ইচ্ছাতরী⛵   (লক্ষীকান্ত✍)
461 Followers · 122 Following

Joined 10 May 2020


Joined 10 May 2020

মনেপ্রাণে স্মৃতি মোছা ভোর বহু জনপদ
গড়ে ওঠা ব্রীজ প্রেম অন্তরালে,
ভালো লাগা ভালোবাসায় আছে সেই শপথ ।

-



নিষ্পাপ আঁখি
সেতু বন্ধনে গড়ে ওঠা প্রেম,
এপার ওপারে শক্ত মইখুঁটি
ঝুলন্ত উদ্যান যেন ,
মাঝের শূন্যতাই দেখি সেই প্রিয়জন ।
ভাবনা প্রেমিক রূপকথা গল্পে আজ
তোমার আমার ,
জীবনের নৌকা কাগজফুলে
প্রেম ভালোবাসা অনুভূতি
ভালোলাগা কবিতা প্রতিমুহুর্ত ,
ঘুমভাঙা ভোর স্বপ্ন মধুর সুর ছন্দোবীণা
রাত জোনাকিব গল্পকথা এমন ।
সকাল বিকাল ব্যস্ত দুপুর ও
সন্ধ্যা নামে প্রদীপ হাতে
ঠিক যেন তারই নীরবতা ছুঁয়ে
যোগাযোগ সম্পর্কব্রীজ।

-



তোমার ভাঙা গড়ায় প্রেম
অবিনশ্বর যে আমার ।
প্রতিমুহুর্তই সত্যি মিথ্যার আড়ালে
সত্যিই এমন অনুভূতি,
তুমি আমি ভালোলাগায় প্রেমী ।
অনুভবেই সেই অনুভূতি
কোথাও যেন হারায় কবিতা ।
সেই ভালোবাসা রোজ এই প্রিয়জন,
জড়িয়ে ধরা গাছগাছালি পাতা ,
কাগজফুল যে সংশয়
জীবননৌকার গতিপথ ।

-



রাত মায়ায় তার ছায়া বৃষ্টি যেমন,
ঝরে পড়ার আনন্দ সবার
প্রাণ মন ছুঁয়ে অনুভবে ।
ভালোলাগা ভালোবাসা তোমার আমার ,
লেখা কবিতা অনুভূতিও জীবন
আলিখ্য এক চেতনারই ভোর ।
সারা বেলায় বাতাস ভারি গন্ধ যে,
শয়নে স্বপনে প্রেমিক মনোভাব,
ফুটে ওঠা ফুল বর্ষায়
তুমি আমি আজ...
সৃষ্টির নেশায় মাতাল প্রেমী ।

-



ভালোবাসার রূপরেখা
নদীবুকের প্রতিচ্ছবি
উল্টো এমন

-



নবজাতক শিশুর মনাভূতি
মাতৃক্রেড়েই
সুন্দর নিখাদ হাসি প্রেমিকের
জন্ম জন্মান্তর
আকাশকুসুম কল্পনা

-



বৃষ্টিধোয়া মেঘ এবার
মিষ্টিমোয়া হাতে নতুনের দ্বারে ,
নাড়ুসাথে রাধেকৃষ্ণর জন্মাষ্টমী।
মাখনচুরি ছেলেবেলা সেই অনুভূতি ,
ভুলতে পারা কঠিন সময় ,
আবেগে ভাসা জলনূপুর ,
তোমার আমার কল্পনায় আজ
নিস্তব্ধ নীরব আমি ।
ভুলে যেতে চাই আবার
ভালোলাগা ভালোবাসা
প্রেমিক অনুভব দাঁড়ায় এসে ।

-



সবার মাঝে থেকেও একা
জেগে রয় বলয়াকৃতি বৃত্ত
শূণ্য দিয়ে শুরু আর শূন্যতে
শেষ জীবনের অঙ্ক
হিসাব মিলে না
প্রতিটা পদক্ষেপে
তুমি আমি অনুভূতি সেই
ভাবনা কল্পনা

-



আলোর গতি পথে
অন্ধকার আলোর উপশম ।
চাওয়া পাওয়া তো
জীবনের একটা অঙ্গ ।
তার লোভ লালসা
মনের অনুভূতি সঙ্গীসাথী ।
খুঁজে চলা প্রিয়জন
তুমি আমি ক্ষণিকের অতিথি ।

-



অপেক্ষার দাম দিলো
এই অনুভূতি আমার লেখা উপহার
ধৈর্য্য হারা প্রেমিক তেমন রাখলো অনুভবে

-


Fetching ইচ্ছাতরী⛵ Quotes