সকালে রবি উদিত হয় যখন
দেয় মিষ্টি রোদ্দুর ছড়িয়ে ,
মন ভরানো সেই রোদটাকে তাই
মোরা সর্বাঙ্গে নিই ভরিয়ে ।
দুপুরের সেই রোদের আঁচে জানি
জীবন হয় যেনো ওষ্ঠাগত ,
প্রখর সেই সূর্যের ভয়াবহ জ্বালায়
কতো লোক হয়গো মৃত ।
এখন রোদের তাপকে কাজে লাগিয়ে
মানুষ তৈরি করছে নানা সৃষ্টি ,
যখন প্রচন্ড রোদের ছটায় হা হা ওঠে
কেনো তখনও ঝরেনা বৃষ্টি ?-
সারারাত ধরে ঝড়েছে বৃষ্টি সেই
বৃষ্টি দেখা ভোরের আলো ,
হয়তো এখনই বৃষ্টি থেমে গিয়ে
ঘুচাবে সব মেঘের কালো ।
অরুনদয়ের সাথে পৃথিবী দেখবে
মেঘ মুক্ত সুনীল আকাশ ।
খুশির আনন্দে সবাই উঠবে মেতে
আর বইবে মলয় বাতাস ।
বৃষ্টি দেখা ভোরের আলো ছুঁয়েছে
আমার মনের গভীরতা ,
বৃষ্টি থেমে ওই আকাশে দেখা যায়
তীব্র রোদ্দুরের প্রখরতা ।-
গনগনে রোদের আঁচে
ভরা নিদাঘ তাপে,
পথশিশুর জীবন আস্তাকুঁড়ে।
অশক্ত শ্রমের মূল্যে,
জোটে কিছু উচ্ছিষ্ট,,,,,
ক্ষুধার মানিক জ্বলে।
শহরের হাঁকডাকে,
পাষানীদের উল্লাসে.....
চাপা পড়ে ছোট্ট মিনতিগুলি।
না পায় দুধের স্বাদ,,,,
না পায় কাজলের টিপ,
সর্বহারা,অনাদরে কাঁদে।।
-
রোদের খেলা
রোদের খেলায় তুমি আমি সারা বেলায়-
দিন কেটে যায় মত্ত খেলায় বেলা অবেলায়,
মনের যত লুকোচুরি রৌদ্র ছায়ায়।
আদুরী রোদের পরশ পেয়ে মনে পুলক জাগে -
ভুলগুলো সব ঝরে পড়ে ঝরা পাতার অনুরাগে।
না বলা কথারা রোদেলা পরশ পেয়ে স্পর্শ সুখে ভাসে-
মনের যত আঁধার ছিল খিলখিলিয়ে হাসে,
হৃদয় মাঝে হাজার প্রদীপ জ্বলে
আলো হবার নিশ্চিত আশ্বাসে।
Jaba Dey.
আশে।
-
আমি তখন মেঘলা দিনে চিলতে রোদের অপেক্ষাতে,
তুমি তখন বনময়ূরী, মত্ত উড়ো মেঘের সাথে।
দ্বন্দে পড়ে দু'য়ের মাঝে, মেঘ বালিকা রেগেই গেলো,
হঠাৎ দেখি সূয্যি মামা, আলোকধারায় স্নান করালো।
মেঘ রোদের আজব খেলায়, আমরা তখন ধন্দে পড়ি,
আকাশ তখন মুচকি হাসে, বাতাস বলে বেরিয়ে পড়ি!-
রাঙা মুখে চোখে ক্লান্তি ঘর্ম ঝরে,
তবুও বিরাম লগ্ন আসেনি, অভাবী ছোট্ট ঘরে..
কৃষিদেবতার চোখের পাতায়, অনিশ্চয়ের ছাপ
রোদের আঁচে শুকায় ফসল, অসহনীয় তাপ..
মানুষ রুপী বিশ্বকর্মা, মাথায় ইটের পাহাড়
সিক্তদেহ কঠোর হয়েছে,জোগাতেই হবে আহার..
বৃদ্ধ সারথী শহরের বুকে ছুটে বেড়াচ্ছে রোজ,
আশাবাদী আঁখি যাত্রীর আশে,
অবিরত করে খোঁজ..
পুড়ছে শহর রোদের আঁচে,আগুন ঝরানো দিনে
তবুও থামেনি জীবন যুদ্ধ, রুক্ষের আবাহনে..
রোদের আঁচে সে শক্তি নেই,
যা দায়িত্ববোধে আছে..
ভালোবাসা ভরা সম্পর্ক গুলো
সকল দূর্গমে বাঁচে...
-
ছেঁড়া ক্যানভাস ভাঙা জানলায় এক দুরাভাস
ছুটে চলে যায়,
রঙ সবুজে মিশে একাকার বিকেলের আলো
চেনা বিছানায় ;
ওই দূরে আরও দূরে যেখানে হাওয়ায় হাওয়ায়
বিবাগী সম্মোহণের শৈশবের রোদের খেলায়।-
রোদের খেলা
সকালবেলা রোদের লাল আলো
যেন শিশুর রাঙা গাল দুটো। হেমন্তের
মিঠে রোদ সাজায় অলস দুপুর। শীতের
সকালের রোদ্দুরে ঠাকুমা পিঠ দিয়ে রোদে
বড়ি দেন নক্সা কেটে। দুপুরের শীতের
রোদে ঠাকুমা আচার শুকোন ছাদে।
শেষ রোদের আলো ছেড়ে দেয়
সন্ধ্যার বুকে।
-
রোদের কোলে শীতের ক্ষত ,
শুকিয়ে যায় খুব তারাতারি ।
জীবনের ও আছে অনেক ক্ষত,
শুকিয়ে যেতে হয় দেরি ।।
শরীরের ক্ষত মলমেই সারে ,
শুধু সময় লাগতে পারে ।
মনের ক্ষত সারাতে মোদের,
জায়গায় পৌঁছাতে হবে বারে বারে।।-
রোদের লুকোচুরি,
খেলায় শরৎকালে ।
মিঠেরোদ মেলে,
হেমন্তকাল এলে ।।
রোদের লুকোচুরি,
দেখতে লাগে ভালো ।
কখনও আঁধার ,
কখনও দেখি আলো ।।
রোদের লুকোচুরি,
যখন সূর্য ঢাকা মেঘে ।
মেঘ সরলেই ,
আবার রোদ ওঠে জেগে ।।
এভাবেই চলে ,
জীবনের চলার পথ ধরে ।
সেথাও চলে ,
লুকোচুরি জানা যাবে পরে ।।
-