ভেঙে আসে আকাশ উপচে নামে ধারা
বিপদসীমার পরে উজান স্রোতের গতি---
বাড়ছে সংশয় আতঙ্কে দুরুদুরু, এই বুঝি
এই বুঝি মস্ত বড়ো ক্ষতি ;
সীমাহীন সীমানা জলের পরে জল
ঢেউয়ের পরে ঢেউ খেলে যায় দুর্নিবার অতল।
ভাঙছে বাড়ি, ভাঙে পাড় ভাসছে সমুদ্দুর
বানভাসী নদী ফুসলে ওঠে গিলছে চরাচর,
বাড়ছে তবু ভ্রুকুটি কার অবিশ্রান্ত একটানা
বিপদআসার এবার সবার চিত্রটা খুব চেনা....-
ডেকে নাও তাকে কেন ভুলে আমাকে?
কীভাবে বাসো ভালো, ভাসো জলে জলে,
দঃখের প্রহরী ঘেরাটোপ বলয়ে ঘিরে যত
মেঘলা দিন, অনুতাপ অনুভবে ফিরে ডাকে
যত প্রাচীন বৃষ্টিদাগ।-
খুনসুটি দিন বদল,একলা অবিকল
ফিরে আসে যত স্মৃতির চেনা কোলাহল ;
কত কথা আড্ডা রক,যুক্তিহীন বকবক,
ঝরো হাওয়া বৃষ্টি রোদ চলাচল.....
সে বৃষ্টি যদি গায়ে মেখে আকাশে ছড়ায়,
আমেজে রোদ আরমোড়া ভেঙে যায়....
আধোঘুমে তবু আজও হাতরায়... বন্ধু তোমায়।
বন্ধু তোমায় আবারও কাছে পাওয়ার আশায় ;
জীবনভর সুখ দুঃখের ভাগ নিয়মকরে
বন্ধু তোমায়, হাসি বা চোখের জলে আপন করে...-
ভেসে যাওয়া মন, ফেরারি এখন
অনুভবে আকাশ সীমা পার হওয়া সুখ...
ভেসে অনুক্ষণ ইচ্ছে মতন,ভেসে ওঠে স্মৃতিপটে
কার প্ৰিয় মুখ।
এভাবেই যাই, অজানায় হারাই স্রোতে স্রোতে দিন খুব চেনা তাই।
ভেসে আমরণ...এ মন কেমন, অবেলায় রোদ
মেখে গান গেয়ে যাই।
-
রঙে রঙে টিনটেড শরীরি ক্যানভাস।
পারতো সামলে রেখো সময়, তোমার চোখের সাদা কালোয়....-
তুমি রোদ হতে চাও.... বৃষ্টি থামার পরে ;
একলা কাশবন ধু ধু মাঠের আলপথ ধরে ;
তুমি গান গেয়ে যাও জীবন খুঁজে ফেরা কোনো
প্রান্তিক দিগন্তের পারে.....
জানি মেঘ ভালোবাসো, অভিমানের মতো করে।
আমি জানলা খুলি আরও কত কত বছর পরে,
দেখি রোদ উঠোনে ভাসে... বৃষ্টি থামার পরে।-
কেউ ডাকে পিছু থেকে ফেরারি বাতাসে,
কেউ ছোঁয় আলগোছে স্বপ্ন বিলাসে;
কেউ তবু ফিরে আসে হাতছানি দেখে
কেউ কেউ ফিরে যায় দূর দূর আকাশে।
ছায়াহীন আলোহীন বেদনার কালো,
পাশাপাশি হাতধরে মন্দ বা ভালো---
একাকী রাত আর অবসরে দিন কাটে
কেউ তবু মনে রাখে চেনা মুখ পথে ঘাটে ;
এই তো আকাশ ভেঙে অঝোরে ঝরে প্রেম
এই তো ধূসর ডানা মুক্তির উড়ে যাওয়া....
কেউ কেউ ভিজে চলে অবিরাম জলে জলে
কেউ তবু বুকে জড়ায় বৃষ্টি হয়ে এলে.....-
ভেঙেছে ঘুম। চরাচর ব্যাপী শূন্যতা ;
আসলে মন বিকিয়ে খেলাঘর ধুলোয়।
পেয়েছি দিন, ওই প্রশ্রয় অবসাদ কান্না আলোয় ;
যেভাবে ফিরবে কেউ ঝড়ের হাত ধরে
যেভাবে জানবে কেউ অচিরেই,
আলোকবর্ষ পার হয়ে যাবে যাবেই কারা
নাক্ষত্রিক জাগতিক পারাবারে.....-
বয়স বাড়ে, সময় কেড়ে নেয় সে সব দিন।
রোদ আসে,উড়ে যাই ঘুমে ঘুমে ছাদ পেরিয়ে
মেঘের ভেতর আলোড়নে ;
মুখ ঢাকে কুয়াশায়, আমি জানি,বেমালুম হাওয়া
ঘিরে ধরার শিহরণ মনে পড়ে....
প্রথম কলির মতো সে দু চার ক্ষণ ভালোবেসে আশ্লেষে কেঁপে ওঠা.... অনুভবে।-
তোকে চাই ;ছারখার চারিদিক
অবকাশ ভুল ঠিক..... ছুঁয়ে যাই, তোকে চাই।
চিনবে না কেউ এই ধুলো ঝড় আগুন
চিনবে না কেউ ফেরারী আলোড়ন....
তোকে আর আমাতে চেনা চেনা আলোতে
হেঁটে যাওয়া,
ফিরে চাই। তোকে.... ঝাপসা দু চোখ
বেদনার যত শোক ভুলে যাই---
তোকে চাই।-