Moumita Mou   (Moumita Debnath)
123 Followers · 61 Following

read more
Joined 22 August 2017


read more
Joined 22 August 2017
2 APR 2021 AT 0:06

মানুষ যাকে রাত্রি বলে
সে আসলে কাঠগড়া!
দিনশেষে বিচার চাইতে আসা--

কেউ হেরে যায় স্মৃতির কাছে
বালিস ভেজায়, ঘুম মিছে;
কেউ জিতে যায়, একলা সুখী
শক্ত মুষ্টি, লক্ষ্যমুখী;

কার‌ও জেতার মোড়কে জবরদখল
অধরা অপার্থিব সকল;
কার‌ও শহর তখন‌ আলোকিত
উৎসবের আমেজ, আয়োজনরত।

-


1 APR 2021 AT 23:30

উড়িয়ে দিক অতীত শোক
ঝরাপাতার মতো; সেজে উঠুক
চাপা পড়া প্রেমের ধূলিত চিঠি,
পুনরায়, যদি সে পড়ে এবার !
দীর্ঘ ছায়া ছোট হয়ে আসুক
একাত্ম হোক শরীরে; বৃষ্টি নামুক
আছড়ে পড়া ঝড়ের শেষে ।

নীরবতা শুধুই। অভিলাষী সুখ
প্রতিটা বৃষ্টির ফোঁটার আলিঙ্গনে।

-


1 APR 2021 AT 1:07

জীবনে BEST FRIEND শব্দটির তাতপর্য :

আমরা আমাদের সমগ্র জীবনকালে প্রত্যেকেই এই অদ্ভুত শব্দটির দেখা পেয়ে থাকি, তবে এর সাথে প্রকৃত আলাপ হয়তো সকলের ঘটে না।
-কারন
-ওই যে বললাম, শব্দটি অদ্ভুত।
-মানে ?
-মানে, শব্দটির মধ্যে মরিচীকা সৃষ্টির অসীম ক্ষমতা আছে। কখনও এমন হয়, কেউ তোমাকে সারাজীবন ধরে এই শব্দটির তকমা লাগাতে চায়, আর তুমি উদাসীন হয়ে থাকো এর মর্ম থেকে। আবার কখনও উল্টোটাও হয়; মানে তুমি কাউকে ঐ শব্দটি দিয়ে সজোরে ধাক্কা মেরে জাগাতে চাও, অথচ সে কোনোভাবে কুম্ভকর্ণের নিকট আত্মীয়!
কারন শব্দটি মোটেও এতটা সামান্য নয় যে তার ভবিষ্যত মর্তবাসী নির্ণয় করতে পারে।
যেমন করে আমরা জন্মের আগে কেউই সিদ্ধান্ত নিতে পারিনা যে আমরা কোন দেশে, কোন শহরে, কোন পরিবারে জন্মগ্রহণ করব, ঠিক তেমনই এই অদ্ভুত শব্দটির অপর প্রান্তে কে থাকবে সেটার নির্ণয়ও করতে পারি না। সবটাই ঈশ্বরসৃষ্ট ও পূর্বপরিকল্পিত। এ বাঁধনে নিজের ইচ্ছায় বাঁধা পরার বা স্বেচ্ছাত্যাগের সিদ্ধান্ত নেওয়ার অধিকার বিধাতা আমাদের দেননি।

-


1 APR 2021 AT 1:00

মানুষের জীবনটা একটা লাইব্রেরির মতো। প্রতিটা পৃষ্ঠা যেন এক একটা সম্পূর্ণ দিন। এক পাতা দু‌-পাতা করে উল্টিয়ে যেতে যেতে একটি অধ্যায় শেষ হয়। এক একটি অধ্যায় শেষে আরেকটি নতুন অধ্যায় শুরু হয়।
প্রতিটা মানুষের জীবনেও ঠিক এমন করে অধ্যায় আসে-যায়। বই-এর অধ্যায় পাঠ করে যেমন অধিক জ্ঞানলাভ হয়, তেমনই জীবনের অধ্যায়ও অনেক শিক্ষা দিয়ে যায়‌। অধ্যায় অর্থাৎ অভিজ্ঞতা ভালো হোক বা মন্দ শিক্ষা সর্বদায় ভালো।
এইভাবে একের পর এক অধ্যায় শেষ হতে হতে এক সময় সম্পূর্ণ বইটি পাঠ শেষ হয়।
না না! থামুন, এখানেই জীবনের সমাপ্তি ভাববেন না। ওই যে বললাম জীবনটা তো লাইব্রেরী। তখন সদ্য পাঠ শেষ হওয়া বইটি আঁকড়ে আমারা ভাবতে থাকি "অধ্যায়গুলো বড়ো প্রিয় ছিল, এখনই শেষ হতে হলো! লেখক কি পারতেন না আর দুটো অধ্যায় যোগ করতে!"
কিন্তু সে অধ্যায়, সে বই যতই প্রিয় হোক, তাকে তো সমাপ্তি টানতেই হয়; নইলে যে পুরো লাইব্রেরী অধরা থেকে যাবে!

-


29 MAR 2021 AT 12:42

a friend, whom I never have to say to stay forever,
whom I never have to call by the name 'Best Friend',
whom I never have to say "I'm not okay", rather my "I'm okay" will enough to get how much I'm not..
who knows how to handle all of my mood swings and never gets disgusted..
Nothing, whose presence only can make me feel pleased.
And
I can I say "how happy I am to have you in my life"

-


29 MAR 2021 AT 12:31

Stay till my end


Don't feign to bend.

-


29 MAR 2021 AT 12:24

চোখ বুজলে যারা ঝরে পড়বে
টুপটাপ, বৃষ্টির ফোটা হয়ে।
আসলে স্বপ্নবিলাসী আমি;
তারাদের সাথে সংসার,
গাছেদের সাথে বন্ধুতা,
হাওয়ায় সাথে ভ্রমণ।

ওরা ছেড়ে যায় না।

-


29 MAR 2021 AT 12:15

বসন্ত হোক দীর্ঘতম;

অপেক্ষার হোক অবসান
এক মুঠো রং যত্নে রেখো
আমার নামে, খুঁজে দেখো
হয়তো মিলবে তান।

-


29 MAR 2021 AT 12:08

চারপাশে সব চির খাওয়া দেওয়াল
ঢাকছে সাময়িক রঙিন সাজে,
উৎসব তো, একটু হোক না হাওয়া বদল।

কেউ তখনও স্বচ্ছ শুভ্র
তোমরা যাকে বেরং বলো; আদোতে নয়,
রং যে তার‌ও ভীষন প্রিয়,

বদল টুকু জুড়তে মানা।
প্রকাশ্যে সুখ ক্ষণস্থায়ী,
সযত্নে অলংকার দামী।

কে দেখেছে পাগলামো তার,
কে জানে সে গভীর কত,
কোথায় সে আজ একলা একা -

হয়তবা সে লুকিয়ে আছে,
অজান্তে কার‌ও মনের খাঁজে।

-


19 MAR 2021 AT 1:24

There is no source of darkness, but the light has..
That's why it (darkness) waits and waits for the best gleam to hug it tight and offer ownself entirely...

-


Fetching Moumita Mou Quotes