতায়।
মনের বৃত্তে ঠিক তেমন
আলোর উপশম আঁকে আলোকবর্তিকা।
অন্ধকার ফিরিয়ে দেয় অনন্ত ছায়াপথে
আঁধারের উৎসব.....-
জীবন পারাপার, জন্ম-মৃত্যুর মতো সত্যি নেই আর!
অনন্ত বিস্তৃত মাঝখানে শূন্য পরিসর, ধোঁয়ার সংসার।
রহস্যময় প্রশ্নর নিরন্তর নির্বাক চাহনি।
এই জন্মের পর জন্মান্তর লেখা অযুত যোগ-বিয়োগ
আদিম নদীজলে প্লাবিত মনে অজস্র কাটাকুটি রোগ
শুশ্রূষা পাক ভ্রান্তি-পথ, মিথ্যের শত গ্লানি.....-
মায়ারাত ভেসে যায় জ্যোৎস্নার পাল তুলে
তুলতুলে হাওয়ার ভেলায় ভাসে স্বপ্নজমা চাঁদ।
আষাঢ়ের গাঢ় মেঘ তবু বৃষ্টিহীন চোখে
শ্রাবণী-সূচনায় আঁকে রৌদ্র দিনের অবসাদ....-
জল-রঙা জীবন জলছবি আঁকে।
মেঘলা মন মেঘের আঁকেবাঁকে
বৃষ্টির খোঁজ রাখে।
শ্যাওলার স্তূপে সন্ধে নেমে আসে।
ছায়া ঘেরা রাত ঘুরপথ হাঁটে
ক্লান্ত সময়ের চোখে।
জীবনের জল-রঙে....-
গোধূলি সিঁদুর মেখেছে জলছবি মেঘ
আষাঢ়ের ঘন বরষা চোখ কাজল আঁকা
নদী-স্রোতে দিন শেষের বিষণ্ণ স্তব্ধতা
দিগন্ত আঁচলে নিখোঁজ মন হেঁটে যায় একাকী।
আনমনা চলন ধীর পায়ে পায়ে নিঃশব্দে যেন
নিশ্চুপ ভীষণ নিঃসীমতা, অনন্ত শূন্য যাপনে।
গোধূলি সিঁদুর মেখেছে জলছবি মেঘ
আবেগ বাঁচে যেমন নিভৃতে, নিঃশর্তে, নিরবধি....-
এ-গলি ও-গলি মিশে যায় রাজপথে সহসা,
মুখোশের ভিড়ে দিনও মধ্যরাতের তারা গোনে তারপর।
বিজ্ঞাপন-হোর্ডিংগুলো জোকারের মতো হাস্যকর এসময়।
রাতজাগা নিয়ন আলোয় জেগে থাকে কেবল
বৃষ্টি ঝরার অপেক্ষারা।
প্রতীক্ষাহীন কেটে যায় অথচ মাস, বছর, যুগের সহস্র অধ্যায়।
যেসব শহর একলা বাঁচে, একলা হাসে দিন ও রাতে
জীবন সেখানে নির্ঘুম, নিস্তব্ধতায় জাগে নিজের সাথে,
একলা একা....-
জীবনের সান্নিধ্যে যাপন বিবিধ।
বিস্তৃত তার অনন্ত প্রসার।
সরীসৃপ মন মঞ্চ জুড়ে ঠিকানা খোঁজে
পড়শি রোদের উত্তাপ মাপে গতিময়তা।
পাতার শরীর সবুজ আরও শব্দ পেয়ে
নিবিড় ভিড়েও মধ্যরাতের নিস্তব্ধতা।
দূরে সরে যাই এক নিমেষে অলক্ষ্যে সবার
দূরে সরে যাই একলা হয়ে আবছায়ায়,
আঁজলা ভরে সত্য খুঁজি শূন্যতার.....-