।। প্রাপ্তি নয়, স্বীকৃতি চাই।।
যদি ভালোবাসার স্বীকৃতি মেলে তবে আমার প্রাপ্তিতে এতো তাড়া নেই।
আমি তার ভাবনাতে আছি,
এটাই বা কমতি কিসের
শত ব্যস্ততার মাঝে তার ওষ্ঠ পল্লবে মৃদু সুরে,
একটা নামের সরল উচ্চারণ ধ্বনি "আমি" !
কমতি দেখি না কিছু।
স্বীকৃতির এই বিশালতার কাছে প্রাপ্তির অণু কণার প্রতি আমি বৈরি।
তাকে নিয়ে ধাতব তৈজসপত্রের সাথে সংসার করাটা যদি হয় প্রাপ্তির স্বরূপ,
ঘুম ঘুম নেশায় মালিকানার দাবিতে তার দেহে চাষ করাটা যদি প্রাপ্তির ইঙ্গিত দেয়,
প্রাপ্তি স্থান অর্জনকারীর বিপরীতে আমার বিজয় হাসি
তুমি গন্ডীতে আবদ্ধ প্রেমিক...
সেখানে আমি হৃদয়ে নোঙর করা জাহাজের নাবিক।
পুনরায় শুনো সুহাসিনী,
প্রাপ্তিতে আমার বৈরিতা,
আমি স্বীকৃতি প্রাপ্ত প্রেমিক এটা আমার দাবী।
— % &
-