মানুষ সবকিছু বুইঝা যাচ্ছে ,
শুধু নিরব হওয়ার জন্য...
(অবয়ব)-
তাই সবকিছুই সামলে নিতে অভস্ত❤
... read more
এতো প্রেম, এতো ভালোবাসা,
স্নেহ, শ্রদ্ধা সব ভেসে যায় দারুণ স্রোতে...
(মৃত্যু_উপত্যকা)
®বাসব রায়-
সব রকম অনুভূতিকে নিজের করে নিয়েছি,
নিতে হয়...
তবুও চারপাশে আলো হোক...
-
সম্পর্কের মূলকথা একটাই:
এসো, আমরা পরস্পরকে সহ্য করি!
©জ্যোতি সরকার পাখি-
সবকিছু থাকলেও,
আরও আছে মানুষ প্রাণবন্ত হয়ে বাঁচতে শিখুক এই আশা!
মৃত্যু এক উদ্ভট জিনিস , ভয় করে না প্রাণবন্ত কোন চাষা।।-
কত নাম্বার সংকেত দিলে?
তুমি শূন্যতার মাঝে ঢেউ অনুভব করো!
তুমি বলবে না খোলা আকাশ দেখবে?
(সংকেত)
-
কত নাম্বার সংকেত দিলে?
তুমি শূন্যতার মাঝে ঢেউ অনুভব করো!
তুমি বলবে না খোলা আকাশ দেখবে?
(সংকেত)
-
টাকার জন্য ক্লান্ত!
একাকীত্ব সবার জন্য একান্ত।।
সুখ বড়োই ভ্রান্ত!
শরীরকে বুঝতে পারা ব্যক্তি শান্ত...
(শনাক্ত)-