QUOTES ON #শিক্ষকদিবস

#শিক্ষকদিবস quotes

Trending | Latest
25 MAY 2019 AT 23:48

আকাশের বুকে, সন্ধ্যে তারা।
সন্তান অচল, মা ছাড়া!
হাওয়ার গায়ে, বাঁধলো মন-
মাটির ঠোঁটে, গাছ জন্মাবে কতক্ষন!!
নিশিরাতে, ঝিঝির আওয়াজ-
ব্রেনের মধ্যে, দুম-দাম বাজ!
সিঁড়ির নিচে, ফুচকার তেল-
ব্যাস্ত ট্রেনে আমরা, ছোট্ট হোটেল।
যুদ্ধ হোক সবেতে অবশ,
শুভ হোক শিক্ষক দিবস....
নিরাপত্তা বাড়ুক খাবারে,
আদি শিক্ষক ধন্যবাদ তোমারে..

-















-



মায়ের কোলে জন্ম নিয়ে দেখছি পৃথিবীর আলো,
তারই স্নেহে বড়ো হয়ে দেশকে বেসেছি ভালো।
মায়ের পর জীবনে শিক্ষকেরই মান,
জীবন পথে চলার মাঝে তাঁদের অনন্য অবদান।

শিক্ষার আলো প্রথম জ্বালেন, জীবনে শিক্ষাগুরু,
তার শিক্ষায় বড় হয়ে, জীবন যে হয় শুরু।
আঁধার হতে আলাের দিশায়, পথটি দেখান তিনি,
তারই কাছে সারাজীবন, থাকবো মোরা ঋণী।

জীবন পথে চলার মাঝে, হাতটি ধরেন তিনি,
পাশে থেকে শিক্ষা দেন, শিক্ষাগুরু বলে মানি।
জন্মে ছিলেন মনীষী এক, এই ভারতের ঘরে,
মানুষ-জন জানতেন তাঁরে, সর্বপল্লী রাধাকৃষ্ণন বলে।

অনেক গুণের গুণী তিনি, নানান সৃষ্টির নেশা,
শুরুতে তিনি শিক্ষক ছিলেন, শিক্ষাকতাই যে তাঁর পেশা।
পালন করি শিক্ষক দিবস, তাঁরই জন্ম দিনে,
সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি, ভক্তি-শ্রদ্ধা মেনে।

-



*রঞ্জিত*

-



একজন শিক্ষকের যেমন, সবাই প্রিয় ছাত্র হয় না।
তেমনি একজন ছাত্রেরও জীবনে,সবাই সেরা শিক্ষক হয় না।

-


5 SEP 2020 AT 2:52

#হ্যাঁ আমি খারাপ ।
#সময় কথা বলে !

"জীবনের একটা সময় এসে বুঝতে পারবে,মুদ্রি অর্থাৎ ইম্প্রেস করার রোগটা তোমার একেবারে স্পিরিটের মতন ঊবে গেছে আর তখন, সময় তোমায় বলে দেবে সব গল্পে ভালো হওয়া যায় না । সময়ের সঙ্গে চলতে চলতে একজন ইম্যাচিওর গাধা থেকে তুমি বিশাল ম্যাচিওর অকাল পক্ক না হলেও তুমি এটুকু বুঝে যাবে, তুমি একজন লড়াকু মানসিকতায় পরিণত হয়েছ । যেখানে লড়াইটা গত তুমির থেকে আগামী তুমির সাথেই,মডিফিকেশনের --জীবনে কিছু করতেই হবের তাগিদে। কোনো বস্তু বা ব্যক্তি বিশিষ্ট নয়!"

(ক্যাপশনে গোটা লেখাগুলো, অনেকটাই বড়,শিক্ষক দিবস স্পেশ্যাল উপহার । ধৈর্য ধরে পড়বেন, না পড়ে লাইক দেবেন না প্লিজ😊🙏💓)

-


5 SEP 2020 AT 13:13

শুধু একটি উৎসব পালনের দিন নয় , প্রকৃত শিক্ষায় সমৃদ্ধ হোক ভবিষ্যৎ জীবন , এই হোক শিক্ষক দিবসের শপথ ।

-


5 SEP 2020 AT 9:46

শিক্ষা ছাড়া এই সমাজে একটি পা ফেলাও যেনো দায়,
সেই শিক্ষা দেওয়ার কাজটিই ওনারা সারাজীবন করে যায়।
জ্ঞানের ভান্ডারে পরিপূর্ণ ও আলোর পথের দিশারী,
ওনারাই করেন এই সমাজে মানুষ গড়ার কারিগরি।
ছোটো ছোটো চারা গাছ গুলো পরিচর্যা আর যত্ন ভরে,
সুশিক্ষা দিয়ে, আদর্শ ও চরিত্রবান বৃক্ষে রূপান্তরিত করে।
নিজের সাধ্য মত ছাত্রছাত্রী দের তাঁরা পূরণ করেন খামতি,
অন্যায় করলে শাস্তি দেন, তবুও ভালোবাসায় পরে না কমতি।
বাবা- মা এর পরেই তো তাই সেই মহান মানুষ গুলোর স্থান,
আজকের এই দিনে সমস্ত শিক্ষা গুরু দের জানাই শ্রদ্ধা ও সম্মান ।

হুসনেআরা..✍️

-


5 SEP 2019 AT 8:40

অভাব ছিল অধিক জ্ঞানের,
অজানা ছিল প্রচুর তথ্য;
আপনার সংস্পর্শে এসে,
ভ্রান্ত ধারণাগুলি হয়েছে ধ্রুব সত্য।
ভেসে গেছিলাম আমি গভীর সমুদ্রে,
খুঁজে পাইনি কোনো নদীর কূল;
আমার দেখা অসাধারণ শিক্ষক,
আর কেউ নয় আপনি এস. এম নাজমূল।

-


5 SEP 2020 AT 10:46

শিক্ষক, শব্দটা শুনলেই কিরম একজন গম্ভীর মোটা গোঁফ বাগানো স্যার, কিংবা বড় বড় চোখ করা দিদিমণি মনে পড়ে। পরীক্ষা দিতে যাওয়ার আগে মা দইয়ের ফোঁটা দিত কপালে। বাবা গম্ভীর, "ভালো করে প্রশ্ন বুঝে উত্তর লিখবে"।
স্যারদের নাম দিতাম, খাতায় কমিক ছবি আঁকতাম। পরীক্ষার সময় দরজা দিয়ে উকিঝুকি, কোন স্যার আসছেন!
আমি দেখেছি জমা জল ভেঙ্গে বাড়ি এসে ডাউট ক্লিয়ার ক্লাসটা ঠিক করিয়ে যেতেন। বিজয়ার প্রণাম করার পর এক প্লেট মিষ্টি। কেলভিনের থিওরি না বুঝতে পেরে, আবোল তাবোল প্রশ্ন করলেও রেগে যান নি। উচ্চ মাধ্যমিকে অঙ্কে ৯৫ পেয়ে স্যার কে প্রণাম করতে গেছিলাম। "আরো ভালো করতে হবে" পিঠ চাপড়ে বলেছিলেন, আজও মনে আছে।
স্লেটের ওপর চকের ঘষার আওয়াজ, রোল কল হলে চেঁচিয়ে "ইয়েস স্যার!" ভাইভার ভয়। প্রাকটিক্যাল খাতা সই। সবেতেই ওনারা শিখিয়েছিলেন, আরো ভালো করতে হয়, থামতে নেই।
আজ শিক্ষকদের জন্যে, এই লেখাটুকু থাক। স্কুল ছুটির ঘন্টা বেজে গেছে। চলি।

-