✨мσумυя αℓαм ραιк✨   (আগন্তুক...♡)
1.1k Followers · 63 Following

read more
Joined 6 June 2020


read more
Joined 6 June 2020

।। সবেতে-ই দুই ।।


আজ
তারিখ,
আজগুবি
সবেতে দুই!
সামনাসামনি
দুজনে সমাধান,
বৈরীতার অবসান!
দুজনে মিলে ভালোবাসি,
স্বপ্ন বুনি রাশি রাশি।
দু'য়ে দু'য়ে চারি তো?
ঠিক অঙ্ক কষি!
দু'য়ে মিলন,
বিভাজন
নয়কো
যোগে
তে!

— % &

-



।। প্রাপ্তি নয়, স্বীকৃতি চাই।।

যদি ভালোবাসার স্বীকৃতি মেলে তবে আমার প্রাপ্তিতে এতো তাড়া নেই।
আমি তার ভাবনাতে আছি,
এটাই বা কমতি কিসের
শত ব‍্যস্ততার মাঝে তার ওষ্ঠ পল্লবে মৃদু সুরে,
একটা নামের সরল উচ্চারণ ধ্বনি "আমি" !
কমতি দেখি না কিছু।
স্বীকৃতির এই বিশালতার কাছে প্রাপ্তির অণু কণার প্রতি আমি বৈরি।
তাকে নিয়ে ধাতব তৈজসপত্রের সাথে সংসার করাটা যদি হয় প্রাপ্তির স্বরূপ,
ঘুম ঘুম নেশায় মালিকানার দাবিতে তার দেহে চাষ করাটা যদি প্রাপ্তির ইঙ্গিত দেয়,
প্রাপ্তি স্থান অর্জনকারীর বিপরীতে আমার বিজয় হাসি
তুমি গন্ডীতে আবদ্ধ প্রেমিক...
সেখানে আমি হৃদয়ে নোঙর করা জাহাজের নাবিক।
পুনরায় শুনো সুহাসিনী,
প্রাপ্তিতে আমার বৈরিতা,
আমি স্বীকৃতি প্রাপ্ত প্রেমিক এটা আমার দাবী।
— % &

-



চোখের পারে আছড়ে পড়ে, একের পর এক ঢেউ,
তোমায় আমি হৃদয় দিলাম, আবির অন্য কেউ।— % &

-



খোয়াব:- অন্তিম পর্ব— % &

-



অনুভূতির অন্তরালে কেন আমায় জড়ালে?
কথা দাও টেনে নেবে বুকে, দু'হাত বাড়ালে! — % &

-



পাঞ্জাবি ভিজে সব, ছতরি-ই আশ্রয়!
কাল পরবাে টা কী? এই ভেবে ভয় হয়।— % &

-



খোয়াব:- দ্বাদশ পর্ব— % &

-



মাঝে মাঝে মনে হয়, হাতের এই আঙুল গুলো মুখে বিষ তুলে নেয়!
মাঝে মাঝে মনে হয়, এই আঙুল গুলো গলায় ফাঁস পরে নেয়।।
আজ খুব স্পষ্ট....
আমায় একটা ধানক্ষেত উপহার দাও,
আমায় একটা নীল মৃত্যু দাও।।
আজ হৃদয়ে তীব্র কষ্ট....
এই হাত দু বুকে তিব্র কিল চড় বসায়,
এই হাত ঘাসের মুঠোয় ছড়িয়ে দেয় জগৎ,
আছড়ে ভাঁঙা হলো না!
বালিসে মুখ গুঁজে সৈকত।।
ছোটবেলায় আখরোট ভাঙা দেখে হাসতাম...
— % &

-



ক্লান্ত হয়ে এলো মন, সন্ধ্যে হোক ধীরে ধীরে...
অপেক্ষার কত প্রহর কাটলে বলো; তুমি আসবে ফিরে?

-



খোয়াব:-একাদশ পর্ব

-


Fetching ✨мσумυя αℓαм ραιк✨ Quotes