Pratibha Paul   (~ প্রতিভা পাল।।)
1.0k Followers · 290 Following

read more
Joined 10 April 2018


read more
Joined 10 April 2018
8 HOURS AGO

বিকেল ভেসে যায় ক্রমশ গোধূলির স্বপ্ন-রঙ মেখে
সিঁদুরমেঘের আলতা শরীর সাজে আকাশের গায়ে
সন্ধিক্ষণের স্তব্ধতা সন্ধ্যা নামায় শব্দে, সবুজ ছুঁয়ে ছুঁয়ে...

-


18 MAY AT 22:36

বৃষ্টির অজুহাতে ভিজতে চাওয়া দু'চোখ
বর্ষা হতে চায় নামহীন অভিমানে।
গ্রীষ্ম-বিকেলের নৈঃশব্দ চিড়ে সবুজ ভেজা ভিড়।
দূর দূর থেকে ভেসে আসে সন্ধ্যার শিহরণ।
ঝাপসা দৃষ্টি ; কখন যেন রাত নামে অচিরেই!
মেঘের আড়ালে তারারা আজ চাঁদ খোঁজে।
অদ্ভুত এই অদৃশ্য সমাপতন!
মাঝেমাঝে ভাবি স্তব্ধতার সংজ্ঞা লিখি
জীবন অথচ লিখিয়ে নেয় নির্দ্বিধায়
চলমানতার স্তব.....

-


8 MAY AT 10:39

ঋতু ঋণ রেখে যায় অভ্যন্তর, সাক্ষী-মন অভিজ্ঞ হয় সময়ে
সমাপ্তি লিখেও বছর বছর তবুও ঋতুরা ফেরে পরিবর্তিত হয়ে...

-


23 APR AT 22:25

ভূস্বর্গ মৃত্যু উপত্যকা আবার, রক্তস্রোত সময় নদীর প্রবাহে
ধর্মের ঘুমে বিভোর মনুষ্যত্ব রাত্রি চেনায় হিংসার পরিচয়ে....

-


22 APR AT 22:26

হেরে যায় সময় দিশেহারা আঁধারের ধোঁয়া ধোঁয়া আবছায়ায়
ছায়াপথ জানে স্বপ্ন-মায়াভরা মুক্তোও মৃত্যুর মতো শীতল হয়।

হেরে যায় সময় স্তব্ধ হিংসার বুভুক্ষু ভিড়ে
যা কিছু হারায় ফেরে না তা আর সময়ের বালুচরে।

-


21 APR AT 22:39

মাস্তুল জানে দিগন্তহীন মাঝ সমুদ্রর বিভৎসতা
নোঙর জানে অতল গভীরতা নিঃশব্দ জলের।
নোনা ঢেউ পার ভাঙার গান শোনে গতিময়তায়
জাহাজ জানে যাপনের উদযাপন জলজ আবহাওয়ায়।

জীবন জানে ভেজা বালির পদচিহ্ন অনন্ত আগামী চেনায়....

-


21 APR AT 13:24

ঘুমভাঙা ভোরের উঠোন জুড়ে অবিন্যস্ত অক্ষর যাপন।
বর্ণমালার ব্যবধান প্রার্থনায় মুড়িয়ে দিনের শব্দহীন শুরু।
রোদের উত্তাপের সঙ্গে বাড়তে থাকা ভাবনায়
ভিড় করে যখন বাক্যর অসঙ্গতি
থামিয়ে দিই অনায়াসে সেসব অন্যমনস্ক মনের চলন।
প্রতিপল সাজাই অক্ষরের অলংকারে, কলমের নিবে।
প্রকৃতির ছন্দে মিলেমিশে যেটুকু সংসার আমার কবিতার
সামলে নিই রাতের অন্ধকার সেটুকু দিয়েই।
দিন প্রতিদিন নিজেকে নিংড়ে আগলে রাখি মন এইটুকু সংসারে....

-


19 APR AT 11:29

ছুটির পরে অবসরে ছুটে যায় মন বহুদূর,
রাংতা রোদের নিটোল দুপুর ভাসিয়ে নেয় বৈশাখী সুর....

-


18 APR AT 23:01

অনন্ত পথে হেঁটে চলেছে মহাকাল!
কোলাহল চরাচর জুড়ে ভাবনার ভিড়ে।
মায়ারাত, নিস্তব্ধ ছায়াপথ, নিঃসীম আবেগে
আলোর সাঁকো বাঁধে মনে মানুষ যেমন,
অন্ধকারের লোলুপ হাতছানি নিমেষে তেমনই
লুপ্ত করে সেই মানুষের নাম, অকারণে।

অনন্ত গহীন পথে হেঁটে চলে মহাকাল
আলো, অন্ধকারের
নীরব সাক্ষী হয়ে সময়ের মিছিলে,
জীবনের উত্তরণে.....

-


17 APR AT 14:15

বিরহের শোক; অপেক্ষা সাজে দু'চোখে
চৌকাঠে আঁকা বিষণ্ণ বৈশাখী আল্পনা।
মেঘলা সুরে ঋতুঋণ জমে বৃষ্টির
আকাশ শূন্যতায় মনের নীরব সান্ত্বনা.....

-


Fetching Pratibha Paul Quotes