ইচ্ছাতরী⛵   (লক্ষীকান্ত✍)
460 Followers · 123 Following

Joined 10 May 2020


Joined 10 May 2020

কার কাছে কে কতোটা দামি সময় উত্তর দিবে,
ভালো লাগা ভালো বাসা অনুভুতি রোজ নীরবে

-



ওদের রকমারিতে ভিন্ন স্বাদ....টক ঝাল মিষ্টি।
হাসিখুশি প্রাণ.... পক্ষী কলরব।
সৃষ্টি সুখের উল্লাসে ওরা.....সময় অসময়।
ওদের ভাব ভালোবাসা চিরকাল.....দু'মুঠো ভাতে।

-



ঠিক ভুলের হাজার প্রশ্ন
সমাধান সুত্র পাওয়া উত্তর,
সবি লেখা ভোর অভিমুখে,
ভাগ্যবিধাতা যার সৃষ্টিকর্তা।
সুরমধুর কন্ঠহার কবিতা
বুঝতে ব্যর্থ বোঝাতে
নামহীন অভিমানে শব্দ।
অবুঝ মনের ভালোবাসা
অন্তঃসলিলা প্রেম যেমন,
বইছে হাওয়া অনুভবে,
অনুভূতি অন্তরবাস
ইচ্ছা তরি প্রকাশিত ফুল।
কুঁড়ি ফুটিবার সময় অসময়...
ওলিতে গোলিতে চেনা
জানা সেই নাম অজানা।

-



যে অপেক্ষা ছিল এতকাল,
মোর অনুভবে অনুভূতি
আড়ালে প্রেম ভালোবাসা।
আজ লোকলজ্জা ভয়
সেদিনের প্রেমিক তুমি।
ধরা দিলো তোর চোখেই
খোলা জানলা মনটা ভরে,
অনুরাগের বাতাস।

সবি ঘেঁটে ঘ নষ্ট জীবন
না পাওয়াতে যেটা ছিল।
এই জনম থাকবে তোমার,
তুমি আমি থেকে আমরা,
ভালো লাগা সে ই....

-



তোমার আমার কিছু সময়
ভালো লাগা কিছু মহুর্ত,
থাক না জীবনের অবসর।

তুমি আমি সবি তার ইচ্ছাধীন,
ভাবনা কল্পনা প্রতিদিন।

সাগর শুকায় নদী ইচ্ছা তরি,
চুপকথায় কথা না রাখার প্রেম,
হাজার ব্যস্ততার অজুহাত,
অনুভবে যাওয়া আসা.....
দিগন্ত রবি শেষ বিকালে।

-



যতোদূর জানি বয়স হয়
না সময়ের মাপকাঠিতে,
জাতপাত উঁচু নীচু ধনী গরিব
সবার উর্ধ্বে ভালোবাসা।
মেঘ ঝড় বৃষ্টি নেমে আসা,
জীবনের আশীর্বাদ
না অভিশাপ ? অজানা
প্রেম ভিন্ন এক অনুভূতি,
মুষ্টিমেয় ভালো লাগা,
ওরা কাজ করে ওরা দুর্বল
ওরা বাসা বাঁধে অনুভবে,
উড়ে যাওয়া ইচ্ছেগুলো
তোমার আমার আকাশ,
আমি যদি মেঘ হতাম ?

-



গান ভালোবেসে গান, না মোছা স্মৃতি,
জীবনের সাথে মিল অমিল
চেনা অচেনা মনের জমা ব্যথা সকল স্মৃতি!

-



ওম শান্তি ওম জীবনের লক্ষ্য পূরাণে পাওয়া....!!
দেবাদিদেব মহাদেবের মতো স্বামী,
রূপে সরস্বতী গুনে লক্ষ্মী পাঁচালি গান শুনতে চাওয়া....!!

-



তোমার ছোঁয়ায় জীবন আমার,
অভাবনীয় ভাবনা কল্পনা
তোর ভালো লাগা অনুভূতি,
সবি অবাক পৃথিবী....
সকাল দেখবো বলে।
অনুভবে মুখ সৌন্দর্য
প্রলোভন হয় কবিতা।
রাংতার কাগজ ফুল
চেয়েছিলো সত্যিকারের
ভালোবাসা, রুদ্ধশ্বাস
জীবনের কল্পনা এমন,
ইচ্ছা তরী বার্তাবহ প্রেম।

-



ভাবনা কোমল পদ্মলোচন....!!
সৃষ্টি অমোঘ প্রেম
অনুভূতি কল্পনা তার প্রিয়জন...!!

-


Fetching ইচ্ছাতরী⛵ Quotes