Dos Corazone   (✍🏻ⒹⓄⓈ ⒸⓄⓇⒶⓏⓄⓃⒺ)
3.7k Followers · 190 Following

read more
Joined 8 September 2017


read more
Joined 8 September 2017
1 JAN AT 7:49

Wishing you
a bright and joyful New Year
filled with love, laughter,
and endless possibilities.
May 2025 bring you peace,
success, and cherished moments.
Here's to new beginnings and dreams fulfilled!

-


14 SEP 2024 AT 0:06

দিনের 'পরে দিন কেটে যায়, পাহাড় হয়ে ওঠে,
তিলোত্তমার ভাই বোনেরা ততই এসে জোটে।
অসুর ভাবে, আর কতদিন, এবার হবি শান্ত,
তিলোত্তমার ভাই বোনেরা সহজে হবেনা ক্লান্ত।
দম্ভ প্রাচীর খসবে যখন, বিচার পাবে মেয়ে,
উঠবে সেদিন শহরবাসী খুশিতে গান গেয়ে।

-


27 APR 2024 AT 13:28

When you hit someone with the heat of the moment, not only it burns that person but it roasts your heart too.
And the damage done is almost irreversible.

Note: Issued in public interest.

-


24 JAN 2024 AT 23:47

Remembering the day
when we
officially started
walking together
and
promised
to cross
the finishing line!

-


5 SEP 2023 AT 21:55

To the persons that supplied gun powder for our lives to fire up, I wish them health so that this beautiful transaction of knowledge goes on forever.

-


4 APR 2023 AT 10:46


সেই যেবার ক্লাস ফাইভে জিওমেট্রি বক্স আনিনি বলে টিচার মারতে এলো আমায় আর তুই সটান বলে দিয়েছিলি ওটা নাকি আমার, আসলে তুই ভুলে গেছিস আনতে!
ওটা বন্ধুতা

তারপর আমার মেয়েবেলায়,
একদিন হঠাৎ আমার সাদা স্কার্ট লাল হয়ে গেল
আর তুই আমার পিছু নিয়ে চলে এলি একদম আমার বাড়ি অবধি,
কেউ আমার সে রং দেখতে পেলো না কিন্তু তোকে মেয়ে ঘেঁষা নাম দিয়েছিল,
ওটা বন্ধুতা

আর আজ আমার দেহটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে
চুল্লির প্রচণ্ড তাপে,
আমার স্বামী ড্রাইভার কে ডেকে জিজ্ঞেস করছে আর কত দেরি?
এমডি সিইও র লেট হচ্ছে যে!
আর তুই এক কোণে বসে চশমার কাঁচ সাফ করছিস ভেজা চোখের বদলে!
ওটা বন্ধুতা

-


5 SEP 2022 AT 9:00

Humans are born with infinite capabilities yet most of the times they fail to fathom.
So every Arjuna needs a Krishna who would enlighten the inner supernova asleep inside his soul.
But that was the case for the super humans.
For us, Krishna created his fragments who we know as teachers and with whom we learn to swim through life's turbulent streams.
On this auspicious day, we wish to touch their feet and silently thank them for holding our hands every time we trembled.
Happy teachers' Day.

-


10 JUL 2022 AT 21:47

আধ-ভেজা চুল, কাক-ভেজা মন, প্রেমিক খুঁজে ফেরে,
রাত্রি নামে, বরফ জমে, মেঘের শহরে।

-


2 JUL 2022 AT 9:02


তুমি আর আমি সেই পুরাতন কাল থেকে বসে আছি।
ক্ষয়ে গেছে বহু স্মৃতি, কত অভিমান।
চোখের পাতারা স্নান সেরে ঘুমিয়ে পড়েছে ।
নতুন শরীরে খুঁজে নেওয়া উত্তাপ,
ভুলে যাওয়া স্মৃতিদের পালাতে দেয়না।
ধরে নিয়ে যায় হিমশীতল অন্ধকার গহবর এ।

-


19 JUN 2022 AT 7:54

বাবান: পাপা দেখো ওই হনুমান দুটো কেমন বৃষ্টিতে ভিজে কাক হয়ে গেছে!
ওদের ঠান্ডা লাগেনা?
বাবা: কষ্ট মেনে নিলে আর কষ্ট হয়না।
বাবান: হুমম। মা‘র জন্য তাই আর কাঁদিনা।

-


Fetching Dos Corazone Quotes