Pratibha Paul   (~ প্রতিভা পাল।।)
989 Followers · 286 Following

read more
Joined 10 April 2018


read more
Joined 10 April 2018
22 HOURS AGO

রোজকার দিনলিপিতে কিছু অভ্যাস আকাশ হোক
ব্যস্ত সমস্ত যাবতীয়র ভিড়ে কিছু ইচ্ছে, সম্পূর্ণ নিজের
জড়তার রঙে বড় বেমানান এই জীবন,
জিজ্ঞাসার উত্তর স্বাধীন স্বচ্ছতা আঁকুক মনের!

রোজকার দিনলিপিতে সাহস থাকুক পরিস্থিতির
উপলক্ষ যেমনই হোক উপলব্ধি লিখুক মন
চিলেকোঠার অজস্র মুহূর্তর আঁকেবাঁকে
রোদ্দুর জমিয়ে রাখুক প্রতিটি জলজ জীবন!

রোজকার দিনলিপিতে ভালবাসার ভাষায়
লেখা হোক যাপন.....

-


3 MAY AT 16:48

সম্পূর্ণ মন....
প্রতিভা পাল
""""""""'"''''''''''''
একটি মন দু'টুকরোয় দুটি জীবনের প্রতিনিধি,
ঈশ্বর মুচকি হেসে বলেন-
সম্পূর্ণতার অন্বেষণ জীবনের পরিব্যাপ্তি
দোয়াত কালির গল্পে যেমন পরিপূর্ণ লেখনী
ভালবাসার ভাষায়,
উপযুক্ত বর্ণে যেমন শব্দর পরিচয়
বাক্যর মিষ্টতায়।

ভিন্ন ভিন্ন অবয়বে
অর্ধ-মন
খুঁজে ফেরে এরপর
অবশিষ্টর হদিস।
বেপরোয়া কত ব্যথারা জানে
এ'সবই ঐশ্বরিক!

অনন্ত অধ্যায় লেখা হয় এভাবে
জীবনের চৌকাঠে আবহমান
সম্পূর্ণতার সন্ধানে.....

-


1 MAY AT 17:29

প্রতিদিনের আলোয়..
প্রতিভা পাল
""""""""''''''''''''''''
প্রতিটা দিনই নতুন হোক যেন সদ্যজাত ,
বিস্মৃতি লিখুক নব সূচনা স্নিগ্ধ ভোরের আলোয়,
কান্না, ব্যাধি, অভিমান জমা হাজার হাজার ক্ষতর
নিরাময় হোক মধ্যরাতের গাঢ় নিকষ কালোয় !

প্রতিটা দিনে শুরু হোক নতুন যাত্রার জীবন
বুক জুড়ে অপেক্ষারা কিছু কী খুঁজে ফেরে রোজ?
থাক না অধরা যা কিছু সব দিগন্তর ওই ওপারে
নিজের ভিতর তাকিয়ে দেখ, পাও নি কী সেই খোঁজ?

মুহূর্তরা ঋণী জীবনের কাছে ক্ষণস্থায়ী তবু এই চলাচল
বাঁচার মতো বাঁচতে হলে ভুলতে হবে সমস্ত কোলাহল!
খুঁজে নিতে হবে এক অনন্ত আলোর আঁচল
মনের গভীরে, প্রতিদিন....

-


25 APR AT 20:19

ইচ্ছেরা ডানা মেলে..
প্রতিভা পাল
"""""""''''''''''''''''''
ইচ্ছেরা ডানা মেলে গোধূলি ছোঁয় শেষ-বিকেলে
খর রোদের উজান শেষে দিনের তখন ভাঁটা
অবেলার কালবৈশাখী এ বেলায় আবার আসবে নাকি?
ক্লান্ত মন, এখনও যে বাকি কত কত পথ হাঁটা!

পাতার সবুজ বৃষ্টি চেয়ে হাওয়ায় হাওয়ায় হয়েছে হলুদ
পাখির দলে কিছু কোলাহল আজও নির্ভার, ভীষণ অবুঝ
ভালো থাকার ইচ্ছেগুলো ইচ্ছেমতো ভালবাসা খোঁজে
দগ্ধ দিনের রাতও যেমন লুকোতে চায় জ্যোৎস্নার ভাঁজে,

ইচ্ছেরা ডানা মেলে উড়ে চলে চাঁদের কাছে,
মেঘ সরাবে বলে.....

-


22 APR AT 21:31

শূন্যের শূন্যতায়...
প্রতিভা পাল
"""""""""''''''''''''
কলমের রূপকথায় মায়াবী এক স্বপ্নপুর
শব্দশরীরে বসত করে!
চাঁদের দোলনা, অপেক্ষারত রাজকন্যা,
জ্যোৎস্নার কারুকাজ -
সাজ যেন ভালবাসার, অজানার আবদারে!
কলমের নিবে তখন পক্ষীরাজ, রাজার কুমার,
হাজার ইচ্ছে সওয়ার দু'চোখের কোণে!
তবু দেখা হল না, পথ ভুলে তারা অন্য কোনও খানে!
অপেক্ষা গুলো অসমাপ্ত কোনও নীরব রাতের ধারে
চাঁদের কলঙ্কে একলা হাঁটে অবুঝ উপসংহারে!

রোজ কত রূপকথারা হারে হাতের রেখায় রেখায়,
এভাবেই কত উপসংহার লেখা হয় শূন্যের শূন্যতায়....

-


20 APR AT 20:43

গ্রীষ্মকালীন দাবদাহে দমবন্ধ এসময়,
শহর জুড়ে শুষ্ক বাতাস জীবনের বেগে ঘুরপাক খায়!
উত্তপ্ত যত ভারহীনতা ঊর্ধ্বমুখে গতিশীল হলে
শীতলতার পরিচলন স্রোত ঘূর্ণাবর্ত আঁকে অবলীলায়....

-


20 APR AT 1:57

খেলার ছলে ভুলগুলো সব ভুলেই থাকি ইচ্ছে হলে,
বন্ধ চোখের পলক যেমন ভেবে নেয় কেউ নেই দেখার!
হঠাৎ জলের কোলাহল যখন ভেজায় দু'চোখ খেলা শেষে
ভালবেসে জীবন চেনায় অনন্ত ব্যাপী ভুলের পাহাড়,
ভুলের মাঝেই দাঁড়িয়ে একা চলতে হবে জীবনভর
শেষের আশ্লেষে.....

-


19 APR AT 1:47

ঘুম ঘুম চোখ খেলাঘর গড়ে স্বপ্ন নিয়ে খেলার ছলে
ছলাৎ ছলাৎ ঢেউয়ের ছন্দে দ্বিধা দ্বন্দ্ব মুক্ত হলে
নির্ঘুম মনের ইচ্ছেডানা পালক পালক পাওনা সাজায়,
সাঁঝবাতিরা তুলসীতলে গোধূলির রঙে যেমন হারায়!

খামখেয়ালী রাত চোখের তারায় স্বপ্ন নিয়ে খেলার ছলে
অযুত স্বপ্নের রাত্রি জাগায়....

-


17 APR AT 22:15

হঠাৎ হয়তো কিছুই হয় না জীবনে,
হঠাৎ হয়তো হারিয়ে যায় না কিছুই,
পাওয়া কিংবা হারিয়ে ফেলার হাজার অজুহাতে
পূর্বপরিকল্পিত হয়তো ভাগ্যের নিয়ন্ত্রণ!
এই যেমন ধরো
অচেনা কিংবা অজানা থেকে
পরিচয়ে আসে যারা মনের স্রোতে ভেসে
জন্মান্তর আঁকা হয় তাদের চোখে,
লেখা হয় প্রতিবার হঠাৎ পরিচয়ের কারণ....

-


9 APR AT 15:10

অবহেলা সড়িয়ে ভালো থাকা কুড়োতে হয়
নিজেকে ভালো রাখার জন্য।
সবাই পারে না যদিও, তবু পারতে হয়
নাহলে খড়কুটোর মতো ভেসে যায় কত জীবনও!

অনুভব সুখ ভেবে কত ভালবাসা ভাষাহীন অনন্ত যাপনে!
প্রয়োজনের প্রিয়জন?
তারচেয়ে বরং ভালোবাসারা বাঁচুক নিজস্বীর সন্ধানে।

অতীতের দেওয়ালে জলছাপ আঁকা স্মৃতির কোলাজ
সময়ের কাছে বিবর্ণ মনে হতে পারে আজ,
ক্ষতি নেই;
দোষারোপ যদি পথের বাঁধা হয় ভালোবাসার,
ক্ষতি হয় প্রিয়র, সেখানেই!

-


Fetching Pratibha Paul Quotes