বিদ্যার সাগর তুমি
তোমার তুলনা নাই ,
তোমার জন্য ই মোরা,
বর্ণের পরিচয় পায় ।।
খাল বিল নদী নালা,
মিলে এসে সাগরে ।
ভাষার প্রয়োগ করে,
দেশ বাশী জাগরে ।।
বিধবা বিবাহ নিয়ে ,
তুমি করে ছিলে লড়াই ।
মোরা সব জেনেও,
করি শুধু তারই বড়াই ।।
ক্ষীরের সাগর তুমি ,
সেথা নাই নোনাজল ।
কত দীন দুখীরে তুমি,
হৃদয়ে দিয়েছো স্থল ।।
-
*******মনের কথা ২ ********
অনেক দিনের আশা ছিল ,
মাতৃ মন্দিরে যাবার ।
সেখানে গিয়ে ইচ্ছে আমার,
তিন রাত্রি থাকার ।।
ধীরে ধীরে সেদিন এগিয়ে এলো,
মোদের যাত্রা শুরু হলো ।
মোরা দুইবন্ধু মিলিত চেষ্টায়,
সে যাত্রার পূর্ণতা পেলো।।
১৬ ই সেপ্টেম্বর ছিল মঙ্গলবার ,
কাঙ্খিত মায়ের পদতলে ।
মোরা চারজনে পৌঁছে গেলাম ,
মা সারদার জন্ম স্থলে ।।
থাকার জন্য পেলাম সেথা ,
সারদা কুটির নাম তার ।
বহু পু্ণ্যের ফলে পেলাম ,
কোনো তূলনা নাহিকো যার ।।
তিন রাত্রি বাস করে সেথা,
অনেক অনেক খুশি হলাম ।
মাঝে একদিন সেখান থেকে,
কামার পুকুর দর্শনে গেলাম ।।
আজ কামার পুকুর ধন্য ধন্য,
হলো ঞ সারা বিশ্বের দরবারে ।
ছিল গদাই শ্রীরামকৃষ্ণ হয়ে,
সর্বধর্ম সমন্বয় দিলেন সর্বস্তরে ।।
প্রকাশিত হলো মনের কথা ,
যা লেখনীর নানা ছন্দে ।
আগামী দিনের পাথেয়ো হোক,
কাটুক দিন ভালো ও মন্দে ।।।
-
বিপদ সীমার পরে,
চলছে সব জলাধারে ।
ভারী বৃষ্টি হলে ,
সবাই সে জল ছাড়ে ।।
দিকে দিকে প্লাবন ,
সব শষ্য নষ্ট করে ।
জলে ডুবে যায় ,
গ্ৰাম হতে গ্ৰামান্তরে ।।
বিপদ সীমার পরে ,
জীবনে চলতে গেলে ।
অনেক ঝুঁকি নিয়ে,
তবেই বিজয় মেলে ।।
চলার পথে বাধা ,
অনেক আসতে পারে ।
তবুও চলতে হবে ,
কিন্তু হিসেব করে ।।
-
ভিন রাজ্যে গেলেই বলে পরবাসী,
মোরা সকলে ই কেবল ভারতবাসী ।
পরবাসী শুনে শুনে কান ঝালাপালা,
রাজ্যে হয়েছে শুরু ঘরে ফেরার পালা ।।
ঘরে ঘরে পরবাসী হয়েছি মোরা ,
আত্মীয় পরিজন চেনেনাকো তারা ।
কেউ কারও খবর রাখেনাকো আজ,
শিক্ষিত সমাজে পড়ে যেন বাজ ।।
মেহনতী যারা সূখে আছে তারা ,
বিপদের ডাকে তারা দেয় সারা ।
নিজেরাই আজ হয়ে গেছি পরবাসী,
মোরা ভূলে গেছি মোরা ভারতবাসী ।।-
স্বাধীনতা! কোথায় সে স্বাধীনতা ?
খুঁজছি তাকে অনেক দিন ধরে ।
শুনেছি এসেছে সে ৭৯ বছর আগে,
ফিরে গেছে স্বপ্নের ঘোড়া চড়ে ।।
কথা বলতে মানা শোনা ও যাবে না,
ব্যাক্তি স্বাধীনতা কখনও হবে না ।
যা কিছু বলার যা কিছু করার,
আমাদের ছাড়া কারো করা হবে না ।।
মোরা কাগজে কলমে পেয়েছি শুধু ,
তাতেই মোরা আছি খুশিতে ভরপুর ।
স্বাধীনতা আজ হয়ে গেছে পন্য ,
রঙিন নেশায় মোরা হয়ে আছি চুর ।।
একটি শব্দ বেঁচে আছে শুধু আজ,
স্বাধীন দেশ আর ঐ স্বাধীনতা ।
উঠতে বসতে কান ঝালাপালা ,
স্বাধীনতা খর্ব উঁকি দেয় পরাধীনতা।।-
এখন তো দেখছি সারা বছর ই বর্ষা,
কখনও মেঘ কখনও আকাশ ফর্সা ।
এই শুরু হলো কালোমেঘে ঝমঝম বৃষ্টি ,
তখনই রোদ একি বিধাতার অনাসৃষ্টি ।।
রোদ বৃষ্টি মেঘে চলছে লুকোচুরি খেলা,
বসে বসে কাটে দিন বয়ে যায় বেলা ।
জলে জলে জলাময় নদী খাল বিল ,
মাছের আশায় খাড়া একপায়ে চিল ।।
ভালো চাষের জন্য ভালো বর্ষাও চায় ,
বেশি বর্ষনে বাড়ি ঘর ভেসে যায় ।
এখন বর্ষা ঋতু বলে আর কিছু নাই,
জল বায়ূ নিয়ে বসে বসে ভাবি তায় ।।-
'আলোর আরোগ্য ' করি মনে মনে,
রাস্তার বাতি গুলা জ্বলেনা আর ।
তাই বসে বসে ভাবি মনে মনে ,
এদের আরোগ্য ! আশা নাই তার ।।
আলো আরও চায় অনেক আলো ,
নীরোগ বিশুদ্ধ ধনীদের ত্বরে বেশি ।
ঘুন ধরে গেছে যাছিল তাদের জন্য ,
সে আলো আজ হয়ে গেছে বাসি ।।
দরিদ্র যারা আছে তারা ভালো ,
না পেলেও বেশি করে আলো ।
তাদের আলো নয় রোগা গ্রস্থ,
ধনীদের চেয়ে আছে তারা ভালো ।।
ধনীদের 'আলোর আরোগ্য 'কামনা,
ও প্রার্থনা করি তাই মনে মনে ।
কখনও কি আসবে না সেদিন !
যাকে পাই শুধাই জনে জনে ।।।
্-
এখন 'টিনটেড ' লেগে আছে সব কিছুতেই ।
সাদা কালো ঢেকে গেছে নানা রঙেতেই ।।
-
***********শিক্ষা ***********
শিক্ষা শিক্ষা শিক্ষা,
সেটা পেতে হলে ।
প্রথমে চাই দীক্ষা,
প্রকৃত গুরু পেলে,
তবেই হবে শিক্ষা ।।
সন্তান ভুমিষ্ট হলে,
উঠবে মায়ের কোলে,
'মা' য় প্রথম গুরু ,
তিনি করবে শুরু ,
যেমন বীজ থেকে তরু ।।
আজকের এই দিনে,
মায়ের বড়ই অভাব ।
হারিয়ে গেছে কোথা!
পাল্টে গেছে সভাব,
নাই মনে সদ্ভাব ।।
শিক্ষার নাই শেষ ,
নাই যার অবশেষ ,
ভালো শিক্ষা পেতে ,
পুরনো প্রথায় মেতে ।
হবে গুরুকুলে যেতে ।।।-
&&&&&&& মা &&&&&&&
'মা' ডাকতে মায়ের ই মানা,
এসব তত্ব জানে কয়জনা ।
মায়ের তত্ব বুঝতে হলে,
মাতৃত্বে করতে হবে আনাগোনা ।।
মা বলছে মা বলে ডেকোনা,
এতো বড় ই কঠিন কথা ।
সারদা মায়ের জানলে তত্ব ,
অনুভবে দ্বারা জানবে যথা ।।
বিচিত্র এই মা সারদা তত্ব ,
যার তল পাওয়া বড় ভার ।
ক্ষেপা খুঁজে পরশ পাথর,
পেলোনা খুঁজে ,হলো হার ।।
'মা' শব্দ ছিল তাই অনাহত ,
ভুমিষ্ট হয় তাই প্রথমত ।
ওঁ শব্দ আছে ব্রহ্মাণ্ড জুরে,
তাই ভেবে খাই থতমত ।।।-