SUFAL MODAK   (কলমেরপ্রকাশ)
79 Followers · 102 Following

Teacher
Joined 3 July 2020


Teacher
Joined 3 July 2020
12 AUG 2023 AT 17:35

নতুন দিনের মিছিলে
প্রভাতফেরীর মতন।।

-


1 AUG 2023 AT 19:09

আমি?
কিছুটা হলেও অগোছালো
হয়তো বেশীই আন্তরিক,,,,,,
আবেগ ভরা মানুষ।।
মানুষের ভিড়ে,উল্লাসে,,,,
ফেরিঘাটের শব্দে
কান পাতা এক নাগরিক।।
দেখেছি রেস্তোরাঁর জমক,
বাতির ওদিকের অন্ধকারে
বিক্রি হওয়া সম্ভ্রম,,,,
দেখেছি জীবনের মঞ্চে
বাঁচা মরার অধিকারের লড়াই।।
হাসির কোরাসের মাঝে
দুঃস্বপ্নের শেষ রাত্রি আমি দেখেছি,,,,,।।
কাঁচের দেওয়ালে জলবিন্দুরা বারে বারে
অস্পষ্ট করেছে অনুভবকে।।



-


31 JUL 2022 AT 8:58

সময়ের সাথে হয়তো নিস্তব্ধ,
চুপিসারে রয়ে যায় আবহমান।
রাতের ক্লান্ত চোখে,
শেষ ফেরারী যাত্রী সেও।।
শৈশবের আবদারে,
বেড়ে ওঠার আলাপ বিলাপে
অমলিন বন্ধন তার,,,,,,,।।
রাজপথের কোলাহল, ভিড়
জীবনের ছাপোষা চৌকাঠে
প্রাণহীন গোলাপের মতো।।
হেঁটে চলার শেষ মোহনায়
অপেক্ষারত,,,,,,।।


-


2 MAY 2022 AT 12:35

কাশের বনে কু ঝিক ঝিক
রেলগাড়ী করে,
অপু দুগ্গার প্রাণের মেলায়
"নায়ক" এলেন চোড়ে।।
আছে হীরার খনি "হীরক রাজ দেশে"
"গুপী গায়েন বাঘা বায়েন",,,,
আছেন অতিথির বেশে।।
গান শুনে স্তব্ধ চারিধার
নইলে"অশনি সংকেত" দেখিবে এবার!!
"ঘরে বাইরে" মশগুল
মস্ত "চিড়িয়াখানা",,,,,,
"সীমাবদ্ধ" চাষা,মজদুর, শ্রমিক
"জলসাঘর" এ না! না!
সামনে"মহানগর"
সেথায় দেখবে"সোনার কেল্লা"
"বাদশাহী আংটি" সামলাও মুকুল
আছে দুষ্টু লোকের মেলা,,,,,।।
মস্ত সে "রয়াল বেঙ্গল রহস্য"
"শঙ্কুর ডায়েরি" তে লেখা
"গোলাপী মুক্ত রহস্য"
এখানে এসোনা "গোরস্থানে সাবধান"
ফেলুদা,জটায়ু,তোপসের নিদান।।
জন্তর মন্তর ঘরে
ভুতের রাজার বরে
সেলামী জানাই
মানিক তোমারে।।



-


5 MAR 2022 AT 14:48

সমান্তরালে চলে,
জীবনপুরের সীমা ছাড়িয়ে
অস্তরাগে গোধূলিতে,,,,,
ছায়াশীতল, আবার কখনো
কাঁকুড়ে সেই পথচলা।।
ফিরে দেখি
চেনা মানুষের ভিড়,
শুনতে পাই
হারানো কোরাস
স্মৃতির পাতায় রাখা
বিবর্ণ গোলাপের জলছবি।।
নীল সবুজের সমারোহে
একটুকরো আমি
মিশে যাই,,,,,,,,
খেয়ালী মোহনায়।।

-


4 MAR 2022 AT 9:49

লহমায় কেটে যাওয়া জীবনে
আরোপের পালা কতো টুকু?
কালো রাতের শেষে
প্রভাতী সঙ্গীতে,,,,,
সোনা রোদ বৃষ্টি হয়েছে।।
হতাশার আলাপ
মুখর হয়েছে,
গলি থেকে দিনের রাজপথে।।
নাটক,গানের কলিতে
মেলার ভিড়ে
পুতুলের ইতিকথায়
মুখগুলি চেয়েছি আমি।।


-


24 FEB 2022 AT 9:14

কোলাহল,জনরব,
ব্যস্ত মনের শহর,,,,,,,।।
জলবিন্দু জমা হয়
আবেগী মোহনা জুড়ে।।
চলার পথ দেখি
রঙীন ক্যানভাসে,,,,।।

-


13 JAN 2022 AT 9:43

ভাবনায়,,,,,আবেগ ভরা
একটা পথচলতি।।
দেখা মেলে হতাশার,
চারপাশে ঘটে যাওয়া মানুষের
হাসির রোল,,,,,
উল্লাস,ভিড়ের ছন্দ
ফেরিঘাটে জলকেলি করে,,,,।।
গোলাপের শুষ্কতা কালীন হয়,
স্মৃতির হলুদ পাতায়।।
হারানো শৈশব,,,,,
শরীরের লালিমা
আফসোসে থামে,,,,
সব পাওয়ার ইচ্ছায়।।
ধরে রাখা অনুভূতিগুলো,,,,,
চোরা স্রোতে ভেসে যায়
মিলন মোহনায়।।



-


25 NOV 2021 AT 19:31

রাতের আকাশ ঘন কালো
আসমানী ঢেকে,,,,,,,,
ভোরের আলোর পথ চেয়ে
রোদেলা ঝিলিকে।।

-


24 NOV 2021 AT 18:09

Someone is powerless



He have a heart of kindness

-


Fetching SUFAL MODAK Quotes