খোয়াব- (পঞ্চম পর্ব)
-
উদিত জীবনের আস্বাদ কে রেখেছি সরিয়ে, গোধূলি ছুঁয়ে জীবন বেচে-ছে অস্তাচলের পথে।
পরিচিত জীবন আজ আগন্তুক আমার কাছে, জীবন নিয়েছে ধূমকেতুর রূপ সূর্যকে সাক্ষী রেখে।-
একুশে ফেব্রুয়ারি মানে কত স্মৃতি আছে জড়িয়ে,
বাহান্নর ভাষা আন্দোলন দিলো ইতিহাস গড়িয়ে।
কত শত মুক্তি যোদ্ধা লড়াই করেছে দিয়েছে প্রাণ,
অন্তরের ভাবনায় সৌভাগ্যে পেয়েছি বর্ণমালার দান।
একুশ মানেই রক্ত রাঙানো এই বসুন্ধরায়,
একুশ মানেই রফিক, জব্বার, সালাম বর শহীদদের রক্তের বন্যায়।
একুশ মানেই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,
মাতৃভাষায় কথা বলি গভীর মর্মে উপলব্ধি করি এই ভাষা দিবস।
বাংলা আমার মায়ের ভাষা প্রথম উচ্চারণে অ আ বলা,
স্বদেশ আমার স্বদেশ আমার সব কিছুতেই সেরা।
আমার গর্বে ভরা ভালোবাসা আমার সোনার বাংলা,
শিশুর কান্নায় শিশুর প্রথম উচ্চারণ এই মায়ের ভাষা।
একুশ মানেই মোদের কাছে প্রদীপের শিখা আলোর অবদান,
একুশ মানেই স্বাধীনতার লাল সবুজ পতাকার রক্ত ঝরা দান।
ফেব্রুয়ারি একুশ আসে মানেই সেইদিন সবার কাঁদে প্রাণ,
শহীদদের স্মরণে সম্মান জানিয়ে গাই মোরা বাংলাভাষার জয়গান।-
যাকে ঘিরে এত কলরব, কবিতা-গল্প-উপন্যাস ঝড়ছে অজস্র বুলি,
গর্ব মোদের বাংলা ভাষা, তাকে যেন কখনও না ভুলি।।-
জীবনের খোঁজে আমি:-
--------------------------
দিগন্তের নীল আভায় খুঁজেছি জীবন,
শুনেছি তার জীবনের ক্ষণগুলোর কথা।
তাতে মিশিয়েছি নিজের জীবনের একটুকরো সুখকে,
কখনওবা নীল আভার অস্তিত্ব কে রাখতে চেয়েছি টিকিয়ে,
করেছি তার সামান্য প্রচেষ্টা, নিজের মতন করে।
দিগন্তের নীল আভায় খুঁজেছি জীবন,
তার সুখটুকু কে করে গেছি সন্ধান....-
ওহে প্রেম, এত কি মায়া তোর অন্ধকার ঘরে?
ঠকবাজরাও কবিতা লেখে, প্রতারিত হওয়ার পরে।-
মেঘের অভিমান:-
---------------------
জমাট বদ্ধ মেঘেরা হয় আমার সঙ্গী,
ওদের অভিমান বিসর্গ করে বোঝাতে চায় আমায়।
একফালি আকাশ ঘিরে রাখে আমার জীবন,
মেঘেরা সম্পর্ক গড়ে চলে আকাশের সাথে,
আমি হই অন্তর...-