Swapan Ghosh   (Swapanghosh)
109 Followers · 658 Following

Pandaveswar M/S $arvamangala medical store
Joined 7 August 2020


Pandaveswar M/S $arvamangala medical store
Joined 7 August 2020
24 JUN AT 17:56

&&&&&&& মা &&&&&&&
'মা' ডাকতে মায়ের ই মানা,
এসব তত্ব জানে কয়জনা ।
মায়ের তত্ব বুঝতে হলে,
মাতৃত্বে করতে হবে আনাগোনা ।।

মা বলছে মা বলে ডেকোনা,
এতো বড় ই কঠিন কথা ।
সারদা মায়ের জানলে তত্ব ,
অনুভবে দ্বারা জানবে যথা ।।

বিচিত্র এই মা সারদা তত্ব ,
যার তল পাওয়া বড় ভার ।
ক্ষেপা খুঁজে পরশ পাথর,
পেলোনা খুঁজে ,হলো হার ।।

'মা' শব্দ ছিল তাই অনাহত ,
ভুমিষ্ট হয় তাই প্রথমত ।
ওঁ শব্দ আছে ব্রহ্মাণ্ড জুরে,
তাই ভেবে খাই থতমত ।।।

-


24 JUN AT 13:43

শিউলী ফুলের গন্ধ ভাসে ,
পূজো পূজো গন্ধ আসে ।
আসছে পূজো সেটাই ভালো,
আশ্বিন কার্তিক দুই মাসে ।।

শরতের মেঘ দেয় হাতছানি,
সাদা মেঘ যায় ভেসে ভেসে।
উড়ে যায় এক দুইখানি ,
কাশফুল ওঠে হেসে হেসে ।।

পূজো আসে সুখ দুঃখ ভরা,
কোথাও বন্যা কোথাও খরা ।
গৃহহীন হয়ে কেহ নদী পারে,
তাদের আনন্দ দেয়না ধরা ।।

তবুও আগমনীর সুর বাতাসে,
আনন্দে মেতে ওঠে সারাদেশ ।
হর্ষ বিষাদ থাকবে সবই,
ধুয়ে মুছে যাবে যত ক্লেশ ।।




-


21 JUN AT 22:54

*******অদৃশ্য *********
দিগ্ দৃশ্য বিবেক আছে,
দৃশ্য নয় সবই অদৃশ্য ।
অন্তর অন্তস্থল খুঁজলে ঠিক,
অদৃশ্য হয়ে যাবে দৃশ্য ।।

অদৃশ্য তে বাদ দিলে অ ,
হয়ে যায় সে তো দৃশ্য ।
দৃশ্যতঃ সব কিছু আছে,
দিগ্ দৃশ্য বিবেক ও বিশ্ব ।।

যাকে যায়না দেখা সামনে,
তাকেই অদৃশ্য বলে জানি ।
অদৃশ্য কে যায় যে দেখা,
সেটাও মনে মনে মানি ।।

পূরাতন অনেক সৃষ্টি ছিল,
আজ তা হয়ে গেছে অদৃশ্য ।
আজ খুঁজেও পাবোনা সেসব,
যদি খুঁজে ফিরি সারাবিশ্ব ।।

-


20 JUN AT 10:25

বৃষ্টি যেমন দুঃখ,
‌অতি বৃষ্টি হলে ।
আর বৃষ্টি নাহোলে ,
আনন্দ যাবে চলে ।।

অতি বৃষ্টির ফলে,
প্লাবন দিকে দিকে ।
বন্যা হবে শুরু ,
মন হবে ফিকে ।।

প্রকৃতি দেবে বৃষ্টি ,
এতো বিধাতার সৃষ্টি ।
চারি দিকে জল,
যেদিকে যায় দৃষ্টি ।।

বৃষ্টিতে আছে সুখ ,
বৃষ্টি যেমন দুঃখ ।।

-


17 JUN AT 13:35

*************পিতৃ দিবস **************
আজকে নাকি পিতৃদিবস,
শুনলে ভীষণ হাসি পাই ।
বৃদ্ধাশ্রমে থাকা বাপেরা ,
করছে বসে হায় হায় ।।

বিগত দিনে ছিলনা কিছু,
ছিলনা কোন ও বৃদ্ধাশ্রম ।
বাবার মুখে হাসি সদা,
দূঃখ ছিল অনেক কম ।।

আনন্দে তে কাটত দিন,
ছেলে ও মেয়ের সাথে ।
একসাথে বসে খেত,
সবাই এর ওর পাতে ।।

দিনে দিনে হচ্ছে এসব,
দেখতে হবে আরও কত ,
মানুষ মোর কবে হবো!
খাচ্ছি ভেবে থতমত ।।

-


6 JUN AT 22:30

**************মন ************
দুটি মন সুমন আর কুমন ,
একটি ভালো অন্যটি মন্দ ।
ভাবতে গিয়ে চলে যায় দিন,
কাটে নাকো সেই মনের ধন্ধ ।।

সুমন কেবল ই ভালোর জন্য,
কুমন ভাবে সেটা কিন্তু অন্য ।
সুমন সবার কাছে ধন্য ধন্য ,
কুমন এমন ‌ই যেন সে বন্য ।।

মাঝে মাঝে ভাবে তাই মন,
কোথা হতে আসে এই ভাব ।
একি তবে বিধাতার ই খেলা,
বিধাতা বলে ভেবে নাই লাভ ।।

মনকে বেঁধে রাখা বড়‌ই কঠিন,
দিশে হারা হয়ে করে ছুটোছুটি ।
সুমন আর কুমন দুয়ে মিলে,
মজা পেয়ে খায় লুটোপুটি ।।।

-


4 JUN AT 17:40

তার জন্য ছেড়েছি সব,
তার কথা ভুলনি আজো ।
‌‌‌‌‌ তার কথা বলি সবে ,
রুদ্রবীণা রূপে বাজো ।
‌‌‌হৃদ মাঝে রাখি তারে,
মনে পড়ে বারে বারে ।।।

-


11 MAY AT 21:29

***********মাতৃ দিবস ***********
মায়ের আবার দিবস কি ?
মা আছে প্রতিপল প্রতিদিন ।
দিবস দিবস কোরে মোরা,
বছর পরে পালছি এদিন ।।

একদিন শুধু পালিত হলে ,
মায়ের কি ! কিছু যায় আসে ?
মায়ের সদাই মিষ্টি হাসি ,
সদা সর্বদা মনে ভাসে ।‌।

আলাদা করে দিনটির মানে,
নেইকো কিছু তাদের মনে ।
সদা সর্বদা হাসি মনে ,
করে যান তিনি বছর সনে।।

বিশেষ কোনও নাইকো দিন,
কেবা কারা করলো এদিন !
বিশ্বের সব মা কি জানে?
মাতৃ দিবসের কি হয় মানে!!

মুর্খ মোরা খুঁজে ফিরি ,
বছর একদিন হবে শেষ ।
মাকে ঠিক বুঝতে হলে,
মায়ের কোলে ই আছি বেশ ।।

-


11 MAY AT 11:09

***************মা*************
ভুমিষ্টের সাথে একটি শব্দ মা ,
অনাহত শব্দের সাথে যুক্ত যা ।
মুর্খ মোরা এখনো বুঝিনি যেটা,
চেষ্টা করেও বুঝতে পারিনি সেটা ।।

বিগত দিনে সন্তান ভুমিষ্ট হলে ,
মায়ের সাথে যুক্ত হতো মাটি ।
লালন পালন মায়ের কোলে ,
সেটাই কিন্তু ছিল তখন খাঁটি ।।

মোদের মাটী মোদের মাতা,
তাইতো তিনি ভারত মাতা ।
দেশের তরে ভাবছি কৈ ?
যেন পাকাধানে দিচ্ছি মৈ।।

মায়ের তরেও ভাবিনা মোরা,
তাইতো মোদের এমন দশা ।
মানুষ হয়েও নোইকো মানুষ,
কোকিল খোঁজে কাকের বাসা ।।


-


29 MAR AT 23:39

***********কান্না ********
হাসির পিঠে কান্না ,
সেটা অনেক পূরোণো কথা ।
এখন কান্নার প্রায়োজন,
এটাই নাকি নূতন প্রথা ।।

হাসির যেমন দরকার,
তেমনি দরকার কান্না ।
জাপান করেছে রীতি,
যেমন হীরে পরে পাণ্ণা ।।

কান্নার নেই কোনো মাপ,
নাই তার কোনো তলাতল ।
মায়ের চোখের জল,
মোরা‌ সন্তান তার ই ফল ।।

সেথা হাসি ও কান্না,
থাকে দুটোর ই সমন্বয় ।
মোরা কিছুই বুঝিনা,
করি শুধু তাই লোকভয় ।।

শরীর সুস্থ রাখতে ,
কান্নার ও আছে প্রয়োজন ।
হাসির মত‌ই করতে হবে,
কান্নার ও নানা আয়োজন ।।

হাসির হয়েছে নানা ক্লাব,
তাতে হয়েছে কিছুটা লাভ ।
কান্নার প্রায়োজন মিটবে কিসে,
এখন বসে বসে ভাব ।।

-


Fetching Swapan Ghosh Quotes