আমার ফোনের মধ্যে এখন সব থেকে-
পছন্দের অ্যাপ " ইয়োরকোট " তুমি।
তোমার জন্যই এখন রোজ নিজেকে,
নতুন করে চিনি, নতুন করে জানি।
তোমার জন্যই আমার হিজিবিজি-
ভাবনা গুলো পেয়েছে নতুন দিশা।
তোমার নিত্য নতুন চ্যালেঞ্জের জন্যই ,
বেড়েছে আরো লিখা লিখির করার নেশা।
এই লকডাউনে তোমার মতো সব সময়ের-
বন্ধু পেয়ে, সত্যি আমার জীবন ধন্য।
তোমার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা,
আর ভালোবাসা রইলো তোমার জন্য।
-
নতুন বছর নতুন দিন, উচ্ছাসিত সবার মন..
21 সালের নিধন হলো, 22 এর হলো আগমন।
আসবে যাবে বছর গুলো, এটাইতো চিরসত্য নিয়ম..
ভালো মন্দ সবই থাকবে, এভাবেই তো কাটবে জীবন।
কী পেয়েছি, পায়নি কী কী, হিসেব কষা চুলোয় যাক..
সুখ-দুঃখ সব মিলিয়ে , সব মানুষই ভালো থাক ।
ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা করে, বাঁচছে যারা লড়াই করে..
বদল তাদের জীবনে হোক, শুধুই নয় ক্যালেন্ডারে।
হুসনেআরা..
-
বাংলা আমার মাতৃভাষা, বাংলায় শুরু প্রথম বুলি,
বাংলা আমার প্রাণের ভাষা, আমার চরম আবেগের ঝুলি।
অ, আ, ক, খ দিয়ে শুরু যে ভাষার আজ বিস্তৃত বহুদূর,
নাটক, উপন্যাস, কবিতা, গানে এ ভাষায় আছে মধুর সুর।
বাংলা আমার শিরা উপশিরায়, বাংলা প্রতিটি নিশ্বাসে,
বাংলা আমার হাসি কান্নায়, ভালোবাসা আর বিশ্বাসে।
আমার মাতৃদুগ্ধ সম বাংলা ভাষা, এ ভাষায় আমার জ্ঞান ভান্ডার,
আমি গর্বিত আমি বাংলা ভাষী, এ ভাষা আমার অহঙ্কার।
হুসনেআরা..✍️
-
কতোদিন হলো দেখিনি তোমায়
ছোঁয়নি তোমায় হাত দিয়ে,
কতোদিন তোমায় জড়িয়ে ধরিনি
দেয়নি মুখে হাত বুলিয়ে।
কতোদিন হলো একা খাটে আমি
আমার পাশে তোমার অভাব,
তুমি জানোনা তোমার বুকে মাথা রেখে
আমার ঘুমিয়ে থাকা স্বভাব।
কতোদিন হলো এক সাথে খাইনি
ঘুরতে যায়নি তোমার হাত ধরে,
সবাই আছে আমার চারপাশে
তবুও একলা আমি মন জুড়ে।
ছুটে চলে যাবো তোমার কাছে
আমার অবুঝ ইচ্ছা জাগছে বুকে,
ফোন কলে আর মন ভরে না
ভিডিওকলও লাগছে ফিকে।
হুসনেআরা...
-
সারাদিন তোমার কথা ভেবে চলা আমার মনটা জানে তোমায় কতোটা
ভালোবাসি
তোমার নাম শুনে ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা জানে তোমায় কতোটা
ভালোবাসি
একটুখানি চোখের আড়াল হলেই তোমাকে খুঁজে বেড়ানো আমার দৃষ্টিটা জানে তোমায় কতোটা
ভালোবাসি
তুমি বাইরে গেলে তোমার জন্য চিন্তামগ্ন আমার মনটা জানে তোমায় কতোটা
ভালোবাসি
তোমার শরীর খারাপের সময় আমার প্রতিটা অস্থির সেকেন্ড জানে তোমায় কতোটা
ভালোবাসি
তুমি কষ্ট পেলে আমার চোখের কোণে জমতে থাকা জলেরফোঁটা গুলো জানে তোমায় কতোটা
ভালোবাসি
দীর্ঘক্ষণ তোমার ফোনকল না পেলে আমার অভিমানটা জানে তোমায় কতটা
ভালোবাসি
বার বার তোমার কাছে ছুটে যেতে চাওয়া আমার আবুঝ মনটা জানে তোমায় কতোটা
ভালোবাসি
বার বার মুখে না বললেও আমার প্রতিটি শ্বাস প্রশ্বাস জানে তোমায় আমি ঠিক কতটা
ভালোবাসি.
ইরা...-
তোমার ভালোবাসার উষ্ণপরশে
আমার শরীর উষ্ণতা পায় খুঁজে,
তোমার চুম্বন ছুঁলে আমার কপাল
চোখের পলক অজান্তেই যায় বুঁজে।
-
"কথা দিলাম" সারাজীবন তোমার হয়েই রইবো,
সব রকম পরিস্থিতিতে তোমার পাশেই থাকবো।
"কথা দিলাম" ছাড়বো না হাত বাধা আসুক যতোই,
সবকিছু পাল্টে গেলেও রইবো তোমার মনের মতোই।
"কথা দিলাম" সারাজীবন মান রাখবো তোমার ভালোবাসার,
সব সময়ই চেষ্টা করবো তোমাকে ভালো রাখার।
"কথা দিলাম" তোমার আঙুলে সদাই থাকবে আমার আঙুল,
তোমার প্রতি ভালোবাসা আমার কম হবে না এক চুল।
"কথা দিলাম" সারাজীবন তোমায় জড়িয়ে রাখবো বুকে,
হাজার ঝড় ঝাপটা জয় করে আমরা সংসার করবো সুখে।
"কথা দিলাম" সারাজীবন রাখবো তোমায় আদর যত্নে ভরে,
একসাথে আমরা পূরণ করবো আমাদের স্বপ্ন গুলো একটু একটু করে।
যদি তুমি পাশে থাকো সব কথা আমি ঠিকই রাখতে পারবো দেখো,
তুমি শুধু সারাজীবন আমার হয়ে, আমার কাছেই থেকো...
হুসনেআরা...
-
"ওই" তুমি কি জানো তোমায় আমি কতোটা ভালোবাসি,
এখন আমি প্রতিটি নিঃশ্বাসে তোমার নামেই বাঁচি।
অনেক বড়ো পূণ্য করেই পেয়েছি তোমার মতো জীবন সাথী,
তাইতো নিজেকে মনে করি অনেক বড়ো ভাগ্যবতী।
আমি একটু জেদী, রাগী আর মস্ত বড়ো অভিমানের পাহাড়,
তবুও তোমার ভালোবাসার কাছে আমি হার মানি বার বার।
এরম ভাবেই সারাজীবন তুমি থেকো আমার পাশে,
আদর দিয়ে যত্ন দিয়ে রেখো ভালোবেসে... ❤
-
আমি একটু অগোছালো আর অনেকখানি অভিমানি,
তবে আমায় কেও ভালোবাসলে তার মান আমি রাখতে জানি।
মাঝে মাঝে একটু দুষ্টু আবার আবদার ও খুব কম নয়,
বাড়ির কেও একটু বকলেই কেঁদেই করি বিশ্বজয়।
অচেনা কারোর সাথে মিশতে আমার একটু খানি লাগে সময়,
প্রথমে একটু উল্টো বুঝলেও পরে বোঝে আমি অতটাও খারাপ নয়।
রাগ করলে দ্বিগুণ হয় গলার স্বর কান্না আসে অজান্তেই,
তবে আবার সব কিছু ভুলে স্বাভাবিক হয়ে যায় নিমেষেই।
শ্রদ্ধা সন্মানের যোগ্য ব্যাক্তিকে সর্বদাই দেই সম্মান,
তবে অস্বাভাবিক আচরণের ব্যাক্তি আমার কাছে পাইনা মান।
নিজের কাজ নিজে করতেই আমি বেশি পছন্দ করি,
গন্ডগোল বা অযথা তর্ক থেকে অনেক খানি দূরে সরি।
আমার কোনো ট্যালেন্ট নেই পড়াশোনা টাই ভালোবাসা,
ছোটো বড়ো হাজার ইচ্ছা মনে বেঁধে আছে বাসা।
ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল শিক্ষিকা হবো একদিন,
জানি না সে স্বপ্ন আমার পূরণ হবে নাকি কোনোদিন...
হুসনেআরা...
-