শুধু মোবাইলের রিংটোন।
পাখির কলকাকলিতে আগে
চোখ মেলতাম সকালে। আজ
গাছ কাটার ফলে পাখিদের ডাক
শোনা যায়না।পিযনের হাঁক শোনা
যায়না সে জায়গা দখল করেছে
মোবাইল ফোন। শোনা যায় মাঝির
ডাক দিনশেষে শেষ খেয়া ছাড়বে
বলে যাত্রীদের উদ্দেশ্যে দেয় ডাক ।
-
কাটে পছন্দের তালিকাভুক্ত
জিনিসগুলোর সাথে। নেই
হট্টগোল,নেই চাপ আছে শুধু
আনন্দ। নিজে অনায়াস সময়
কি কবে আনন্দে কাটাবে তা
নিজেকেই খুঁজে নিতে হবে।-
প্রকৃতিতে এনেছে শীতের
আগমনী বার্তা। সকালবেলা
ঘাসের উপর শিশিরের আলতো
ছোঁয়া যেন মুক্তোর মত লাগে।
রোদ পড়ে শিশির বিন্দুগুলো
সত্যিই যেন মুক্তো দানা ।-
দিনশেষে ক্লান্ত ডানায় ভর করে
নীড় অভিমুখে ফিরছে পাখিরা।
তুমি যে সন্ধ্যায় ফেরোনা আমারও
নীড়ে ফেরা হয়না।-
আরও আরও চাই এর মাঝে
নেই সুখ।অল্পে যে সন্ত্তুষ্ট হয়
সেই সুখী। ছোট্ট ছোট্ট জিনিসের
মাঝে সুখ লুকিয়ে থাকে নিজেকে
খুঁজে নিতে হয়।সুখ এসে কখনও
ধরা দেয়না।সুখ জিনিসটা আপেক্ষিক।
কেউ অল্পে সুখী কেউ নয়।-
মনের উড়ান চলে।
চঞ্চল মন উড়ে চলে
যেথায় আছে প্রিয়জন।
তাকে নিয়েই কাটে
আমার সর্বক্ষণ। মন
ভেসে বেড়ায় ।খুচরো
কাজে কেটে যায়। চাওয়া
পাওয়ার হিসাবটা বড্ড
গোলমালে।-
তোমার নামে পাঠিয়ে দিলাম
চিঠি পড়ে নিও খুব যতনে
লিখেছি যেটা আমি।আমার
মনের আনাচে কানাচে সর্বক্ষণ
আছ তুমি তোমায় নিয়েই
কল্পনায় স্বপ্ন আঁকি।বলতে
চেয়েও পারিনি বলতে তুমি
আছ হৃদয়ের কতটা কাছাকাছি
কতটা তোমায় ভালোবাসি।
মন ছুঁয়ে থাকে আবেগী খুনসুটি।-
এমনটা করতে পারতেনা।
আমার বিপদের দিনে তোমায়
আশা করেছিলাম পাশে পাবো
তুমিও সেই বাঁধা গদে দিলে
অজুহাত ।বন্ধু মানে পারস্পরিক
বোঝাপড়া। একে অপরের দুঃখ
কষ্ট ভাগ করে নেওয়া। সুখে
থাকলে তুমি বন্ধু আর আমার
যখন তোমাকে প্রয়োজন তখন
কেটে পড়লে।বন্ধুত্বের মুখোশ
পরে এসেছিলে তোমার স্বার্থ
ফুরিয়ে গেল বন্ধুত্বের যবনিকা
পাত করলে।
-
তাতে অন্ধকার যদি কাটে।
নিজে আলোয় উদ্ভাসিত হও
অন্যরা সেই আলোকে আলোকিত
হোক। চারিদিকে পাপের আঁধারে
ঢেকে গেছে রোদ চশমা পরার
নেই দরকার। জ্ঞানের আলো
জ্বলুক মনে। সেই আলোর শিখা
যেন না নেভে সে ব্যাপারে সচেতন
থাকতে হবে।-
পেয়েছে ঋতু পরিবর্তনের ফলে
আরেক রূপ। চারিদিকে সবুজের
সমারোহ যেন সবুজ গালিচা পাতা ।
কাশফুল দিচ্ছে উঁকি বলছে দুলে
দুলে মায়ের আসার নেইকো দেরী।
ঢাকে পড়েছে কাঠি মায়ের পদধ্বনি
শোনা যায় ঐ শোন। ঘরের মেয়ে
উমা আসছে চলছে চারিদিকে
তার প্রস্তুতি। ভোরের শিউলি ছড়ায়
বাতাসে পুজো পুজো গন্ধ। সকালের
ঘাসের ডগার শিশির বিন্দু বলে শরতের
পরশের কথা।
-