Where understanding is important and calculation is a unwanted load..
-
সুমনা মণ্ডল
(💜sumana💜)
44 Followers · 29 Following
✒️ বিজ্ঞান বিভাগের zoology উপবিভাগ এর ছাত্রী, কাব্য,সাহিত্য নিয়ে চর্চা করার কখনো সুযোগ হয... read more
Joined 16 June 2020
1 DEC 2021 AT 14:23
13 AUG 2021 AT 10:09
নাইবা তুমি হাঁটলে আমার পাশে,
আমার একলা আকাশ তোমায় নিয়ে খুশি
শ্রাবণ ধারায় সিক্ত দীর্ঘশ্বাসে...
স্মৃতিরা তোমার কখনও হাসায় কাঁদায়
ব্যাস্ত দিনের সকল কাজের ফাঁকে
কিছু প্রণয়ের নাম না থাকাই ভালো
তাইতো রাধারা অমরত্বে বেচেঁ থাকে...
-
12 AUG 2021 AT 16:34
পড়ন্ত বিকেল বেলা...
সিঁদুর রাঙা আকাশ,ঝাপসা ধূসর রঙে,
রেঙেছে শেষেরবেলা।
নবীন পাতা তো হলুদ হবেই,সময়ের পরিহাসে..
বেলাশেষে সব মায়া, পিছুটান
হারাবে দীর্ঘশ্বাসে।
ডাক আসে যদি চুপিসারে ওই,পড়ন্ত বিকেল বেলায়...
ভোরের শিউলি হয়ে আসবো আবার,
নবীন পাতার মেলায়।।
-
9 JUN 2021 AT 21:51
দিনের শেষে একলা ঘরে,
আমার আমি আর আয়না।
দ্বন্দ্ব যখন নিজের সাথেই
পক্ষ নেওয়া যায় না...-